
আপনি কি মহাকাব্য পড়েছেন কখনও
যদি না পড়েন তবে আমি বলবো-
আপনি বত্রিশ নাম্বারে যান,
অগণিত মহাকাব্যের সমারোহ নিয়ে চিরজাগ্রত সেথা-
বঙ্গবন্ধুর দুটি বিনিদ্র আঁখি।
সাবধান !
ভুলেও সে কবিতা কপি করার-
দুর্ভেদ্য দুঃসাহস করবেন না,
সহস্র মহাসাগর শুকিয়ে যাবে অবলীলায় –
তবু সন্তানের প্রতি পিতার অগাধ প্রেমের
অশেষ কাব্যের যবনিকা টানা যাবে না ।
আমি গর্বিত আমি বাংলা পেয়েছি
আমি গর্বিত আমি বঙ্গবন্ধুকে পেয়েছি।।
সাতচল্লিশ থেকে একাত্তর
প্রাচ্য থেকে পাশ্চাত্যে একটাই আশ্চর্য ছিলো দীপ্যমান
সে কেবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।।
উত্তরা ঢাকা
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আমি গর্বিত আমি বাংলা পেয়েছি
আমি গর্বিত আমি বঙ্গবন্ধুকে পেয়েছি।।
হ্যা এই গর্ব আমরা করতেই পারি স্বগৈরবে।
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি ভালবাসা রইল।
সুপর্ণা ফাল্গুনী
“আপনি কি মহাকাব্য পড়েছেন কখনও
যদি না পড়েন তবে আমি বলবো-
আপনি বত্রিশ নাম্বারে যান,
অগণিত মহাকাব্যের সমারোহ নিয়ে চিরজাগ্রত সেথা-
বঙ্গবন্ধুর দুটি বিনিদ্র আঁখি।” – অসাধারণ লেগেছে। ভালো থাকবেন সবসময়
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ আপু ❤️
রেহানা বীথি
বঙ্গবন্ধুকে নিয়ে যেকোনও লেখা পড়লেই আবেগতাড়িত হয়ে পড়ি, এবারও হলাম।
অসাধারণ লিখলেন ভাই।
ত্রিস্তান
ভালোবাসা অনিমেষ আপু।
সুপায়ন বড়ুয়া
“আমি গর্বিত আমি বাংলা পেয়েছি
আমি গর্বিত আমি বঙ্গবন্ধুকে পেয়েছি।।”
তাই তো বাঙালী আজ গর্বিত এক জাতি।
জয় বাংলা !
শুভ কামনা।
ত্রিস্তান
জয়… বাংলা, জয় হোক মেহনতি মানুষের ❤️
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
অনবদ্য কাব্যকথন।
শুভ জন্মতিথি হে মহানায়ক।
ত্রিস্তান
অনেক অনেক ভালোলাগা দাদাভাই 😍
হালিম নজরুল
ভুলেও সে কবিতা কপি করার-
দুর্ভেদ্য দুঃসাহস করবেন না,
সহস্র মহাসাগর শুকিয়ে যাবে অবলীলায় –
তবু সন্তানের প্রতি পিতার অগাধ প্রেমের
অশেষ কাব্যের যবনিকা টানা যাবে না ।
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
তৌহিদ
চমৎকার লিখেছেন দাদা।
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান নেতার প্রতি। মুজিববর্ষ সফল হোক এটাই কাম্য।
ভালো থাকবেন।
ত্রিস্তান
বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি।
জিসান শা ইকরাম
খুব সুন্দর হয়েছে,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলী।
ত্রিস্তান
অনেক অনেক ভালোলাগা দাদাভাই 😍
সঞ্জয় মালাকার
আমি গর্বিত আমি বাংলা পেয়েছি
আমি গর্বিত আমি বঙ্গবন্ধুকে পেয়েছি।।
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
ফয়জুল মহী
শ্রদ্ধাসহকারে ভালোবাসা নিবেদন ।
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
ত্রিস্তান
বিনম্র শ্রদ্ধা ❤️
জাহাঙ্গীর আলম অপূর্ব
অপূর্ব কাব্য কথা লিখেছেন প্রিয় কবি
পড়ে মুগ্ধ হলাম ।
শুভকামনা রইল কবি