
এখানে কতকথা রেখে গেলাম দুইজন, কত আলাপন! চুপচাপ নিঃশব্দের শিশিরের শব্দে রেখে গেছি,কুয়াশায় মোড়া অজস্র আলাপন।
তবুও; খুব সাবধানে গোপন কথাটাও রেখেছি গোপনে, দুইজন।
চুপচাপ কথার টুপটাপ ধ্বনি কেউ শোনেনি,অগোচরে কেউ করেনি বারন; দুইজন।
কি হয়েছে কার?
কার হয়েছে হার?
কে করেছে কাকে দায়ী?
দুইজন -দুইমন-নয় বন্ধু, না দুশমন; শুধু দুইজন!
অগোছালো কথার স্তুপ কখন যেন হয়ে যায় কবিতা! হঠাৎ করেই ইচ্ছেরা বলে, যাবো ধানবাদ,যেখানে আছে পরসনাথ পাহাড়,
আছে রাখা সেখানে –
শান্তি
সুখ
সাধনা
আনন্দ।
প্রিয় শীত বিদায় নিচ্ছে/ নিয়েছে। দুয়ারে পা রেখেছে, আগুন লাগা ফাগুন;বন্ধু নয়-না দুশমন,দুইজন।
রেখে যাই তবু অজস্র আলাপন।
কবিতা, গান আর অদৃশ্য বায়বীয় শীত কুয়াশার মতো নাজুক বন্ধন, দুইজন!!
নোটঃ লেখাটা একটা মিক্সাচারাইজেন টাইপ লেখা। অর্থাৎ অন্যকারো লেখার উপরে আমার কলম চালিয়েছি। মিক্সিং করা যাকে বলে। অবশ্যই তিনিই আমাকে উৎসাহিত করেছেন এ ব্যাপারে। নইলে করতাম না। আমার যোগ্যতায় যতটুকু কুলিয়েছে, তা থেকেই এটুকু দাঁড় করলাম।পাঠক বৃন্দের কাছে সবিনয় নিবেদন বাঁকা মন্তব্য কেউ করবেন না😊😊।
২১টি মন্তব্য
আরজু মুক্তা
ফাগুন মাসটা ঠাণ্ডা আর গরমের মিশ্রণ।
মানুষের স্বভাবের মতো।
বন্যা লিপি
হুম একদম।
ছাইরাছ হেলাল
ঋতুতেই বাধা আমাদের জীবন,
হাসা/কাঁদা/ভালোবাসা এই ঋতুকেই ঘিরে।
বন্যা লিপি
ঠিক, ঋতুকে ঘিরেই আমাদের বৈচিত্রের বেঁচে থাকা।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে আপনার মিক্সারাইজেশন। ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
বন্যা লিপি
আপনাকেও ধন্যবাদ দিদি। শুভ কামনা।
ফয়জুল মহী
আপনার তথ্যবহুল আলোচনা ভালো লাগলো l
বন্যা লিপি
ভাইরে,মন্তব্যে একটু ভেরিয়েসন আনুন। আমাগো মতো অ-লেখিকারা একটু উৎসাহ পাবো😊 আপনাকে ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“এখানে কতকথা রেখে গেলাম দুইজন,
কত আলাপন!
চুপচাপ নিঃশব্দের শিশিরের শব্দে রেখে গেছি,
কুয়াশায় মোড়া অজস্র আলাপন।”
বন্ধুরাই করে যায় স্মৃতি ভরা আলাপন
তারা নয় কোন দুষমন।
ভালো লাগলো।
বসন্তের শুভেচ্ছা।
বন্যা লিপি
আপনাকেও বসন্তের শুভেচ্ছা দাদা।
হালিম নজরুল
সুন্দর অনুভূতি
বন্যা লিপি
অনেক কৃতজ্ঞতা।
কামাল উদ্দিন
পড়লেই বুঝা যায় কার উপর কলম চালিয়েছেন, চালিয়ে যান, আমরা তো সাথে আছিই আপু।
বন্যা লিপি
কার উপর কলম চালালাম বলতে হবে ভাই? নাইলে আপনার রক্ষা নাই😊
কামাল উদ্দিন
গুরুজনের নাম মুখে নিতে নেই আপু 🙂
বন্যা লিপি
হা হা হা….. না ভাই, আপনার ধারনায়ও নাই, আপনার কেন? কারো ধারনায় নাই যে, কার লেখায় আমার কলম চলেছে।থাক সে নিভৃতে। তবে তিনি আমার লেখা খুব পছন্দ করেন বলে, মাঝে মাঝে আমাকে চ্যালেঞ্জ দিয়ে থাকেন।একটা শব্দ দিয়ে বলেন, এটা নিয়ে কিছু লিখে দেন” আমিও লিখে দেই আমার মতো। এটাও তেমন একটা লেখা।
ইসিয়াক
চমৎকার হয়েছে আপনার মিক্সারাইজেশন।
বসন্তের শুভেচ্ছা নিন।
বন্যা লিপি
অনেক ধন্যবাদ আপনাকে। বাসন্তি শুভেচ্ছা রইলো।
নিতাই বাবু
ফাগুনের সাথে আসা ঋতুরাজ বসন্তের রাঙা শুভেচ্ছা!
বন্যা লিপি
আপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা দাদাবাবু।
সাবিনা ইয়াসমিন
বন্ধু নয়, দুশমন তো নয়ই,
সে যে পরম আপন/
যার হাতে দেয়া যায় হাত,
যার আশ্বাসে বদলায় না বিশ্বাস,
কারো হার নেই, নেই জয়োল্লাস,,
কথার ছলে কথা,
বিপরীত কথায় নেই কটাক্ষ-বাণ!
নয় সে বন্ধু নয় আমার,
দুশমন নইতো কেউ কারো..
শুধু দুই মন- শুধু দুই জন।
এলোমেলো লেখায় কত কি এনেছো বন্যা!!
অভিভূত হলাম 🙂
শুভ কামনা 🌹🌹