
ভায়ের রক্তে পেলাম ভাষা,
মায়ের শপথে মুক্তি।
বোনের সম্ভ্রমের বিনিময়ে,এদেশ আমার
বাংলা আমার শক্তি।
মনের কথা ,মনের মতো।
করবে বলে প্রকাশ।
বুকের তাজা রক্তে এলো,
ছাত্র জনতার ইতিহাস।
সেই ইতিহাসের পথটি ধরে,
ফুল সহযোগে গাই শোক গীতি।
নয়কো করুণা নয়কো দয়া।
এটাই শ্রদ্ধা জানানোর রীতি।
একুশ আমার ভালোবাসায়,
ফেব্রুয়ারী অমর গান।
একুশ আমার চেতনায়,
সদা জাগ্রত দীপ্ত প্রাণ।
ভাষা শহীদেরা আমার ভাই ছিলো,
ছিলো মায়ের স্নেহের ধন।
ভাষার তরে কোল খালি হলো,
পাথর চাপা মায়ের প্রাণ।
বিনিময় মূল্য চায়নি তারা,
চায়নি অনেক নাম ও খ্যাতি।
ছিলো নিঃস্বার্থ দেশপ্রেমিক তারা,
রইলো বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি।
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
অপূর্ব শব্দশৈলি, পাঠে মুগ্ধ।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
ছাইরাছ হেলাল
অবশ্যই বিনম্র শ্রদ্ধা ভাষা শহীদের প্রতি।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ছাইরাছ হেলাল ভাইয়া্
সুপর্ণা ফাল্গুনী
বিনম্রচিত্তে শ্রদ্ধা রইলো । সুন্দর কবিতা। অমর একুশে শুভ হোক
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রাণিত হলাম দিদিভাই
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
নিতাই বাবু
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা!
ইসিয়াক
আপনার প্রতি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা রইলো প্রিয় দাদা।
সুপায়ন বড়ুয়া
“ভায়ের রক্তে পেলাম ভাষা,
মায়ের শপথে মুক্তি।
বোনের সম্ভ্রমের বিনিময়ে,এদেশ আমার
বাংলা আমার শক্তি।”
অসাধারন এই শব্দ চয়ন গুলিই
আমাদের অফুরন্ত শক্তি।
শুভ কামনা।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা রইলো প্রিয় দাদা।
হালিম নজরুল
সুন্দর ছন্দময় লেখা
নাজিয়া তাসনিম
বিনম্র শ্রদ্ধা জানাই শহিদদের প্রতি।
শুভকামনা। 🌹
কামাল উদ্দিন
তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা