
ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
আয়না খোকার বাড়ি।
তুই না এলে খোকন সোনা,
নেবে ঠিক আড়ি।
তোকে দেখে খোকন হাসে,
আদরে ডাকে মামা।
তুই কেন পরিসনি বলতো
একটা কোন জামা।
ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
কতো ই না রূপ তোর।
তোর রূপের আলোক ছটায়
খোকন যে বিভোর।
বুঝিস কিছু?মনে তো হয়না?
কি যে তুই পাগল ।
তুই না এলে এবার খোকন
বাঁধাবে একটা গোল।
১০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
ছোটদের সবারই একটা চাঁদ মামা থাকে। বড় হয়ে গেলেই তাকে দিয়ে দিতে ঘরের ছোট্ট চাঁদের হাতে।
আপনার ছড়াগুলি পড়তে আমার খুব ভালো লাগে ইসিয়াক ভাই। মনেহয় এখনো ছোটই আছি 🙂
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ছোটদের ছড়া গুলো পড়তে খুবই ভালো লাগে বিশেষ করে আপনার লেখা গুলো পড়লে মনে হয় সেই ছোটবেলার ছড়াগুলোর পুনরাবৃত্তি ঘটছে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
“ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
আয়না খোকার বাড়ি।
তুই না এলে খোকন সোনা,
নেবে ঠিক আড়ি।“
তাই তো আমি মজা করে
ইসিহাক ভাইয়ের ছড়া পড়ি।
শুভ কামনা।
হালিম নজরুল
বাহ। সুন্দর লেখা।
ছাইরাছ হেলাল
এ সময়ে গোল বাঁধানো যাবে না।
সুন্দর ছড়া পড়তে ভালোই লাগে।
সুরাইয়া পারভীন
ছড়া পড়তে মন্দ লাগে না
চমৎকার লিখেছেন
জিসান শা ইকরাম
ছড়া ভালো লেগেছে ভাই।
শুভ কামনা।
ফয়জুল মহী
লেখা পড়ে ভালো লেগেছে। চমৎকার লিখেছেন। উপভোগ্য পড়া।
কামাল উদ্দিন
সু্ন্দর শিশুতোষ, ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
এস.জেড বাবু
ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ,
কতো ই না রূপ তোর।
তোর রূপের আলোক ছটায়
খোকন যে বিভোর।
চমৎকার ভাই
দারুন হয়েছে তো