বাঁকা প্রশ্ন, সোজা উত্তরঃ

নতুন প্রজন্মের কথা ২ জানুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ০৯:১৪:২৮অপরাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

বাঁকা প্রশ্ন, সোজা উত্তরঃ

১. আপনি আ’লীগের দালালি করেন কেন?
উঃ রাজাকারের দালালির চাইতে শতগুণ সম্মানজনক বলে।

২. দালালিই কেন করতে হবে? নিরপেক্ষ থাকা যায় না?
উঃ না। নিরপেক্ষ থাকা মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকি রাজাকার-জংগী গ্যাংকে সুবিধা দেওয়া। বিএনপি রাজাকারমুক্ত হলে নিরপেক্ষই হতাম, এখন তা আমার নীতিবিরুদ্ধ।

৩. আ’লীগের কি কোন দোষ নাই? সেগুলো দেখেন না?
উঃ অবশ্যই দেখি। সেগুলো বলার জন্য কি আপনারা নিরপেক্ষরাই যথেষ্ট নন? যেসব উদ্দেশ্যে আ’লীগকে সমর্থন দেওয়া তা পুরণ না হওয়া পর্যন্ত কিভাবে একইসাথে দ্বিমুখী রুপ ধরা যায়? আমার তা জানা নাই।

৪. আ’লীগের একতরফা নির্বাচন কি গ্রহনযোগ্য? এটা কি বাড়াবাড়ি নয়?
উঃ গ্রহনযোগ্য না। এবং অবশ্যই বাড়াবাড়িও না। বিএনপি জামাত ছাড়া আসতে না চাইলে কি আর দেশে নির্বাচনই হবে না?
হরতাল-অবরোধ ছেড়ে সংলাপের প্রস্তাব পায়ে ঠেলে দিয়ে খালেদাই এখন নির্বাচন বানচাল করার চেষ্টা করে বাড়াবাড়ি করছেন।

৫. আপনার কি ধারনা এইভাবে নির্বাচন করে সরকার টিকতে পারবে?
উঃ সেটা সরকারের মাথাব্যথা। আমার চাহিদা পুরণ হলে, যে উদ্দেশ্যে সরকারকে সমর্থন দিচ্ছি সরকার সেই পথে থাকলে আমার সমর্থন বজায় থাকবে।

৬. কিন্তু এটাতো কোনভাবেই গগণতান্ত্রিক আচরন না!
উঃ কোন সরকারই গণতান্ত্রিক আচরন করেনা এই দেশে। আ’লীগের কাছে যতটা পাওয়া যায় তার চেয়ে বেশী কি বিএনপি কখনও দিতে পেরেছে?
যদি প্রমাণ দিতে পারেন, তাহলে গণতন্ত্র প্রশ্নে বিএনপিকে সমর্থন দিব।

৭. বিএনপি করেনা বলে কি আ’লীগের কাছেও আশা করা যাবে না?
উঃ অবশ্যই। আশা আমরা সবাই করি। তবে মনে রাখতে হবে আ’লীগও রাজনীতি করে, আ’লীগকেও রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলা করার কৌশল অবলম্বন করতে হয়।
আপনি সাপোর্ট দিবেন না, খালি আশা করবেন, সেটাই বা কতটা যৌক্তিক?

৮. তাই বলে আ’লীগের যুলুম-নির্যাতন আমরা কেন সমর্থন করব?
উঃ যুলুম বলতে কি বোঝায়? গ্রেপ্তার, বাধা, মারধোর, গুলি… এগুলোই তো?
কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? কাদের দিকে গুলি ছোড়া হচ্ছে? নিরীহ মানুষকে? না যারা নিরীহ মানুষকে জবাই করে, পুড়িয়ে, বোমা মেরে হত্যা করছে, আদেশ দিচ্ছে তাদেরকে? সাধারন মানুষের প্রতি সত্যিই দরদ থাকলে এই ‘যুলুম’ সমর্থন দেওয়াই উচিত নয় কি?

৯. আ’লীগের জেদের কারনেই তো বিএনপি এসব কর্মসূচি দিচ্ছে। সেক্ষেত্রে সাধারন মানুষের ভোগান্তিতে আ’লীগেরও তো দায় আছে?
উঃ দায় অবশ্যই আছে। তবে সেই দায় মেটাতে গেলে আপনারাই চিতকার করতে শুরু করবেন। আর জেদ? আপোষহীন শব্দটায় জেদ খুঁজে পান কি?

১০. ভাল কথা আ’লীগ নির্বাচন করছে, রাজাকারের বিচার করছে… তাহলে সহিংসতা দমন করতে পারছেনা কেন? কেন সাধারন মানুষ মরছে?
উঃ সোজা কথায়, আপনাদের জন্য!
আপনাদের মত যারা নিরপেক্ষ সাজতে চেষ্টা করেন তাদের চাপেই খুনিরা শক্তিশালী হয়, সরকার কঠিন স্টেপ নিতে দ্বিতীয়বার চিন্তা করে

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ