উফফফফ!!! কি দিয়ে শুরু করবো!!! কোথার থেকে শুরু করবো!!!
বাবাঃ হ্যালো মা, আমি তো ঢাকায়!বইমেলায় যাবো বিকেল ৩ টায়!
আমিঃ বাবা তুমি ঢাকায়??!! বাবা কাল গিয়েছিলাম।। জ্যাম… 🙁
বাবাঃ আয় না মা, বাবার জন্য এইকষ্টটুকু করতে পারবিনা?? 🙂
আমিঃ (মনে মনে কি যে বোলো পারবো না আবার) হুম দেখি!…… কিছুক্ষন পর , আজ যা এপোয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দিলাম!
আমিঃ বাবা আমি আসছি… 🙂
বাকিটা ইতিহাসের পর্যায় পড়ে আমার জন্য!!!!!!!!!!!বইমেলায় যেয়ে দেখি বাবা!!! আমার বন্ধু বাবা!!… প্রতিটা মায়ের মাঝে নিজের মাকে খুজি শ্রদ্ধা ভরা দৃষ্টি নিয়ে তেমনি বাবাকে খুজে পেলাম বন্ধু বাবার মাঝে!!! 🙂 … অনেক আবেগ ভালবাসা আমি প্রকাশ করতে পারি না! আজও পারলাম না!… একে একে পরিচয় করিয়ে দিল ছাইরাস ভাইয়া, নাসির ভাইয়া, আনিস ভাইয়া ( একবার তো জামাই ভেবে উনার হাতি ধরে ফেলছি :p ) খসড়া নামের আকিদা আপু ( inspiration of all lady ) i think so…. , আরিফ ভাইয়া, রিতা আপু, হিলিয়াম এইচ ভাইয়া, মোশারফ ভাইয়া, সোনেলার ডেভেলপার ভাইয়া আরও অনেকে অনেক্কক্কক্ক ভাল একটা সময় পার করলাম! শেষ পর্যায়ে এলেন বন্দনা আপু, শাওনাজ আপু, এনায়েত ভাইয়া।
যারা আসেন নাই তারা ব্যাপুক জিনিস মিস করছেন!! :p অনেক মজার মজার খাবার খাইছি :p
সব সময় সুন্দর মুহূর্ত তাড়াতাড়ি কাটে তার ব্যাতিক্রম হল না আজও ;(
বাবা!! তুমি জানো না কতটা সম্মান তুমি আমাকে দিয়েছ!! আমি কাঁদছি ! এটা আনন্দের কান্না! খুব ভাগ্যবতী না হলে এই কান্না সবাই কাঁদতে পারে না!!! আমি রাগ ছাড়া কিছুই প্রকাশ করতে পারি না! বড্ড অভিমানী আমি !!! তোমার এই মেয়েটাকে সব সময় তোমার ছায়ায় রেখো!!! (3
৪৪টি মন্তব্য
খসড়া
বাহ্ আমিও আছি।
ড্রথি চৌধুরী
আপু তুমি থাকবে না কি বলো তুমি হচ্ছ লেডি লিডার :p
ইনবক্স করছিলাম জবাব এর আশায় আছি এখনও 🙁
নাসির সারওয়ার
অনেক গুলো সাদা মনের মানুষের সাথে আড্ডা। উপভোগ করেছি প্রতিটি মুহুর্ত।
ড্রথি চৌধুরী
আহ!! নাসির ভাই মিস করেছি আপনাকে ! আড্ডা কিন্তু বাকি থেকে গেল! 🙁
কিন্তু পোকাগুলোর কি হল তা কিন জানা হল না ;?
নাসির সারওয়ার
যতটুকু পেলাম, তাও মন্দ নয়। আবার হবে আশা রাখি।
পোকাগুলো এখন ফ্রিজারে আছে। কয়েকটার পোস্টমর্টেম করে দেখতে হবে। কেন আমার উপরেই ওদের আক্রোশ ছিলো। ফলাফল জানাবো।
ভালো থাকুন।
জিসান শা ইকরাম
অত্যন্ত ছোট পরিসরে একটি প্রাণবন্ত আড্ডা উপভোগ করলাম আজ।
তুমি যে সবাইকে দেখে অত্যন্ত খুশি হয়েছো তা তোমাকে দেখেই বুঝা গিয়েছে।
এমন আবেগি লেখায় মন্তব্য করতে গিয়ে দু একজনের আবেগ থেমে যায়
চোখের পানি আসলে সংক্রামক
আগামী কাল মন্তব্য করবো।
শুভকামনা।
ড্রথি চৌধুরী
জীবনের সুন্দর কিছু মুহূর্তের এ্যালবামে কালের তারিখ টা লিখা হয়ে গেল!! -{@
শুন্য শুন্যালয়
আরে আমাকেও তো ফোন দিয়েছিল সে 😮
শোননা কি কথা হলো।
ভাইয়াঃ হ্যালো শুন্য, আমি তো ঢাকায়, বই মেলায় যাব বিকেল তিনটায়।
আমিঃ কি আশ্চর্য্য আপনি আমাকে রেখেই বই মেলায় চলে গেলেন?
ভাইয়াঃ তোমাকে ছাড়া যাওয়া যায়? আসোনা প্লিজ। এটুকু কষ্ট করতে পারবা না বন্ধুর জন্যে?
আমিঃ আচ্ছা আসতেছি, প্লেনের টিকিট টা পাঠিয়ে দিন।
ভাইয়াঃ আচ্ছা শুন্য রাখছি, আগামী বছর দেখা হবে বই মেলায়, বাই।
আমিঃ 🙁
আর কতকাল এইভাবে গরীবরা মার খাবে? 🙁
কবে দেখবো তোমাদের সবাইকে? কবে দেব এমন এক মুখরিত আড্ডা?
চিনেছি কএকজন কে, লাল ব্যাগ হাতে পন্ডিত জিসান ভাইকে, লম্বু জিরাফ কে, ঘনকালো চুলের কবি নাসির ভাইকে, এপ্রোন হাতে ডাক্তার সাহেব হিলিয়াম এইচ কে, আমাদের সবার প্রিয় আকিদা আপুকে। আর না বললেও চিনেছি তুমি ড্রথিকে 🙂
বাকি সবাইকে চিনিয়ে দাও।
ইয়ে কি কি খাবার খেয়েছ, তার লিস্ট দিলে না কেন? পেট ব্যাথার এত ভয় করলে তো চলবে না, আমাদের ছেড়ে খাওয়ার সময় মনে ছিলোনা? 🙁
জিসান ভাইয়া ওরফে ড্রথির বাবা তিনি অনেক মায়ার একজন মানুষ, যারাই তার ছায়ার স্পর্শ পেয়েছে, তারা মায়ায় আটকেছে। ভালো থাকুক বন্ধু বাবা আর তার মেয়ে।
-{@
ড্রথি চৌধুরী
কতকাল গরীব রা এভাবে মারা খাবে :D) :D)
আমি টিকিট পাঠিয়ে দেবো?? খুব বেশি দামের টা পাঠাতে পারবো না এই ধরো আপু ঠ্যালা!!! গাড়ীর গরিব থেকে এক ধাপ নিচের আমি মিসকিন 😀
লিস্ট দেয়া যাবে না এটা লোভোনীয় আকর্ষণ থাকুক এই লোভে যদি বাংলাদেশে এ আসা হয়
;?
অরুনি মায়া
শুন্যাপু চমৎকার বর্ণনা দিয়েছ (y) 😀
নাসির সারওয়ার
কত করে বললাম, ভাইসাহেব, একটু সময় দিন। আমার হেয়ার ডু টা করে নেই!
ছবিকার বেশ বেরসিক মানুষ!! @ শুন্যাপু
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
আহ! এরকম প্রাণবন্ত আড্ডা মিস করি অনেক। ;( ;(
পোস্টে ++
ড্রথি চৌধুরী
আপনাদের এই কান্না আটলান্টিক না হলে আর দেখা করছি না :p
ড্রথি চৌধুরী
পোস্টে + + টা কি বুঝলাম ;?
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
:p পোস্টে +++ মানে হল আপনার পোস্ট ভাল লেগেছে।
ইয়ে মানে ছবিতে আপনি কোনজন? :p
ড্রথি চৌধুরী
এটা কুইজ
বলতে পারলে গিফট আছে :p 😀
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
;? ;?
ডান পাশে চশমা পরা যিনি। ঠিক হয়েছে? :p
মোঃ মজিবর রহমান
কুলাংগার আমি!
সব খেল জ্যামে।
কতসব নামীদামী
কতই না মজা হারালাম আমি।
সুন্দর মন ভোলানো
খুব ভাল লাগলো কিন্তু হিংসে হচ্ছে যে!
-{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
ড্রথি চৌধুরী
সব দুখের অবশান ঘটিয়ে আবার মিলিত হব আমারা মিলনের মেলায়
অনেক ধন্যবাদ ভাইয়া 🙂 -{@
মোঃ মজিবর রহমান
সে আশায় থাকিলাম মুখচুপ্টি।
হুম!।
তানজির খান
সবাই দেখা করলো অথচ আমাকে কেউ ডাকলো না। অনেক আগে জিশান ভাইকে বলেছিলাম একটা গেট টুগেদার করতে। সবাই এলো অথচ আমাকেই ডাকা হলো না।
ড্রথি চৌধুরী
থাক বাচ্চাকাচ্চা কান্নাকাটী করে না :p গেট টূগেদার এর ব্যবস্থা করা হচ্ছে আপনার কথা বিশেষ ভাবে বিবেচনা করে 😀
তানজির খান
ওকে তাহলে রইলাম সেই মহেন্দ্রক্ষণের প্রতিক্ষায়
নাজমুল আহসান
আপনাদের সবার সৌহার্দ্যে মুগ্ধ হয়ে গেছি। সোনেলা ব্লগ আর এই সোনেলা-বন্ধন চিরকাল অটুট থাকুক। -{@
ড্রথি চৌধুরী
অনেক অনেক ধন্যবাদ
সোনেলা অটুট থাকুক -{@
মোঃ মজিবর রহমান
লাল ব্যাগ কে দিলো?
দানকারী ?
অপার্থিব
আড্ডার স্মৃতি রোমন্থন ভাল লাগলো। উদ্যোক্তার অবশ্যই ধন্যবাদ প্রাপ্য।
ড্রথি চৌধুরী
ধন্যবাদ ভাইয়া/আপু 😀
মুহাম্মদ আরিফ হোসেইন
\|/
আমিও ছিলাম :p
জিসান শা ইকরাম
তাই নাকি আরিফ? কেমন লাগলো আড্ডা, এটি নিয়ে একটা পোষ্ট দিয়ে দিন তাহলে।
আমরা একটু জানি, আপনার অনুভূতি 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
ড্রথি আপুর টাই বেস্ট।
উনার লিখায় অনেক আবেগ আর ভালোবাসা মিশ্রিত!
আমি লিখলে এমনটা হইবে না।
আমার অনুভূতি অন্যরকম!
সবাইকে দেখে আমি খুবই অবাক হয়েছিলাম।
বিশেষ করে আপনাকে আর হেলাল ভাইকে দেখে।
🙂 🙂 🙂 🙂
ড্রথি চৌধুরী
সেই অনুভূতি ই জানতে চাচ্ছি বললে খুশি হবো 😀
জিসান শা ইকরাম
পরিচিত নাম, প্রথম দেখা এমন অনুভূতি নিয়ে বিভিন্ন ভাবেই লেখা যায়।
আমিও একটা পোষ্ট দেবো সবাইকে নিয়ে।
ছাইরাছ হেলাল
আপনার আনন্দ উচ্ছলতা আবার ও প্রমাণ করল সোনেলা সত্যি
একটি পরিবার, আপনার জন্য আমরা সত্যি ই গর্বিত।
আমিও অপেক্ষা করছি আর একটি প্রীতিপূর্ণ মিলন মেলার,
তবে আপনার লেখা কিন্তু চাই ই।
ড্রথি চৌধুরী
ভাইয়া আপনি কি লম্বা 😮 এর পর আপনার সাথে দেখা করতে হলে ৬ ইঞ্চির হিল পরে আসবো :p
এত আনন্দ আমার জন্য অপেক্ষা করছিল ভাবতেই পারি নি
😀
অরুনি মায়া
হুম এজন্যই তো শুন্যাপু উনার নাম দিয়েছে জিরাফ :p
ছাইরাছ হেলাল
আপনি, আপনার বন্ধু সহ সবাইকে দেখে আমিও সত্যি আনন্দিত।
মচকানো পা সারানোর দায়িত্ব নিলেও যন্ত্রণাটুকু শুধুই আপনার,
আমরা আবারো আনন্দিত হবো সবাইকে সাথে নিয়ে।
অরুনি মায়া
আমি যেতে পারলাম না | খুব ইচ্ছে ছিল 🙁
ড্রথি চৌধুরী
তুমি কোথায় ছিলে আপু আসলে নাকেন? 😮
অরুনি মায়া
সুযোগ হল না আপু
মোঃ মজিবর রহমান
কি কস্তরে আপুর
মন্টা ময়রাই গেল বুঝি।
কান্দুন আমার মত।
ড্রথি চৌধুরী
ভাইয়া মন খারাপ করবেন না আরলি আমারা আবার এক হবো ইনশাআল্লাহ 🙂
নীলাঞ্জনা নীলা
আড্ডাটা দেখেই মনে হলো, ওখানে আমি ছিলাম। ওই আসরে আমায় ছাড়া, উহু কিছুতেই কি আর জমে? দুষ্টুমী আর চিৎকার-চ্যাঁচামেচি আমার চেয়ে ভালো আর কে জানে! তাই একটুকুও খারাপ লাগছে না, ছবির ফ্রেমে নেই বলে।
ড্রথি আপু সামনের বছর বইমেলায় ঠিক আসবো, ১৮ বছর বইমেলায় আমার না-থাকা সেলিব্রেট করতে। থাকবেন কিন্তু। সবাইকে জানিয়ে দেবেন, পাজি-নচ্ছার-দুষ্টু বুড়ীটা এসেছে। 😀 \|/
ব্লগার সজীব
আমি মিস করলাম, আমি মিস করলাম 🙁 ;( এত মায়া দিয়ে লেখেন কিভাবে আপু? -{@