বিজয়ের জন্য

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৭ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১১:১৪:৪২পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
ওহে বাঙালি
তোমরা বুঝি বোঝো না
পাওয়ার মূলমন্ত্র
কিছু পেতে হলে কিছু দিতে।
শুধু বিজয় আসবে বলে
সারা বাংলা পাকরা করেছে তোলপাড়
তার জন্য বাঙালিকে সহ্য করতে হয়েছে
শাসন নামক পৈশাচিক নির্যাতন

দিতে হয়েছে এক সাগর রক্ত
কোল খালি হয়েছে মায়ের শত শত
হরণ করছে ওরা অসহায় মা ও বোনের ইজ্জত
শুধু বিজয় আসবে বলে
সন্তানের লাশ কাঁধে তুলে দাঁড়িয়ে আছে শোকাহত বাবা
ধ্বংস লীলায় মেতে ছিলেন পাকরা
বুক পেতে দিয়েছে বাঙলার  সাহসী নির্ভীক ছেলেরা
শুধু মাতৃভূমি রক্ষার জন্য
শুধু বিজয় আসবে বলে
লুণ্ঠিত ছকিনা বিবি প্রহর গুনছে তোমার জন্য
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালি
পেয়েছে স্বাধীনতা
বিজয় উল্লাসে আজকে সমবেত বাঙালি
হাসি গাইছে প্রাণ খুলে
আজ বাঙালির সকল আশা ভরসা ফিরে পেয়েছে।
রচনাকালঃ
১৩/১২/২০২০
৪৯০জন ৪১৭জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ