
দিগন্তে প্রলয়মেঘে গুড়ু গুড়ু মাদলের আহবানে-
অশান্ত মনে বাজে দূর্যোগের ঘনঘটা!
ঘরের কোণে ধুলোজমা তানপুরাটার বীণা,
রিনিঝিনি শব্দে কানে সুধায় সংগীত আলাপন।
মনরাধিকার প্রাণে অসহ্য বিরহ বেদনারা-
ঘুর্ণিপাকে ঘনীভূত মল্লারে।
রাগে-অনুরাগে; নির্দয় তীরের মতন পিঞ্জরে বিঁধে।
অলকাপুরে বিরহীনি যক্ষপত্নীর চিহ্ন,
উদ্ভাসিত হয় বীণাপের ক্ষণিক অগ্নি-আলোতে।
উদ্ভ্রান্ত মিলন সংকেতের অপেক্ষায় কপোত-কপোতী
অনির্বাণ চির-ভাস্মর অলকাপুরে-
খেলা করে উন্মাতাল নৃত্যে;
তপনহীন মেঘাচ্ছন্ন এই বর্ষা দিনে।
———–
তৌহিদ,রংপুর।
০২/০৮/২০১৯
২২টি মন্তব্য
শামীম চৌধুরী
ধুলোজমা তানপুরাটার আওয়াজে এই বর্ষায় মনটা বরে উঠবে। বাজাও বীণাটা তৌহিদ।
তৌহিদ
যে বাজাবে সেই নাই। মনোকষ্টে আছি ভাইয়া।
আরজু মুক্তা
বর্ষা মানেই নতুনত্ব। আপনার ধূলো পরা তানপুরাটটা বেজে উঠুক।আর কপোত কপোতী নেচে উঠুক নব উদ্দম্যে।
ভালো লাগলো শব্দচয়ন।
শুভকামনা।
তৌহিদ
তাই যেন হয় আপু। মন্তব্যে ভালোলাগা।
মনির হোসেন মমি
বর্ষার দিনে এমন কবিতাই মানায়।চমৎকার।
প্রদীপ চক্রবর্তী
সত্যিই অসাধারণ দাদা।
এই বর্ষায় তানপুরাটটা বেজে উঠুক…
তৌহিদ
ধন্যবাদ প্রদীপ দাদা। আপনিও ভালো থাকবেন।
তৌহিদ
বৃষ্টি এলেই আমার ঘুম পায়। কি যে সব লিখলাম!!
ভালো থাকবেন ভাই।
নাজমুল হুদা
বর্ষা যে কত আবেগঘন তা একমাত্র বর্ষায় জানে আর বর্ষার যে কীর্তন করে সে জানে।
বর্ষার সাজুক কল্পনার দীর্ঘতায় ।
সুস্থ থাকুন সবসময় 😍
তৌহিদ
ধন্যবাদ নাজমুল, আপনার মন্তব্যে অনেক ভালোলাগা। বর্ষার তুলনা অন্য কোন কিছুর সাথেই হয়না।
শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
আর একটু অপেক্ষা লাগবে!
সঙ্কেত এসে যাবে, যা উন্মাতাল অবস্থা।
তৌহিদ
এখন গরমে ত্রাহিত্রাহি অবস্থা ভাইজান। বৃষ্টি চাই অবিরাম।
মোঃ মজিবর রহমান
বর্ষার আগমন বর্ষার গান, বর্ষায় ভিজে, বর্ষায় নেচে, বরষার বৃষ্টি ঝরা রাতবিরাতে, মনে ঝড় তুলে মেতে রই।
তৌহিদ
বাহ দারুন বললেন মজিবর ভাই। মন্তব্যে ভালোলাগা রইলো।
শিরিন হক
তানপুরাটা বাজুক সুরে
ছন্দ আসুক মনে।
বৃষ্টি এবার গেলই বুঝি একলা আমায় রেখে।
উদাস সময় টুপুরটাপুর
ভালো থাকই দায়
এমন সময় বন্ধু আমার দূরের কোনো গাঁয়।
তৌহিদ
উরেব্বাস! দারুন দারুন। কবিতায় আপনিও কম যাননা দেখছি আপু। এইবার বুঝি পালাতে হবেই আমাকে ☺☺
শাহরিন
আমার মাথার উপর দিয়ে চলে গেলো যে!!!!
তৌহিদ
মাথার উপর দিয়ে গেলে ক্যামনে হবে আপামনি? এতো সহজ সরল আহবান!! ☺☺
শাহরিন
আমার একটি ছোট্ট সমস্যা আছে। আমি যখনই কোন লেখা পড়ি তখন আমার মাথায় আসে কেন লেখক লিখেছে, লেখকের মুড কেমন ছিল। এসব হিজিবিজি। তাই সব মিলিয়ে একাকার হয়ে যায়।
তৌহিদ
এটাতো ভালো উপলব্ধি আপু। এতে লেখককে বোঝা যায়।
সাবিনা ইয়াসমিন
বর্ষাদিনের বর্ননা সুন্দর করেই দিলেন। বর্ষা নিজে অবিরাম ঝরতে থাকলেও স্থবির করে দেয় বস্তু জীবন। অলকা পুরে আর কি কি ঘটছে তৌহিদ ভাই? মন রাধীকা কি এখনো বিষন্ন বিলাপ গাইছে? না বীণার সূরে চারদিক উন্মাতাল করে দিচ্ছে?
বর্ষা প্রহরের আকুতি ফুরিয়ে যাক। মাঝে মাঝে কাব্য পড়তে মন্দ লাগেনা। আরও লিখুন। শুভ কামনা 🌹🌹
তৌহিদ
অলকাপুরে কিছু ঘটতে গিয়েও তা ঘটেনি আপু সেজন্যই এত বিলাপ লেখকর। বিরহ বেদনায় মন রাধিকার এমন বিলাপ। আর একটি লেখায় সব বিলাপের অবসান করে দেবো।☺☺
মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।