বন্ধু মানে খোলা হাওয়া!
খোলা আকাশের নীচে সমুদ্রের ঢেউ!
বন্ধু মানে মনের আবেগ!
জানালার কাছে যেন দাঁড়িয়ে আছে কেউ!
বন্ধু মানে ভেজা চুল!
বাঁধন না মানা বাউল গান!
পাহাড়ের বুক থেকে নামা উদ্দাম ঝর্ণার জল!
এক নিষ্পাপ সম্পর্কের মধ্যে নিবিড় টান!
#
বন্ধু মানে ভালোলাগার ফুল!
নদীর বাঁধ ভাঙা জল!
বন্ধু মানে বৈশাখের টক -তেঁতুল!
বসন্তের উদাস দৃষ্টি!
আষাঢ়ের প্রথম বৃষ্টি!
মনের না বলা প্রথম আবেগ!
স্কুলের প্রথম প্রেম!
কোন পুরনো ভালোলাগা গান!
সরল শিশুমুখের হাসি!
বেড়াতে গিয়ে প্রথম গঙ্গাস্নান!
#
বন্ধু মানে ঝগড়া আর খুঁনসুটি!
বন্ধু মানে প্রাণভরা হাসি!
বন্ধু মানে আড্ডা!
আর নির্ভয়ে বেজে যাওয়া নির্জন বাঁশী!
#
বন্ধু মানে সকালের চা!
সন্ধ্যাবেলার রজণীগন্ধা!
কাজের অবসরে একটু ভালোলাগার গান!
বন্ধু মানে শরতের পূজোর ঢাক!
ক্যাটবেরী চকোলেট !
বন্ধু মানে চৈত্র সেলের সপিং!
জমিয়ে খাওয়া চিকেন ক্যাটলেট!
#
বন্ধু মানে নাপিতের আনমনা চুলকাটা!
কোন সোনার খনিতে সোনার আকরিক পেয়ে আত্মহারা শ্রমিক!
প্রেমের স্কুলের ছাত্র -শিক্ষকের রোমান্টিক খুঁনসুটি!
ফার্স্ট বেঞ্চিতে বসা নিয়ে সেই একঘেঁয়ে ঝগড়া!
#
বন্ধু মানে বেলাইনে চলা মাতাল গাড়ি!
কাঠঠোকরার কুটিল খনন!
পাগলামির বাঁধন খোলা বাউল
জড়িয়ে ধরে কঁাদতে পারার নিঃশ্বাস !!!!
#
বন্ধু মানে সংগ্রামী চেতনা!
হার না মানা খেলোয়াড় আর ফ্লপ গায়ক!
বারবার মুখ দাঁতভেঙে উঠে পড়া বক্সিং চ্যাম্পিয়ন!
পাঁচবার ফেল করে মাধ্যমিকে স্টার পাওয়া বাহাদুর ছাত্র!!
#
বন্ধু মানে শীতের পোশাক!
গরমে ইয়ার কন্ডিশান!
প্রকৃতির বুকে গাওয়া !
উদাসীন বালকের করুন গান!
সিংহের চিৎকার আবার বিনয়ের নরম সুর!
মেঘের হঠাৎ বজ্রপাত
আবার নরম ঝিমানো ঝরঝর বৃষ্টির রোমান্স!!!
দিব্যা ভারতী মান্না দে কিশোর কুমারের আবার বেঁচে উঠা!!!
জসীমুদ্দীনের সাজু রূপাই র অমর
প্রেমে ভরা সেই নকসী কাঁথার মাঠ!!!!
===========
কোলকাতা
১৩ সেপ্টেম্বর ২০১৫
৩১টি মন্তব্য
জিসান শা ইকরাম
অসাধারণ
এমন বন্ধুতার জন্য হাহাকার আমাদের সবার
বন্ধু এমনই হওয়া উচিৎ।
অরুণিমা
ধন্যবাদ দাদা।
মরুভূমির জলদস্যু
বন্ধুত্বের হয় না পদবি
বন্ধু তুমি….. -{@
অরুণিমা
বন্ধুর পদবী বন্ধু
অরুনি মায়া
প্রকৃত বন্ধু কোথায় যে পাই,,,,
শুধু খুঁজেই যাই,,,,
অরুণিমা
খুঁজতে থাকুন,পেয়ে যাবেন একদিন………
মেহেরী তাজ
বন্ধুর বন্ধুত্বের জয় হোক। -{@
অরুণিমা
বন্ধুত্ব জয়ী হয়………
নুসরাত মৌরিন
বন্ধু মানে বন্ধু…।
বন্ধু মানে সব…।
অরুণিমা
বন্ধু মানে বন্ধু…বন্ধু মানে সব… (y)
নীলাঞ্জনা নীলা
বন্ধুত্ত্বর মতো নিখাঁদ-নির্ভেজাল আর কোনো সম্পর্কই নয়।
অনবদ্য একটি পোষ্ট দিয়েছেন বন্ধু নিয়ে। প্রাণটা জুড়িয়ে গেলো দিদি। -{@
অরুণিমা
ধন্যবাদ নীলাদি -{@
শুন্য শুন্যালয়
বন্ধু মানে লাথিগুতোয় ভেঙ্গে দেয়া ঠ্যাঙ
বন্ধু মানেই গেঁয়ো ভূত, বন্ধু মানেই ব্যাঙ 🙂
………………………… সবকিছু তুলে এনেছেন কবিতায়। অনেক অনেক ভালো লেগেছে অরুনিমা আপু। স্পেসিফিক কোন লাইন খুঁজতে গিয়ে আনতে পারিনি, পুরোটাই দারুন। -{@
জিসান শা ইকরাম
বন্ধু মানে লাথিগুতোয় ভেঙ্গে দেয়া ঠ্যাঙ
বন্ধু মানেই গেঁয়ো ভূত, বন্ধু মানেই ব্যাঙ :D) :D) :D) শুন্য আপনিও লিখে ফেলুন ঠ্যাঙ ব্যাঙ বন্ধুকে নিয়ে কিছু।
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহাহাহাহা
:D) :D) :D) :D) :D) :D) :D) :D)
শুন্য আপু :c :c (y)
ছাইরাছ হেলাল
আপনিও লিখে ফেলুন ঠ্যাং ব্যাং নিয়ে কিছু একটা।
যা আপনাকে দিয়েই সম্ভব।
নীলাঞ্জনা নীলা
ঠ্যাং ব্যাঙ বন্ধু আমার
মন দিয়ে শুনুন
চায়ের তৃষ্ণা বড্ড পাচ্ছে
জ্বালান না ওই উনুন।
হলো? :p 😀
শুন্য শুন্যালয়
ব্যাঙ উনুন জ্বালাচ্ছে ভাবতেও হাসি পেলো :D) নীলাপু তুমি পারোও 😀
অরুণিমা
হাসলাম আমিও 🙂
লীলাবতী
শুন্য আপুউউউউউউউউউউউউউউউউউউউ ঠ্যাঙ ব্যাঙ এর পোষ্ট চাই :D)
অরুণিমা
আমিও একমত হয়ে শুন্যদির কাছে দাবী জানালাম, ঠ্যাঙ ব্যাঙ এর পোষ্ট চাই।
অরুণিমা
গেঁয়ো ভূত ঠিক আছে কিন্তু ব্যাঙ ! ব্যাঙ উভচর।জলেরটা খাবে আবার কুলেরটাও খাবে?এমন বন্ধু চাইনা আমি।
ধন্যবাদ আপনাকে শুন্যদি………
শুন্য শুন্যালয়
আমি যে আমার বন্ধুকে ব্যাঙ বলি, এবার তো আমার দিকে তেড়ে আসবে শুনলে। 🙁
শুন্য শুন্যালয়
সবাই এইখানে এতো চিল্লাপাল্লা কেন করছে, অরুনিমা আপু কিন্তু এরপর সব্বাইকে ভাগাবে পোস্ট থেকে।
অরুণিমা
আপনার ব্যাঙ বন্ধুকে নিয়ে একটি লেখা দিন,তার কথা জানতে ইচ্ছে করছে।এমন বন্ধু আজকাল বিরল।
মোঃ মজিবর রহমান
বন্ধু কীর্তন
খুব ভাল লাগলো
সবার মাঝে বিরাজ করুক এই আশা রাখি।
-{@
অরুণিমা
ধন্যবাদ দাদা -{@
লীলাবতী
আপনার পোষ্ট পড়ে মন তৃপ্ত হলো অরুণিমা দিদি।
অরুণিমা
ধন্যবাদ লীলাদি।অনেকদিন কিছু লিখছেন না আপনি।
ইমন
বন্ধুত্ব নিয়ে পড়া এটা আমার বেষ্ট কবিতা \|/ অসাধারণ :c শুভেচ্ছা নিবেন -{@
অরুণিমা
ধন্যবাদ দাদা -{@