
আজ মহালয়া । শারদীয় দূর্গা পূজার আগমনী বার্তা আমাদের দরজায় কড়া নাড়ছে ।
সকাল থেকে মনটা ভালোই ছিল । ইন্টারনেটে ঢুকেই মনটা খারাপ হলে গেল । দেশের বিভিন্ন স্থানে পূজার প্রতিমা ভাংচুর করা হয়েছে ।
আমার বেশিরভাগ বন্ধুই মুসলিম । পরিচয় না দিলে কেউ কখনো বুঝতে পারিনি কে হিন্দু আর কে মুসলিম , তেমন প্রয়োজন ও কখনো অনুভব করিনি । ঈদে পূজায় একসাথে উৎসব পালন করেছি ।
কোন ধর্ম কি শিক্ষা দেয় আমি সে বিতর্কে যাব না । আমাকে যদি ধর্মের লোভ বা ভয় দেখিয়ে কখনো মসজিদ ভাঙ্গতে বলা হয় আমি করতে পারব না । যদিও এক ধর্মের অপরাধ অন্য ধর্মের জন্য কোন সমস্যাই নয় । আসল কারণ হল ,যে মসজিদ ভাঙ্গলে আমার প্রতিবেশী বা বন্ধুদের মনই ভাঙ্গবে । সেটা আমার পক্ষে করা অসম্ভব । মাটির তৈরী প্রতিমা ভাঙ্গলে কি সোয়াব হয় আমার জানা নেই । কিন্তু মাটির মূর্তির সাথে কতগুলো মনও যে ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে সে খবর কে রাখবে ?
ধর্মে বলুক বা না বলুক
আমি মৃত্যুর পর স্বর্গের লোভে বর্তমান পৃথিবীকে নরক তৈরী করতে পারব না ।
সবার মাঝে শুভ বুদ্ধির উদয় হোক ।
সবাইকে শারদীয় শুভেচ্ছা ।
১৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আমি মৃত্যুর পর স্বর্গের লোভে বর্তমান পৃথিবীকে নরক তৈরী করতে পারব না ।
সহমত
সঞ্জয় কুমার
অনেক ধন্যবাদ
আজিম
আমরা দু:খিত, মর্মাহত।
সঞ্জয় কুমার
এটা ছাড়া আর আমাদের কি ই বা করার আছে । । ভালো থাকবেন ।
জিসান শা ইকরাম
মানুষের বিবেক জাগ্রত হোক ।
সঞ্জয় কুমার
বাংলাদেশের মানুষের বিবেক জাগ্রত হতে হতে , আমরা বিলুপ্তপ্রায় হয়ে যাব ।
মরুভূমির জলদস্যু
সবাইকে তার নিজের মত থাকতে দেয়া আর তার নিজের রীতিনীতি পানলেন অধিকার দেয়া হয়েছে প্রায় সব ধর্মেই।
সঞ্জয় কুমার
হুম ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমি মৃত্যুর পর স্বর্গের লোভে বর্তমান পৃথিবীকে নরক তৈরী করতে পারব নাএটাই মানবতা।
সঞ্জয় কুমার
ধন্যবাদ ভাইয়া
নীলাঞ্জনা নীলা
এসব ভাবলে মন খারাপ হয়ে যায়।
সঞ্জয় কুমার
আমাদের আগে হত এখন আর হয়না । মনই নেই খারাপ হবে কোথা থেকে? ধন্যবাদ ।
কৃন্তনিকা
মন্দির ভাঙ্গা দিন দিন যেন এদেশের ঐতিহ্য হয়ে উঠছে…
মানবিকতা এদেশের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের জন্য নয়, সেটা শুধু গাজার মুসলিমদের জন্যই উথলে পড়ে। নইলে এতো বড় বড় যুদ্ধাপরাধীদের কিছু হচ্ছে না কেন???
সঞ্জয় কুমার
বাংলাদেশ হল অপরাধী দের স্বর্গ রাজ্য । হয় সন্ত্রাসী হোন নয়তো সন্ত্রাসীর স্বীকার হোন । ভালো মানুষের জন্য এই বাংলাদেশ নয় । আমি হতভাগ্য আমি দূর্ভাগা আমি বাঙালী আমি হিন্দু ।