বিজয়

প্রদীপ চক্রবর্তী ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০৮:২৩:০৮পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

বিজয় তুমি
উদিত সূর্যোদয়ের সোনালি ফুলের ঘ্রাণ,
বিজয় তুমি লাখো শহীদের প্রাণ।

বিজয় তুমি
কবি বেশে জনসমুদ্র মঞ্চে শেখ মুজিবুর রহমান,
সবুজের বুকে লাল তুমি মুক্তির সুরে গাও বিজয়ের গান।

বিজয় তুমি
গর্জে উঠা শহীদের একাত্তর
মম অন্তরে গ্রথিত তুমি,
বইছো নিরন্তর।

বিজয় তুমি
সোনালী মাঠে লাল সবুজের পতাকা,
একখণ্ড সভ্যতার মাঝে তুমি চিরসাক্ষী হয়ে থাকা।

বিজয় তুমি
বাংলার বুকে কবির কবিতা
তোমার জয়ধ্বনিতে মুগ্ধপাঠক,
মুগ্ধশ্রোতা।

বিজয় তুমি
উদিত ভোরের ৩১ বার তোপধ্বনি,
তুমি যে ঊনসত্তর হাজার লোকালয়ের কন্ঠধ্বনি।

বিজয় তুমি
মুক্তিযোদ্ধার হাতে বিজয়ের বীরগাঁথা,
তুমি হৃদয়ের বাংলাদেশ ভুলবো না তোমার কথা।

বিজয় তুমি
লালসবুজের বুকে চির বিজয়
যুগে যুগে ক্ষণজন্মা তাই তুমি,
চির অক্ষয়।

..
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা🍀
জয়বাংলা🇧🇩

৭৪৮জন ৬৩১জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ