
মাঘে মাঘে বেলা গড়িয়ে হীমশীতল কুয়াশা
ফি বছর কড়া নাড়ে সোনালি উঠোনে।
দমবন্ধ হাহাকারে ক্ষণিকের বিচ্ছিন্নতায়
মনে পড়ে শুনিয়েছিলে এস্কিমোদের কবিতা।
জবুথবু ঠান্ডা দর্শণের মুগ্ধকরণ রঙধনু ছবি
ফ্রেমেবন্দী করে ঝুলিয়ে রেখেছি –
মনদেয়ালের পেরেকে।
ইচ্ছে হলেই হাত বোলাই,
রোমন্থন করি নিকট অতীত;
কেমন আছো বন্ধু খুব জানতে ইচ্ছে করে।
এই ঘর সেই জানালা, শুধু তুমি নেই ওপাশে
বড্ড নিঃসঙ্গ লাগে শব্দহীনতার মর্মভেদী নিস্তব্ধতা।
ধুলোজমা ডায়েরিতে অক্ষরাদির আর্তচিৎকারে
শীত যেন জাঁকিয়ে বসেছে মনের অন্তরালে।
কানে শীষ দেয়া উত্তরায়ণের কুহুতান বাতাসে
বন্ধুবর তোমাকে ভীষণ মনে পড়ে ….
[ছবি নেট থেকে]
২৭টি মন্তব্য
বন্যা লিপি
আমাদের সকলেরই মনে হয় তাঁকে খুব মনে পড়ে। নেই কেন সে? দারুন গোস্বা হলো কিসে সে?
এমন মনভাঙা আকুতি মাখা শব্দের ঢেউ কেউ তাঁর কানে পৌঁছে দিক।
আমাদের মনে খরা, ঘরে খরা সে কেন আসেনা আর আমাদের মাঝে?
তৌহিদ
তিনি চোখের সমস্যায় ভুগছেন শুনেছি। মনিটর স্ক্রীনে বেশীক্ষণ তাকিয়ে থাকতে পারেননা। সোনেলার সেই সোনালি অতীত আবারো ফিরে পেতে চাই যখন মুখরিত ছিলো সকলের পদচারণায়।
আপনিও ভালো থাকুন আপু। শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
সত্যই কাব্যপাঠে অনেককিছুই মনে পড়ল কবি দা অনেক শীত উষ্ণতার শুভেচ্ছা রইল
তৌহিদ
ধন্যবাদ ভাই, শুভকামনা আপনার জন্যেও।
মোঃ মজিবর রহমান
বন্ধু বিহনে মনের গহীনে চিনচিন ব্যাথা
তোমারি বিহনে কত ছবিই উঠে ঠুকরে উঠা চিৎকার।
যাবার সময় যেতেই হএব না রাখিব ব্যাথা ।
তৌহিদ
সোনেলায় আপনাদের সবাইকে খুব মিস করি ভাই। অথচ একটা সময় প্রতিযোগিতা হতো কে কার আগে পোষ্ট দেবে, কে প্রথম মন্তব্য করবে। কেন যে অনেকেই ব্লগবিমুখ বুঝতে পারছিনা।
আপনারা আসেন বলেই ব্লগে এখনো ভালো লাগে বিচরণ করতে। ধন্যবাদ ভাইয়া।
মোঃ মজিবর রহমান
সবাই কর্মব্যস্ত সময় অনেকের অনেক কর্ম এর উপর নির্ভর করে সময় কিভাবে বাহির করবে। আমার বর্তমান প্রতিষ্ঠানে সময় ও লিখার সময় বাহির করা খুব কঠিন য্যদপি আসি চুরি করে। কাজের ফাঁকে। আপনারদের টানে প্রানের টানে। সোনেলা উঠনে।
তৌহিদ
চুপি চুপি হলেও মাঝেমধ্যে আসবেন ভাই।
মনির হোসেন মমি
বিশেষ করে যারা ইহকাল হারিয়েছে।মনে পড়ে খুব। এক শৈশবের আত্মার বন্ধনগুলো আমৃ্ত্যু মনকে নাড়া দিবে। খুব ভাল লাগল।
তৌহিদ
যারা চলে যায় তারা রেখে যায় কিছু স্মৃতি যা আমাদের কষ্ট এবং সুখ দুটোই অনুভব করায়।
ধন্যবাদ ভাই।
রোকসানা খন্দকার রুকু
পৌঁছে যাক তাঁর কাছে। সে মনে করুক, মনে পড়ুক আমাদের॥
শুভ কামনা।
তৌহিদ
আশাকরি তাঁর কাছে পৌঁছে গিয়েছে, তিনি ভালো থাকুন এটাই প্রার্থনা।
ধন্যবাদ আপু।
রেজওয়ানা কবির
বন্ধু শব্দটিই বুকের মাঝে সবসময় বিঁধে থাকে,সে বন্ধু যতদুরে বা যেখানেই থাকুক না কেন?খুব মনে পরে। বন্ধুরা অন্তরে মিশে থাকে। এপারে ওপারে যেখানেই থাকুক,ভালো থাকুক সকল বন্ধুরা।
তৌহিদ
কিছু বন্ধু রয়ে যায় মনের গহীনে সবসময়। আসলে বন্ধুত্বের গভীরতা পরিমাপ করা যায়না, অনুভবে বুঝে নিতে হয়। তিনিও তেমন একজন শ্রদ্ধেয়জন।
ধন্যবাদ আপু।
প্রদীপ চক্রবর্তী
ইচ্ছে হলেই হাত বোলাই,
রোমন্থন করি নিকট অতীত;
কেমন আছো বন্ধু খুব জানতে ইচ্ছে করে।
.
আমরা একে একে সবাই যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছি। কেবল স্মৃতি গুলো অনুভব ছাড়া ফিরতে পারিনা আমরা।
বেশ লিখেছেন, দাদা।
তৌহিদ
যান্ত্রিকতারর ভীড়ে যাতে আমাদের মানবীয় গুণাবলি হারিয়ে না যায় তা লক্ষ রাখতে হবে দাদা। মন্তব্যে প্রীত হলাম।
শুভকামনা রইলো।
স্বপ্ন গোধূলি
সুখে দুঃখে পাশে থাকার জন্য রাখার জন্য একজন বা একাধিক বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার। আপনি ভাগ্যবান। আপনার ডাক শুনে বন্ধু না এসে থাকতে পারবে না।
তৌহিদ
ভালো বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের বিষয়। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং আমার খুব প্রিয় একজন লেখক। তাকে ব্লগে মিস করছি আসলে।
ধন্যবাদ, ভালো থাকুন আপনিও।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া কে খুব বেশি মিস করি কারণ ওনার কাব্যকথা, মন্তব্যের ঝাঁপি । অনেক দিন হলো উনি অনুপস্থিত। ঈশ্বর ভালো থাকুক। আপনি ও ভালো থাকুন শুভকামনা অবিরাম
তৌহিদ
তিনি অসুস্থ দি ভাই। তার জন্য প্রার্থনা করবেন। তিনি ফিরে আসুন এটাই চাই।
ভালো থাকুন আপনিও।
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই প্রার্থনা করি। ঈশ্বর মঙ্গল করুন, ভালো রাখুক সবাইকে। ধন্যবাদ ভাইয়া
জিসান শা ইকরাম
কিছু বন্ধুকে মনে পরবেই,
হয়ত সে নাগালের বাইরে, যোগাযোগ হবার আর সম্ভাবনা নেই। তারপরেও তাকে ভুলা যায় না।
এমন বন্ধু দু একজন সবারই আছে।
শুভ কামনা।
তৌহিদ
যদিও ব্লগেই পরিচয় তবে অতি অল্প সময়েই তিনি আমার মনে সম্মানীত একজন ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন। সজ্জন লেখক হিসেবে তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। তার সুস্থতা কামনা করি সবসময়।
ধন্যবাদ ভাইজান।
পপি তালুকদার
সময়-অসময়ে সত্যিই কিছু বন্ধুদের খুব মনে পরে! ভালো লাগলো কবিতাটি পরে।শুভকামনা রইল।
তৌহিদ
জ্বী আপু, মনের মাঝে তারা থেকে যায় ভালোবাসার মানুষ হিসেবে। খুব মিস করি তাকে।
ধন্যবাদ আপু। শুভকামনা জানবেন।
আরজু মুক্তা
এমন বন্ধু সবারি থাকে
তৌহিদ
তাদের জন্য শুভকামনা রইলো অবশ্যই।