
ছোট্ট বেলায় ঢাকার নাখালপাড়া এলাকায় বাবা-মায়ের সাথে ভাড়া বাসায় থাকতাম আমরা।সেখানে আমার অনেক বন্ধু ছিলো।ডোনা,বিভা,ফুয়াদ আরও অনেকে যাদের নাম এখন আর মনে নেই। অদ্ভুত হলেও সত্যি ওদের এখনও মাঝে মাঝে মনে পড়ে। আমরা রান্নাবাটিও বরফ পানি খেলতাম।
তারপর গ্রামে চলে এলাম,এখানেও স্কুলে সহপাঠী বন্ধু ছিলো অনেক। তাসলিমা, রোজিনা, মর্জিনা, নিলুফা মাসুদ, খোকন আরও অনেকে। যাদের সাথে প্রায় পনেরো বছর যোগাযোগ নেই। তবুও মাঝে মাঝে মনে পড়ে। কত খুনসুটি, হাসি আনন্দের স্মৃতি ওদের সাথে।
তারপর ঢাকায় কলেজ জীবনে দু’জন প্রাণের বন্ধু পেলাম। একজন নীলু, ওর বাড়ি যশোর। আরেক জন মুন্নি ওর বাড়ি মুন্সিগঞ্জ। একই বাড়িতে ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে থাকতাম আমরা। আমার জীবনের সোনালী অধ্যায় ওদের সাথে কাটিয়েছি।
সারা ঢাকা শহর ঘুরিয়ে দেখিয়েছে ওরা আমাকে।
ওদের সাথে সাভার স্মৃতিসৌধ দেখেছি। মিলেনিয়াম উদযাপন করেছি বাড়ির ছাদে। একসাথে মুভি দেখতাম। টিভিতে প্রথম সম্প্রচার হয়েছিল টাইটানিক মুভি, আমরা রাত জেগে দেখেছি। এরকম অসংখ্য স্মৃতি। দুঃখের বিষয় আমার প্রাণপ্রিয় দুই বন্ধু কোথায় আছে আমি জানি না। আমি চলে এসেছিলাম গ্রামে। ওরা বাসা বদলে অন্য কোথাও। তখন হাতে হাতে ফোন ছিলো না। এখনও ঢাকায় গেলে আমার দুচোখ মনের অজান্তেই ওদের খোঁজে।
এফ বি তে সার্চ করে খুৃঁজি প্রিয় বন্ধুদের।
এফ বি তে পাওয়া আমার অনেক বন্ধু আছে। যাদের সাথে সামনাসামনি দেখা হয়নি তবুও কেউ কেউ পরম মমতায় হৃদয়ের পাশে এসে বসে। না ছুঁয়ে -ও ছুঁয়ে থাকে। প্রিয় ছন্দা দিদি ভাই, বন্ধু মৌমিতা, আরজু মুক্তা আপু, বন্ধু উর্মি, বন্যা লিপি আপু, রিনা দিদি ভাই,বন্ধু শিল্পী দাস,রুপা পাল, জিসান ভাইয়া, হরিপদ দাদা, ছোটভাই কবি জামিল হাদী, ছোট ভাই শাকের নাজির, ছোট বোন নাইস, মৃন্ময়ী,রোজা,সিঁথি, বন্ধু বেলাল উদ্দিন সবুজ, কবি পারিম শেখ, মনীষ দাদা বিশিষ্ট লেখক ফরিদ তালুকদার প্রমুখ আরও অনেকে।
এখন চট্টগ্রামে ও আমার প্রাণের বন্ধু অনেক। মনিরা সুমি, রোজী, আরও অনেকে। সবাইকে আমার অকৃত্রিম ভালোবাসা জানাই আজকের এই দিনে।
আমার কাছে বন্ধু মানে একটি খোলা আকাশ যাতে মন খুলে ডানামেলে ওড়া যায়…
#রুবি
১৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
মনের মত বন্ধু পাওয়া সত্যি কঠিন, এ অর্থে আপনি ভাগ্যবতী,
হারানো বন্ধুরা আবার ফিরে আসুক এ কামনা রাখি।
চির জাগ্রুক থাকুক এ বন্ধুময়তা আপনার হৃদয়ে।
খাদিজাতুল কুবরা
সুন্দর মন্তব্যের জন্য এবং আমার লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
আপনার জন্য ও শুভেচছা নিরন্তর।
ফয়জুল মহী
প্রীতিজনক ও স্নিগ্ধোজ্জ্বল লেখনী
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সুহৃদ।
সুপর্ণা ফাল্গুনী
আজ কেমন করে বন্ধু দিবস সেটাই কেউ বললো না। যাক তবুও বন্ধুদের নিয়ে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো বন্ধু পাওয়া খুব কঠিন। আমি ফেসবুকে অনেক পুরানো বন্ধুদের খুঁজে পেয়েছি। স্কুলে যারা খুব ঘনিষ্ঠ ছিল তাদের পাইনি, সেটা নিয়ে আফসোস আছে। ভালো থাকুন সুস্থ থাকুন। বন্ধুত্বের জয় হোক
খাদিজাতুল কুবরা
দিদি ত্রিশেে জুলাই আন্তর্জাতিক বন্ধু দিবস। আমাদের দেশে আগস্ট মাসের প্রথম রবিবারে বন্ধু দিবস পালিত হয়।
আমি এডিট করে বন্ধু দিবসের অংশটি বাদ দিয়েছি।
লেখাটি পড়ে সুন্দর শুভকামনা করেছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ভালো থাকুন প্রিয় দিদি।
সাবিনা ইয়াসমিন
আজকে দিনকে আন্তর্জাতিক বন্ধু দিবস বলা হয়, কিন্তু বাংলাদেশ ভারত সহ অনেক দেশে এই দিবসটি পালিত হয় আগস্টে। যাইহোক, বন্ধুত্ব এমন একটি সম্পর্কের নাম যার সাথে আত্মা থেকে আত্মা জুড়ে তৈরী হয়। মা, বাবা ভাইবোন, স্বামী স্ত্রী থেকে শুরু করে বন্ধুত্বের গন্ডি ছড়িয়ে যায় অচেনা অজানা মানুষের সাথেও। বন্ধুত্ব যত নির্মল হবে তার স্বার্থকতা অম্লান থাকবে। অনলাইন ভিত্তিক বন্ধুত্ব গড়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার।
ভালো লাগলো আমনার বন্ধু তালিকা পড়ে।
স্ববান্ধব ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
আপু আপনি ঠিক বলেছেন আমাদের দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস পালিত হয়। বন্ধু দিবসের অংশটি এডিট করে বাদ দিয়েছি। আমি একটু বেশি আবেগ প্রবণ। কারও সাথে বন্ধুত্ব হলে ভুলতে পারি না।
অনলাইন ভিত্তিক বন্ধুত্ব হয়েছে আমার লেখায় কমেন্ট বক্সে। এর চেয়ে বেশি নয়। সবসময় কমেন্টে জবাব পাল্টা জবাবে আন্তরিকতা তৈরি হয়ে যায়।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু।
আন্তরিক শুভেচ্ছা জানবেন এবং সবসময় খুব ভালো থাকুন এটাই প্রত্যাশা।
নিতাই বাবু
আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমি নেই! তাই আপনার “বন্ধুত্বই শক্তি” শিরোনামে লেখাটা পড়ে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তাই আর লেখা প্রকাশের পর মন্তব্য করিনি। তারপর গত রাতে আপনাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়েছি। মনে করলাম, হয়তো রিকুয়েষ্ট এক্সেপ্ট করলেই, সোনেলায় গিয়ে মন্তব্য করবো। কিন্তু না, এখনো রিকুয়েষ্ট গ্রহণের কোনো খবর নেই। তাই আর অপেক্ষা না করে মন্তব্যের তা উল্লেখ করতে বাধ্য হলাম। আশা করি কিছু মনে করেননি। জয় হোক বন্ধদের। জয় হোক বন্ধুত্বের।
শুভকামনা থাকলো।
খাদিজাতুল কুবরা
দাদা আপনার রিকোয়েস্ট দেখা মাত্র একসেপ্ট করেছি।
আপনাকে ফ্রেন্ডলিস্টে এড করতে পেরে আমার ও খুব ভালো লাগছে।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর।
সুপায়ন বড়ুয়া
সুন্দর স্মৃতিচারণ।
এখনো বিচরন করি মনোমন্দিরে
যদি কখনো মন খারাপ করে।
বন্ধুরা সব ভাল থাকুক স্মৃতির অগোচরে।
ভাল থাকবেন। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
আন্তরিক
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ দাদা আমার লেখাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্যে।
ছোটবেলার বন্ধুত্ব অমূল্য। যদিও সবার একজায়গায় থাকা সম্ভব হয় না। স্মৃতিতে অমলিন রয়ে যায় তাঁরা।
ভালো থাকুন অনেক শুভেচ্ছা রইল।
আরজু মুক্তা
বন্ধু মানে খোলা আকাশ
খাদিজাতুল কুবরা
হ্যাঁ আপু একদম। আমি এটাই বিশ্বাস করি।
এই যে আমরা কেউ কাউকে দেখিনি। কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব আছে। আমরা একে অপরকে অনুভব করি।
আপনি আমাকে একটি নতুন দরজা খুলে দিয়েছেন ইচ্ছেমতো বিচরণের জন্য। সেতো বন্ধু বলেই।
ভালো থাকুন প্রিয় আপু।