
হাতেও মারবো না ভাতে ও না
উপায় একখান আছে
এক ছোবলেই ছবি হবি
কাল নাগিনীর বিষে ।
ঘরের কর্তী মায়ের আদলে
কাল নাগিনীর বাস
বধু সেজে সেই ঘরেতে
কেন তুই যাস ।
মায়ের আদরে, বাবার স্নেহে
তুলসী পাতার সোহাগী
বরের ঘরে খুন্তী পোড়া অত্যাচারে
অলক্ষী অপয়া অভাগী ।
ডাইনি মায়ের বায়না এবার
অভিনব বিজ্ঞাপনে
যৌতুক দিবি, ঘর ছাড়বি
কাল নাগিনীর দংশনে ।
অবলা বলেই এতো অবলা
না পেটে, না পিঠে সয়
রোজ নামচার অত্যচারে
বাঙালী বধুর অবক্ষয় ।।
রচনা কাল ঃ ২০/০৮/২০২১
৮টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
বাঙ্গালী বধুকে নিয়ে বাস্তব লেখা। আশা করি কাটিয়ে উঠুক এমন খারাপ সময়।
কামরুল ইসলাম
ধন্যবাদ ,
ফেনীতে এক গৃহ বধুকে যৌতুকের টাকার জন্য মুখে কাপড় বেঁধে সাপ ঝুলিয়ে দিয়েছে, তার উ চিত্র এটা
আরজু মুক্তা
একেবারে সত্য কথা উঠে এসেছে।
শুভ কামনা ভাই
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
ঘটনাটি নির্মম, অকল্পনীয়। ধন্যবাদ ভাইয়া এমন বিষয়কে কবিতায় রূপ দেয়ার জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
হালিমা আক্তার
বাঙালি মেয়েরা কবে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবে। এখনো অলিখিত যৌতুকের চাপে বাঙালি মেয়েদের কান্নার সুর বাজে। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা