খুউব করে ভেবে রেখেছিলাম

আর তোমাকে ভালোবাসবো না।

অথচ দেখ আজও মন খারাপের সন্ধ্যাটা

কোথা থেকে হুড়মুড় করে আমার বারান্দায় দাঁড়িয়ে।

 

ভেবে রেখেছিলাম একটু সময় পেলে

খুউব ভালোবাসবো নিজেকে,

যে মনকে তুমি ফেলে চলে গেছ অবেলায়, অবহেলায়।

তাকে সময় দেবো; বুঝতেই দেবো না

সে তোমাকে ছাড়া ভীষণ একা।

 

মধ্যরাতের কুহককে আর মোটেও পাত্তা দেবো না,

খুব টের পাচ্ছি আজও সে আসবে, কাটবে নির্ঘুম রাত।

ভেবেছিলাম, তোমার চেনা বুনো গন্ধটা আর খুঁজবো না,

তবুও দেখো আজ কেমন একলা বিবশ লাগছে!

মন কেবলই বলছে,

তোমার দেয়া একটা বর্ষা কদম আজ ভীষন প্রয়োজন!!!

ছবি- নেটের

১৪৪৬জন ১৩২৪জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ