বর্ষা রাণী আসছে শুনে রয় কি গহীন জ্বালা,
লাজ বদনী কদম কেয়া নাচছে যখন শাখে!
ছিঁচকাঁদুনে মেঘ যদি বা বাজায় টিনের চালা,
বর্ষা রাণী আসছে শুনে রয় কি গহীন জ্বালা!
এই উঁকি দেয় ফের লুকাতে করলে অরুণ পালা,
রামধনু তার মনের কথা ক্যামনে গোপন রাখে!
বর্ষা রাণী আসছে শুনে রয় কি গহীন জ্বালা,
লাজ বদনী কদম কেয়া নাচছে যখন শাখে!

ছবি: সোনেলা গ্যালারী থেকে।

৬৭১জন ৫২৬জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ