সেই নেংটো কালের বন্ধু আমরা
আজ তুমি কোথায়
শান্তিতে ঘুমিয়ে আছো মাটির কবরে।
বন্ধু তোমায় মনে পড়ে
শৈশবে স্কুল পালানোর গল্প
কলেজে উঠে ভালবাসার খোজেঁ অল্প অল্প
পিছু নেয়া কোন এক রমণীর টানে।
বন্ধু তোমায় মনে পড়ে
সকালে পড়া হারাইন্নার পুকুরে তুমি আমি
সে ছিল একাগ্রচিত্ত্বে পাড়টিতে দাড়িয়ে কখন ফিরি
দু’জনের অপেক্ষায়,গভীর জলে ডুব দেয়া ।
বন্ধু তোমায় মনে পড়ে
সাতটি ঘনটা হারাইন্নার জলে ডুবে আমি হয়েছি পবিত্র
দ্বিতীয় জম্মে আমার হায়াৎ যেন হলো কয়েক’শ
তোমার মরন ব্যাধি যেন তোমাকে দিল ছুটি পরপারে।
বন্ধু তোমায় মনে পড়ে
ফেবুকে কিংবা অন লাইনে তুমি ছিলে সরবর
ঘর হতে পা বড়াতেই মনে হত এই বুঝি এলে তুমি
দুর দূরান্ত কত অজানা পথে ছুটে চলা সে সব এখন কেবলি স্মৃতি।
বন্ধু তোমায় মনে পড়ে
হয়তো একদিন তোমারি মতন চলে যাবো আমি
বিয়োগের তিন দিন খুব মনে রাখবে আত্ত্বীয়-অনাত্ত্বীয়
এর পর ভূলেও মনে রাখবে না, বলবে না কথা
ছিল এক নাম জাদা।
১৫টি মন্তব্য
শুন্য শুন্যালয়
কেউ হারিয়ে যায়না, বন্ধুকে যেভাবে এখন মনে করছেন, কেউ নিশ্চয়ই আপনাকেও এমনি করে মনে করবে।
বন্ধুর আত্মার শান্তি কামনা করছি।
অনেক ভালো লিখেছেন।
মা মাটি দেশ
ধন্যবাদ আপু। -{@
শিশির কনা
ভালো লিখেছেন ভাইয়া । দুই লাইনের মাঝের স্পেস একটু কমানো গেলে ভালো হতো ।
মা মাটি দেশ
ধন্যবাদ কোন দুই লাইন বলেননি বললে চেষ্টা করব। -{@ (y)
স্বপ্ন
আপন বন্ধুকে ভুলে যাওয়া যায়না ।
মা মাটি দেশ
হুম 🙂 ঠিক বলেছেন এক সাথে বেড়ে উঠা বন্ধুকে ভূলা মুসকিল।
জিসান শা ইকরাম
বন্ধুর জন্য লেখা আপনার কবিতা মনে দাগ কেটেছে ।
কিছু স্মৃতি মনে জেগে উঠবেই ।
একসময় এই আবেগ কমে যাবে , মানে সয়ে যাবে ।
এটিই বাস্তব ।
মা মাটি দেশ
এটাই বাস্তব ভাইয়া -{@ (y)
মশাই
অনেক ভালো লিখেছেন। (y)
মা মাটি দেশ
আবেগগুলোকে প্রকাশ করেছি মাত্র।ধন্যবাদ ভাইয়া। -{@
পুষ্পবতী
আপনার বন্ধুর জন্য দোয়া রইলো আর ভালো লাগলো বন্ধর প্রতি ভালবাসা দেখে।কিছু বন্ধ থাকে জীবনে যাদের কখনো ভুলা যায়না শুধু স্মৃথির মাঝে সারাজীবন বেচে থাকে।
মা মাটি দেশ
ধন্যবাদ আপু অনেক স্মৃতি যা ভূলা যায়না।
ব্লগার সজীব
চলে যাওয়া বন্ধুর প্রতি এমন আবেগ আমাদের কাঁদায় মনির ভাই ।
মা মাটি দেশ
অনেক ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
প্রকৃত বন্ধুর কথা এমন করে ভাবতে পারাই বন্ধুত্ব ।
তার শান্তি কামনা করি ।