
বিজয় তুমি
উদিত সূর্যোদয়ের সোনালি ফুলের ঘ্রাণ,
বিজয় তুমি লাখো শহীদের প্রাণ।
বিজয় তুমি
কবি বেশে জনসমুদ্র মঞ্চে শেখ মুজিবুর রহমান,
সবুজের বুকে লাল তুমি মুক্তির সুরে গাও বিজয়ের গান।
বিজয় তুমি
গর্জে উঠা শহীদের একাত্তর
মম অন্তরে গ্রথিত তুমি,
বইছো নিরন্তর।
বিজয় তুমি
সোনালী মাঠে লাল সবুজের পতাকা,
একখণ্ড সভ্যতার মাঝে তুমি চিরসাক্ষী হয়ে থাকা।
বিজয় তুমি
বাংলার বুকে কবির কবিতা
তোমার জয়ধ্বনিতে মুগ্ধপাঠক,
মুগ্ধশ্রোতা।
বিজয় তুমি
উদিত ভোরের ৩১ বার তোপধ্বনি,
তুমি যে ঊনসত্তর হাজার লোকালয়ের কন্ঠধ্বনি।
বিজয় তুমি
মুক্তিযোদ্ধার হাতে বিজয়ের বীরগাঁথা,
তুমি হৃদয়ের বাংলাদেশ ভুলবো না তোমার কথা।
বিজয় তুমি
লালসবুজের বুকে চির বিজয়
যুগে যুগে ক্ষণজন্মা তাই তুমি,
চির অক্ষয়।
..
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা🍀
জয়বাংলা🇧🇩
২০টি মন্তব্য
নুর হোসেন
বিজয়ের শুভেচ্ছা নিবেন।
প্রদীপ চক্রবর্তী
বিজয়ের শুভেচ্ছা 🇧🇩❤
নিতাই বাবু
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
প্রদীপ চক্রবর্তী
বিজয়ের শুভেচ্ছা শ্রদ্ধেয় দাদা 🇧🇩❤
সুরাইয়া পারভিন
চমৎকার প্রকাশ
বিজয়ের শুভেচ্ছা
প্রদীপ চক্রবর্তী
বিজয়ের শুভেচ্ছা দিদি 🇧🇩❤
রেহানা বীথি
খুব সুন্দর কবিতা।
বিজয়ের শুভেচ্ছা।
প্রদীপ চক্রবর্তী
বিজয়ের শুভেচ্ছা দিদি 🇧🇩❤
আরজু মুক্তা
বিজয়ের লাল শুভেচ্ছা।
প্রদীপ চক্রবর্তী
বিজয়ের শুভেচ্ছা দিদি 🇧🇩❤
সুপায়ন বড়ুয়া
বিজয় তুমি লাখ শহীদের
রক্তস্নাত সোনলী সুর্যের দিন!
দিনে দিনে বাড়িয়াছে দেনা
শোধিতে হইবে ঋন !
ভালোই হলো , বিজয়ী শুভেচ্ছা
প্রদীপ চক্রবর্তী
বিজয়ের শুভেচ্ছা দাদা 🇧🇩❤
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ একটি কবিতা উপহার পেলাম। ধন্যবাদ আপনাকে। বিজয়ের শুভেচ্ছা রইল
প্রদীপ চক্রবর্তী
বিজয়ের শুভেচ্ছা দিদি 🇧🇩❤
জিসান শা ইকরাম
বিজয়কে বিভিন্ন ভাবে সুন্দর ভাবে দেখালে।
বিজয়ের শুভেচ্ছা।
প্রদীপ চক্রবর্তী
বিজয়ের শুভেচ্ছা দাদা 🇧🇩❤
তৌহিদ
বিজয় তুমি
মুক্তিযোদ্ধার হাতে বিজয়ের বীরগাঁথা,
তুমি হৃদয়ের বাংলাদেশ ভুলবো না তোমার কথা।
বিজয়ের অনুভাবী কবিতা দারুন হয়েছে।
প্রদীপ চক্রবর্তী
বিজয়ের শুভেচ্ছা দাদা 🇧🇩❤
সাবিনা ইয়াসমিন
বিজয় তুমি
নব প্রজন্মের যত্নে লেখা কবিতা,
তরুণ প্রানের হৃদয় নিঃসৃত ভালোবাসা…
দারুণ লিখেছো প্রদীপ।
বিজয়ের শুভেচ্ছা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
বিজয়ের শুভেচ্ছা দিদি 🇧🇩❤