
জীবনে কত কিছুই না অজানা রয়ে গেছে, কিছু বিষয় জেনে রাখা ভালো, আবার কিছু বিষয় আছে বেশ চমকপ্রদ, আজ নিয়ে আসলাম এমন কিছু চমকপ্রদ অজানা নিয়ে।
চলুন তাহলে শুরু করা যাক।
১.
আঙ্গুর বিস্ফোরিত হবে যদি আপনি মাইক্রো ওভেনে গরম করেন।
২.আপেল, পিচ ও রাস্পবেরিস ফল কিন্তু গোলাপ গোত্রীয়।
৩.পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফল হলো টমেটো।
৪.চারকোণা তরমুজ খেতে চান, জাপান যেতে হবে।
৫.শসা কিন্তু ফল, সবজি নয়।
৬.ফল নিয়ে পড়াশুনাকে পোমোলজি বলে।
৭.পৃথিবীতে এক ধরনের গাছ আছে যাকে বলা হয় ফল সালাদ গাছ, একই গাছে ৭ ধরনের ফল ফলে।
৮.স্ট্রবেরিতে কমলার চেয়েও বেশি ভিটামিস সি থাকে।
৯.মিরাকেল ফ্রুট নামে একটি ফল আছে যা খাবার পর প্রচণ্ড টক ফলও খেতে মিষ্টি লাগবে।
১০.ফলের গায়ে যে স্টিকার লাগানো থাকে সেটা কিন্তু বিষমুক্ত ও চাইলে খেতে পারবেন।
১১.প্রতিবছর ৭.৮ মিলিয়ন অকাল মৃত্যু রোধ করা সম্ভব যদি সবাই নিয়মিত ফল বা শাক সব্জি খায়।
১২.সতেরশ সালের দিকে আমেরিকাতে আনারস খুবই ব্যয়বহুল ছিল, সম্পদশালী মানুষেরা বাড়িতে আনারস রাখত তাদের আভিজাত্য বোঝাতে।
১৩.ইওরোপে সবচেয়ে বেশি কলা উৎপন্ন হয় আইসল্যান্ডে।
১৪.আনারসে পরিমিত লবণ দিলে তার মিষ্টতা বাড়ে।
১৫.তরমুজে সিট্রুলিন নামক এক ধরনের উপাদান থাকে যা ভায়াগ্রাতেও আছে।
১৬.টমেটোর জিন মানুষের চেয়েও বেশি।
★
১. গ্রিসে যৌন কর্মী মেয়েরা স্যান্ডেল পরে থাকে আর স্যান্ডেলে ফলো মি লেখা থাকে যাতে ভোক্তারা আকর্ষিত হয়।
২. অস্ট্রেলিয়াতে যৌন কর্মী হতে হলে কমপক্ষে সেকেন্ডারী স্কুল পাশ হতে হয়।
৩. ধারণা করা হয় পৃথিবীব্যাপী ৪০ মিলিয়ন যৌন কর্মী আছে।
৪. ধারণা করা হয় প্রতি ১০ জনের ১ জন পুরুষ যৌন কর্মের জন্য টাকা খরচ করেছে।
৫. ৮০% যৌন কর্মী কখনো কোন সময় ধর্ষিত হয়েছে।
৬.এই পেশায় প্রবেশের গড় বয়স ১৩।
৭.যৌন কর্মীদের কাছে যাওয়া পুরুষদের গড় বয়স ৩৫ থেকে ৪৪।
৮. প্রতি বছর প্রায় ৫০০ থেকে ৭০০ নেপালী মেয়ে ভারতে পাচার হয় যৌন ব্যবসার জন্য।
৯. যৌন কর্মী নারীদের যদি পতিতা বলা হয় তবে তাদের ভোক্তা পুরুষদের পতিত বলা হোক।
★
১.জাতিসংঘের হিসাবে পৃথিবীতে পাঁচজনে একজন নারী জীবনকালে কখনো না কখনো ধর্ষণ বা ধর্ষণচেষ্টার শিকার হবে।
২.নারীকে সবরকম নিয়ন্ত্রণে আনা বা কব্জা করার মানসিকতা ধর্ষণের প্রারম্ভিক কারণ ।
৩.ধর্ষণের সবচেয়ে ড্যামেজিং অংশ হলো মেয়েটির মস্তিস্কও ধর্ষিত হয় ।
৪.অধিকাংশ মেয়ের ভয় ধর্ষণ ও মৃত্যুতে ।
৫.একজন লেখকের ভাষ্য মতে পশু চিড়িয়াখানায় থাকবে না, চিড়িয়াখানার অভ্যন্তরে থাকবে রাজনীতিবিদ ও ধর্ষকেরা ।
৬.রাষ্ট্রপতি এক মেয়াদের জন্য নির্বাচিত হলেও পরে তাঁকে সারাজীবন প্রাক্তন রাষ্ট্রপতি বলা হয়,একজন ধর্ষকও সারাজীবনের জন্য ধর্ষক।
৭.আমেরিকান এক লেখিকার কথা : সব পুরুষই ধর্ষক । তারা কেউ শারীরিক ধর্ষণ করে,না হয় চোখ দিয়ে ধর্ষণ করে,না হয় আইন দিয়ে,না হয় নানা রকম বিধি নিষেধ দিয়ে।
৮.ধর্ষণ নিয়ে সবচেয়ে কুৎসিত প্রবাদ হলো ধর্ষণ না এড়াতে পারলে উপভোগ করো ।
৯.আদালতে ধর্ষণের প্রমাণ সবচেয়ে কঠিন ও বিব্রতকর কর্ম।
১০.বাংলাদেশে ১৫ পেরোনো নারীদের জীবনকালে ২৩ জনে একজন অন্য পুরুষের হাতে এবং বিবাহিতদের তিনজনে একজন স্বামীর হাতে এমন সহিংসতার শিকার হয়েছেন।
★
১.সিংহের চেয়ে সিংহী বেশ কঠিন মনের, এই গোত্রের ৯০% ভাগ শিকার কর্ম সিংহী করে থাকে ।
২.হরিণের গল ব্লাডার ( পিত্তাশয় ) নেই ।
৩.বাদুড়ই একমাত্র স্তন্যপায়ী যে উড়তে পারে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকানরা চেষ্টা করেছিল বাদুড় দিয়ে বোমা বর্ষণের ।
৪.এতো অসংখ্য পিঁপড়া পৃথিবীতে যে প্রতিটি মানুষের ভাগে ১ মিলিয়ন পড়বে।
৫.গরু দাঁড়িয়ে ঘুমাতে পারে কিন্তু স্বপ্ন দেখে তখনই যখন গরু বসে/শুয়ে ঘুমায়, আপনি কি জানেন যে গরুর ৪টা পাকস্থলী ?
৬.পিঁপড়া কখনো ঘুমায় না ও তাদের ফুসফুস নেই ।
৭.হাতি ৩ মাইল দূর থেকেও পানির ঘ্রাণ পায়।
৮.দুটো বাঘের ডোরাকাটা দাগ দেখতে কখনো এক না, ফলে একটা বাঘকে আরেকটা বাঘের চেয়ে আলাদা করা যায়।
৯.গাধার চোখ এমনভাবে বসানো যে সে তার চার পা সবসময় দেখতে পায় ।
১০.কাঠবেড়ালী লাল রঙ দেখতে পায় না ।
১১.একটি প্রজাপতির কমপক্ষে ১২০০০ চোখ আছে, প্রজাপতি শুধুমাত্র লাল,সবুজ আর হলুদ রঙ দেখতে পায় ।
১২.প্রচণ্ড ক্ষুধার্ত একটি ইঁদুর খাবার না পেলে নিজের লেজ খেতে শুরু করে ।
১৩.কুমির আপনাকে গিলে ফেলতে শুরু করলে আপনার বুড়ো দুই আঙ্গুল দিয়ে কুমিরের দুটো চোখের বল শক্ত করে ঠেসে ধরুন, আপনাকে ছেড়ে দেবে।
সমাপ্ত
ছবিঃ গুগল
তথ্য সূত্রঃ ফেইসবুক, গুগল।
৩১টি মন্তব্য
সাখিয়ারা আক্তার তন্নী
অনেক কিছু জানতে পারলাম,
ধন্যবাদ আপনাকে।
ইঞ্জা
ভালো লেগেছে আপু?
রেজওয়ান
বাঘের ডোরাকাটা দাগ অনেকটা মানুষের আংগুলের ছাপের মত! কারো সাথে কারোর মিল নেই!!
সুন্দর সুন্দর তথ্য সংগ্রহ করেছেন ভাইজান🥰
ইঞ্জা
ভালো লেগেছে তাহলে। 😄
ছাইরাছ হেলাল
অনেক শ্রম দিয়েছেন বলেই এক সাথে এত্ত কিছু জানলাম।
ইঞ্জা
শ্রম না দিলে ব্লগ চালাবে কে ভাইজান, এতো আমাদেরই দায়িত্ব। 😁
মনির হোসেন মমি
আপনার ভিন্ন ধারার এ পেস্ট এ অভিনন্দন।
মন্তব্যে আসছি,,
ইঞ্জা
অপেক্ষায় রইলাম ভাই। 😁
সঞ্জয় মালাকার
দাদা অজানা তথ্য জানা হলো , পড়ে বেশভালো লাগলো, ধন্যবাদ আপনাকে দাদা।
ইঞ্জা
শুভেচ্ছা দাদা। 😊
নিতাই বাবু
জানার শেষ নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। শেখারও শেষ নেই! জানা হলো অনেককিছুই। ধন্যবাদের সাথে শুভকামনাও থাকলো।
ইঞ্জা
অবিরাম ধন্যবাদ দাদা।
মোঃ মজিবর রহমান
অনেক জানা গেল ভাই। ধন্যবাদ ভিন্ন স্বাদের পোস্ট
ইঞ্জা
ভালোবাসা জানবেন প্রিয়। 😍
মোঃ মজিবর রহমান
হুম। ভাল থাকুন।
ইঞ্জা
শুভেচ্ছা
সাবিনা ইয়াসমিন
অজানা অনেক কিছুই একসাথে জানতে পেলাম। ভালো লাগলো পোস্ট 🙂
★ ধর্ষণ নিয়ে সবচেয়ে কুৎসিত প্রবাদ হলো ধর্ষণ না এড়াতে পারলে উপভোগ করো ।,,
আসলেই এমন করে কোথাও বলা হয়েছে!
এর চাইতে কুৎসিত প্রবাদ আর কি হতে পারে? 😡😡
ইঞ্জা
এমন কুৎসিত কথা কয়দিন আগেও ভারতের কে যেন বললো, এমন কথা নষ্ট মনের মানুষরাই বলতে পারে আপু।
রেহানা বীথি
সুন্দর পোস্ট ভাইয়া। অনেককিছু জানলাম।
ইঞ্জা
কত কিছু যে অজানা আমাদের, জানার মধ্যেও আনন্দ আছে আপু।
সুরাইয়া পারভিন
চমৎকার সব অজানা তথ্য জানা হলো।
অসাধারণ পোস্ট
ইঞ্জা
ধন্যবাদ আপু, খুব খুশি হলাম। 😊
জিসান শা ইকরাম
জানলাম অনেক কিছু, এজন্য ধন্যবাদ অবশ্যই প্রাপ্য আপনার।
* পৃথিবীতে এক ধরনের গাছ আছে যাকে বলা হয় ফল সালাদ গাছ, একই গাছে ৭ ধরনের ফল ফলে। == অবাক হলাম খুব।
*যৌন কর্মী নারীদের যদি পতিতা বলা হয় তবে তাদের ভোক্তা পুরুষদের পতিত বলা হোক।== একমত
* ফল খাওয়া উচিত আমাদের সবার।
শুভ কামনা ভাইজান।
ইঞ্জা
৭ ফল সালাদ, প্রত্যক্ষ ভাবে না দেখলেও ছবিতে দেখেছি, অবশ্য সালাদ আমার বেশ পছন্দের, জীবনে প্রচুর ধরণের সালাদ খাওয়ার অভিজ্ঞতাও আছে ভাইজান।
পতিতা আর পতিত, ইংরেজিতে যাকে বলা হয় Jiggalo -male prostitute, বাংলায় অবশ্যই একটা নাম থাকা উচিত ছিলো।
ভাইজান আমাকে আপনি ফলখোরই বলতে পারেন, সব সিজনের ফল আমার খাওয়া চাই চাই। 😁
ধন্যবাদ ভাইজান।
তৌহিদ
সত্যি বলছি আজকের আগে এত কিছুই জানতামনা এসব বিষয়ে যদি না আপনি পোষ্ট দিতেন। চারকোনা তরমুজ, পিঁপড়েরর ফুসফুস, প্রজাপতির চোখ, ইঁদুরের লেজ, হরিণের পিত্তাশয় এত সব কিছু আমার নিজস্ব জ্ঞানকে সমৃদ্ধ করলো।
সবচাইতে ভালো লেগেছে ধর্ষক সম্পর্কীয় লেখা। প্রতিটি লাইন মনে দাগ কেটে গেলো। যারা ধর্ষন করে তারা বিকৃতভাবেই উপভোগ করে।
লেখা সোজা প্রিয়তে নিলাম। ধন্যবাদ এমন পোস্টের জন্য।
ইঞ্জা
এমন লেখায় ব্লগে মানায় ভাই, তাই আর দেরি না করে কালেক্ট করা, লেখা সব করে দিয়ে দিলাম।
ভালোবাসা জানবেন। 😊
আরজু মুক্তা
তথ্যবহুল পোস্ট। বিসিএসে কাজে লাগবে। যদিও বয়স নাই।
ইঞ্জা
অবশ্যই লাগবে, এর জন্য বিসিএস দেওয়ার দরকার নেই, জ্ঞান অর্জনের সীমা নেই।
অনন্য অর্ণব
বাহ চমৎকার সব তথ্য। অজানা অনেক কিছুই জানতে পারলাম। ধন্যবাদ ভাইজান।
এস.জেড বাবু
আদালতে ধর্ষণের প্রমাণ সবচেয়ে কঠিন ও বিব্রতকর কর্ম।
ভাবতেই কেমন লাগে।
অনেক অজানা তথ্য জানা হয়ে গেল।
শুভকামনা ভাই
ইঞ্জা
দুঃখজনক।
ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই