বসন্ত

সিকদার সাদ রহমান ১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ০৮:০৭:০১পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

…♥.#ভালবাসা.♥…

ভালবাসা,
সিক্ত হও শুভ্রতায়
উর্বর হও সততায়
উদাহরণ হও মৃত্তিকার
উজ্জ্বল হও প্রেমে
বিবাগী হও চাওয়ায়
উল্লাসি হও পাওয়ায়।

ভালবাসা
উজ্জীবিত হও,
বিস্তৃত হও কানায় কানায়

ভালবাসা,
দূর করে দাও হিংসা,
লোভ, ছলনা, বিকৃতি মনা।

ভালবাসা
দূর করে দাও অভাব
হীন্য মন্য যত স্বভাব
সবার মাঝে জেগে উঠুক প্রেম
জাগিয়ে দাও মানুষ
জেগে উঠুক মানবতা।

৭৫৯জন ৭৫৯জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ