
সুকান্ত,
নক্ষত্র নিয়ন্ত্রিত নীলাকাশের বুকে এখনো বসন্ত আসেনি। শীতার্ত শরীর জুড়ে কেবল বিপ্লব।
সে বিপ্লব কাঁটাতারের সীমান্তে দীর্ঘস্থায়ী!
বিপ্লব যুদ্ধের ব্যূহ রচনা করে। মিছিলে মিছিলে সাজায় প্রেমের প্রতিমূর্তি।
আমাদের প্রেম হয়নি।
কিন্তু প্রতিবিম্বে প্রতিফলিত হয়েছে কিছু জমানো নিয়মমাফিক গল্প।
গল্পে তো কত প্রেম থাকে, থাকে কত না বলা কথা।
আজকাল তা আর প্রস্ফুটিত হয় না।
বরং গল্প, গল্পই থেকে থাকে।
এখন আর মাঠ ভর্তি ইরিধান নেই।
তবুও সিদ্ধ ধানের সুধাময় সুগন্ধি বের হয় অপরাজিতার সন্ধ্যারাতে।
শীত চাপিয়ে পড়লে কবিতারা অজানায় ছুটে চলে।
তাই আর মুঠো বন্দি করে রাখা যায়না কবিতা।
কিন্তু বিপ্লব যে কবিতা ভালোবাসে।
বিপ্লবী যে প্রেমময়ীর কাঁধে মাথা রেখে কবিতা শোনে।
হেমন্তের শেষ প্রহরে চারদিক জুড়ে কেবল শুকনো পাতার মরসুম। তাই হরির লুটের মতো ঝরে পড়ে আছে সজনের পাতা।
সুকান্ত,
প্রেমে পড়লে মানুষ ব্যাকরণের নিয়ম ভেঙে কত কবিতা লেখে। পাঠক সমাজে কত আলোচিত ও সমালোচিত হয়। আমাদের প্রেম হয়নি বলে গল্প এসে জমা হয়।
রাত গভীর হলে খোলা মাঠে সাজাও তুমি তাসেরঘর।
কিন্তু বিপ্লব যে কবিতা ভালোবাসে।
.
ছবিঃ সংগৃহীত।
১০টি মন্তব্য
আরজু মুক্তা
রাত জেগে লেখা হোক বিদ্রোহি কবিতা। না হলে শীতের উষ্ণতা আাসবেনা। পলাকত হৃদয়ে একটু হলে জাগুক ক্রন্দন। পাতার মর্মর শব্দ তো সেই কথাই বলে।
আপনার কবিতা পড়ে নজরুলের এ লাইনটা মনে হলো ” মম এক হাতে বাঁশের বাশরী, আর এক হাতে রণতূর্য।”
প্রদীপ চক্রবর্তী
যথার্থ মতামত।
সাধুবাদ,দিদি।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভূতির উপস্থাপন।
প্রকৃতির ছোঁয়ায় বেশ প্রাণবন্ত।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা একরাশ।
প্রদীপ চক্রবর্তী
ধন্যবাদ আপনাকে।
ভালো লাগলো।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনার প্রকাশ কবি দা
প্রদীপ চক্রবর্তী
ধন্যবাদ,দাদা।
সুপর্ণা ফাল্গুনী
প্রেমে পড়লে তখন আর ব্যাকরণের ধার ধারে না। সমালোচিত হোক আর আলোচিত ই হোক সেটা তখন গৌণ হয়ে যায়। শীতের উষ্ণতা ছুঁয়ে যাক লেখায়, প্রেমে, কবিতায়।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
যথার্থ মতামত।
সাধুবাদ,দিদি।
তৌহিদ
যুগে যুগে বিপ্লবীরা উদ্বুদ্ধ হয়েছে কবিতায়, গানে, চরণে। একটি কবিতা হাজারো বিপ্লবীদের অনুপ্রেরণা। কবিতাকে আসতেই হবে।
শুভকামনা দাদা।
প্রদীপ চক্রবর্তী
অনুপ্রেরণায় কবিতা তৈরি হয়।
যথার্থ মতামত।
সাধুবাদ,দাদা।