
বসন্ত এসে গেছে,
বাদাড়ে ফুটেছে ফুল।
পাখীরা গাইছে গান মহা অনুরঁজনে,
তোমায় কিন্তু দারুণ দেখাচ্ছে প্রিয়া!
অঙ্গে জড়িয়েছো বাসন্তী রঙ শাড়ী।
কপালে দিয়েছো টিপ, খোঁপায় পরেছো ফুল।
আমি যদি ফুল হতাম তবে বেশ হতো।
তোমার খোঁপায়,তোমার নিঃশ্বাসের
খুব কাছাকাছি থাকতাম অহর্নিশ।
কিম্বা তোমার কন্ঠের হতাম যদি অনুবর্তিতা,
থাকতাম তোমার হৃদয়ের কাছাকাছি।
আবার তোমার কপালের টিপ হলেও বেশ হতো,
লাল টিপ আমার খুব প্রিয়,
আর নীলা নামের মেয়ে ও..।
যাক সে যাক, এখন হাতটা ধরেছো,
এতেই আমি খুশী।
আরো ধরো শক্ত করে,
সাদাকালো স্বপ্নকে এসো রঙিন করি বাসন্তী ছোঁয়াতে।
নগ্ন প্রকৃতিতে এসো নগ্ন পায়ে হেঁটে চলি
বাসন্তী আবাহনে।
নব আনন্দে ,নেচেনেচে হেসে দুলে দুলে।
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাসন্তী প্রেম ছুঁয়ে যাক হৃদয় থেকে হৃদয়ে। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো। শুভ সকাল
ইসিয়াক
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো দিদি ভাই।
ত্রিস্তান
মনে তো আমার পুরাই শীতকাল চলছে…হা হা হা 😀
ইসিয়াক
আমার মনে অবশ্য বসন্তটা আগেভাগেই চলে এসেছে।
শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
“নগ্ন প্রকৃতিতে এসো নগ্ন পায়ে হেঁটে চলি
বাসন্তী আবাহনে।
নব আনন্দে ,নেচেনেচে হেসে দুলে দুলে।”
বসন্তে আজ রঙ লেগেছে
চলছে হেলে দুলে
তাইতো মোদের কবি ভাই
লিখছে খুশীর ছলে
শুভ কামনা
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা্।
ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
সব কিছু বুঝলাম,
কিন্তু খোঁপায় নিঃশ্বাস পৌছায় কী করে সেটি তো বুঝতে পারছি না।
নাচানাচি চালু থাকুক।
ইসিয়াক
হা হা হা ……বাতাসে ভেসে ভেসে আর কি!
শুভকামনা রইলো ভাইয়া্
ফয়জুল মহী
অতুলনীয়, শুভ কামনা I
ইসিয়াক
ধন্যবাদ সহ শুভকামনা রইলো ভাইয়া্
আরজু মুক্তা
খোঁপায় কি ফুলের গন্ধ নিতেন?
সুরাইয়া পারভীন
সাদাকালো স্বপ্নকে এসো রঙিন করি বাসন্তী ছোঁয়াতে।
নগ্ন প্রকৃতিতে এসো নগ্ন পায়ে হেঁটে চলি
বাসন্তী আবাহনে।
নব আনন্দে ,নেচেনেচে হেসে দুলে দুলে।
দারুণ লিখেছেন।
রুমন আশরাফ
খুব সুন্দর লিখেছেন ভাইয়া। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
দারুণ লিখেছেন দাদা ভালো লাগলো খুব,
আপনারা জন্য শুভ কামনা 🌹🌹