
রাত গভীর, চোখে নেইতো ঘুমের লহর।
বিষন্নতার অসুখে পুড়ছে অন্তরাত্মা;
জীবননদী চমকে-ঢমকে মায়াজালে আটকে গেছে ।
কোথাও কেউ নেই-
তিমির রাত আর আমি জেগে আছি পাশাপাশি।
নেশার টানে দূরের কোনো মরু-প্রান্তরে;
অভিসার সাজায় ক্যাকটাস প্রসূন শয্যায় ।
দ্রুম শাখে হুতুম-পেঁচা ও দু’চোখ শূণ্যে ভাসিয়ে অপেক্ষারত;
নয়ন সরসী ভরে আছে রোদন জলে,
ব্যর্থতার ধূম্রজালে আষ্টেপৃষ্ঠে বাঁধা সাজানো স্বপ্নদৃশ্য;
তানপুরাতে অশনি সংকেতের ধ্রুপদী সুরের মূর্ছনা।
২২টি মন্তব্য
শান্ত চৌধুরী
অসাধারণ অভিব্যাক্তি।
সতত শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা
সুপায়ন বড়ুয়া
বিনিদ্র রজনী যখন কাটে
নানান ভাবনা এসে করে ভর।
পিছু ঠেলে যায় দিবা নিশি হায়
ভাবনায় কেঠে যায় মরুপ্রান্তর।
দিদি কঠিন ভাষায় লিখলেও লাগলো ভাল
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা আপনার কাছে এটা কঠিন লাগলো! কি যে বলেন।দিদিরে খালি লজ্জা দেন কেন? অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। শুভ কামনা রইলো
ফজলে রাব্বী সোয়েব
অল্প কথায় যে অনুভূতির এত সুন্দর বহিঃপ্রকাশ হতে পারে তার জ্বলন্ত উদাহারণ। ভালবাসা অবিরাম। ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। অজস্র শুভ কামনা রইলো। শুভ সন্ধ্যা
মাহমুদুল হাসান
কবিতা এবং ছবি একদম——
সুপর্ণা ফাল্গুনী
🙂🙂 ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন
কামাল উদ্দিন
কঠিন কবিতা আপু, শুভ কামনা জানিয়ে গেলাম।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আমার কবিতা কঠিন লাগলো? মহারাজের কবিতা যারা রেগুলার পড়ে তাদের কাছে এই কথা শুনতে হলো! ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
ব্যর্থতাকে পাত্তা দিতে নেই, এতে নিজেরই ক্ষতি। মনে সাহস রাখুন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
হুম সেটাই। ধন্যবাদ ভাইয়া। আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকবেন। নিরাপদে থাকুন
ছাইরাছ হেলাল
এক বালতি বিষাদ ঢেলে দেওয়া লেখা।
আহারে শূণ্যে-ভাসা চোখের যদি ডানা থাকত!
সুপর্ণা ফাল্গুনী
এক বালতি বিষাদ🤣🤣🤣! ডানা থাকলে তো আর কষ্টই থাকতো না, কষ্টগুলো সব উড়ে চলে যেতো অজানা কোনো খানে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া
হালিম নজরুল
তিমির রাত আর আমি জেগে আছি পাশাপাশি।
নেশার টানে দূরের কোনো মরু-প্রান্তরে;
অভিসার সাজায় ক্যাকটাস প্রসূন শয্যায় ।
——–দারুণভাবে গভীরতা বাড়ছে।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র অজস্র ধন্যবাদ ও ভালোলাগা। এমন অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত হয়ে থাকতে চাই প্রতিনিয়ত । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
পার্থ সারথি পোদ্দার
অপূর্ব! শব্দচয়নে মুন্সিয়ানা দেখলাম।খুব ভাল লাগল দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। খুব ভালো লাগলো আপনার মন্তব্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ফয়জুল মহী
পাঞ্জল শব্দের গাঁথুনি। লেখা পড়ে বিমোহিত হলাম।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
কবিতায় বিষন্নতার খনি।
কবিতা ভালো হয়েছে খুব।
শুভ কামনা ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক ধরেছেন দাদা ভাই। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরন্তর শুভকামনা ও শুভেচ্ছা