বিপরীত ভাবনা

সালমা আক্তার মনি ১৭ মে ২০১৬, মঙ্গলবার, ১১:৪১:৪৫অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

সব কিছু কি যায়রে বলা
তব মুখোপানে চেয়ে রই।
শরীর দু ‘খানি মিলেছে কেবলি
মনের পাইনি থই।

মন চাই মন চাই বলে মেয়ে
দুনিয়া উঠালি মাথায়,
বুকে হাত দিয়ে বলতো দেখি
মিলে ছিলো যখন দেহ দু ‘খানি
সুখ কি ছিলো না সেথায়?

প্রেমহীন সূখ চাইনাতো মেয়ে
চোখ জুড়ে শুধুই স্বপন
ভোরের বকুল হাতে তুলে দিয়ে
বলবে “মেয়ে তুমিই আমার ভূবন “।

৫৭৭জন ৫৭৭জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ