
আমি ভালোবেসেছি, আমি প্রেমে পড়েছি;
তোমার আবেগে আপ্লুত হয়েছি অহোরহ ।
নিঃসঙ্গ, একাকীত্বে বন্দী নারী যখন
অন্যের প্রেমকাব্য শুনতে পায়, পূর্ণতা দেখতে পায়;
নিজের না- পাওয়ার আক্ষেপে করুণতা যখন ধরা দেয়-
তখন সে খড়কুটোকেই বেঁচে থাকার আশ্রয় করে নেয়-
বিমূর্ত যামিনীতে ।
একটু ভালোলাগা, একটু আপেক্ষিক মোড়কে সুখ কিনতে চায়-
তাকে তুমি পাপ বলতে পারো কি?
রাতের অতিথি বলতে পারো কি?
ইচ্ছাধারী নাগিন হয় সে কোন কারণে?
অপরিচিত যুবক নারীত্বের সৌন্দর্যে, তার হাসিতে পরাস্ত;
সেটা কি নারীর অপরাধ!
নারীর সর্বাঙ্গে ছড়ানো বাসনার প্রলেপ,
চুম্বনে ঢেলে দেয় নীল বিষ?
পুরুষত্বে নাইবা থাকতো যদি বিষের অমৃত ,
কোনো পুরুষ কি পেতো ছলনাময়ীর ছল,
অধরের অমৃতরস! বন্ধুত্বে সৌন্দর্য কি হানা দেয়?
অধরের গরল চুম্বকের ন্যায় কাছে টানে?
কামনার জালে আবদ্ধ করে?
প্রেম সেতো শুধু আষ্টেপৃষ্ঠে বাঁধতে চায়,
গুল্মলতার মতো জড়াতে চায়;
আমৃত্যু একসাথে থাকার লড়াই চালিয়ে যায়।
প্রেম-বন্ধুত্বের ফারাক নয়তো উনিশ-বিশ।
কখনো কখনো বন্ধুত্বের বাঁধ ভেঙে
প্রেম-ভালোবাসার অনুপ্রবেশ ঘটতে পারে।
তাকে কি অপরাধ বলে সম্পর্কচ্ছেদ করতে হয়?
একে অপরের পরিপূরক, পরিপূর্ণ হয় যে তারা;
বন্ধুত্বে প্রেম, প্রেমে বন্ধুত্ব- নয়কো ছলনা।
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বন্ধুত্বে প্রেম, প্রেমে বন্ধুত্ব- নয়কো ছলনা
এ শুধুই কুহকের যন্ত্রণা!
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক। ধন্যবাদ আপনাকে ফার্স্ট হবার জন্য। 🌛 ঈদের শুভেচ্ছা রইলো। সাবধানে থাকবেন
সঞ্জয় মালাকার
বন্ধুত্বে প্রেম, প্রেমে বন্ধুত্ব- নয়কো ছলনা।
এ- শুধুই অভিমানী যন্ত্রণা।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য ও শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
প্রেমে মোহে যারা করে যায় প্রতারনা
তারা প্রেমিক নয় তারা প্রতারক
করে প্রতিহিংসার করে আরাধনা।
ভাল থাকবেন দিদি । শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা। আপনি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো
জিসান শা ইকরাম
বন্ধুত্ব আর প্রেম একসাথে চলেনা,
হয় প্রেম নতুবা বন্ধুত্ব এমনটাই হওয়া উচিত।
কবিতা ভালো হয়েছে ছোটদি।
শুভ কামনা।
ঈদের শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
দাদাভাই প্রেমে বন্ধুত্ব কিন্তু আমার জানামতে খুব সুন্দর আর মজার হয়। শুধু প্রেমে সন্দেহ আর অবিশ্বাস কাজ করে, কিন্তু বন্ধুত্ব থাকলে এগুলোর সম্ভাবনা অনেক কম হয়। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
হালিম নজরুল
অনেক প্রশ্নোত্তরের জটিল সমীকরণে লেখা কবিতা। শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ঈদ মোবারক
শামীম চৌধুরী
প্রেম ও বন্ধুত্ব দু্টাই বিশ্বস্ত।
ঈদ মোবারক।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ,ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ঈদ মোবারক
ফয়জুল মহী
পড়ে অভিভূত হলাম
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ঈদের শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সবসময়
তৌহিদ
প্রেম মানেই বন্ধুত্ব, সেখানে ছলনার কোন স্থান হতে পারেনা। সুন্দর লিখেছেন দিদিভাই।
ঈদ মোবারক । ঈদের আনন্দে মুছে যাক সকল গ্লানি, সবার মাঝে ঈদ নিয়ে আসুক অনাবিল আনন্দ আর খুশির আমেজ।
ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া । ঈদের আনন্দে সব গ্লানি, ক্লান্তি, জরা ব্যাধি কেটে যাক । ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো