
বঙ্গবন্ধুর কথা শুনতে যাদের ভাল লাগেনা,
বলিষ্ঠ ঐ কন্ঠ শোনে যাদের আবেগ জাগেনা,
তারা রাজাকার বাংলার বেজন্মার দল!
দেশের কথায় যাদের গায়ে আগুন জ্বলে,
বিদ্রোহের কবিতা পড়ে নানান কথা বলে,
তারা জানোয়ার বাংলার বেজন্মার দল!
সোনার বাংলায় জন্মে পেয়ার মোহাব্বতের,
বাংলার বাইরে থেকে ভাবে অন্য জগতের,
তারা দালাল বাংলার বেজান্মার দল!
স্বাধীন পতাকা দেখে যারা হিংসায় মরে,
স্বাধীনতা নিয়ে যারা সমালোচনা করে,
তারা হায়েনা বাংলার বেজন্মার দল!
আমি বলবই আমি বাঙালি বীরের জাতি,
দেশের জারজরা তারা বদলায় রাতারাতি,
তারা ইবলিশ বাংলার বেজন্মার দল!
বিশের সাথে বিদায় নে করিসনা আর ছল,
মনে রাখিস অবশ্যই পাবি বেঈমানীর ফল।
তোরা পশু বাংলার বেজন্মার দল!!
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বঙ্গবন্ধুর কথা শুনতে যাদের ভাল লাগেনা,
বলিষ্ঠ ঐ কন্ঠ শোনে যাদের আবেগ জাগেনা,
তারা রাজাকার বাংলার বেজন্মার দল!
দল হিসেব নই। ব্যক্তি হিসেবে বা কর্মেগুনে সবাই ভালো লাগবে বর্তমানে সরকারের কর্মে কাজে এমন হতে পারে না । না না না। বংগবন্ধুর কোন আদর্শ সরকার মানে, বা কাজে লাগায়? বলতে পারবেন???
আমি বংগবন্ধুর কর্ম গর্বিত, বংগবন্ধুর আদর্শ অনুপ্রাণিত কিন্তু সরকারের সব কাজে সাপোর্ট দিতে হবে এমন নয়।
শামীনুল হক হীরা
আমার এ কবিতা বঙ্গবন্ধুকে ভালবেসে, দেশকে ভালবেসে লেখা কোন দলকে নয়।
বঙ্গবন্ধু বা দেশ কোন দলের নয়।।
মন্তব্য পেয়ে আনন্দিত হলাম সম্মানিত।। ভাল থাকবেন সবসময় সপরিবারে।
মোঃ মজিবর রহমান
আপনার মন্তব্যে খুব আপ্লুত হীরা ভাই। ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত, বিশ্বাসী আজ আর তেমন কেউ নেই। সবাই স্বার্থের কারণে বঙ্গবন্ধুর নাম জপে। তবুও চাই এই দৈন্যদশা কেটে যাক, রাজনীতিতে সুবাতাস প্রবাহিত হোক, দেশপ্রেম জাগ্রত হোক তবেই তার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো
আরজু মুক্তা
বঙ্গবন্ধু কিন্তু সবার
খাদিজাতুল কুবরা
বঙ্গবন্ধুর সাথে কোন কিছুর তুলনা চলেনা। তার মতো নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার।
নববর্ষের শুভেচ্ছা