
বন্ধুত্ব হোক বা ভালোবাসা, কোনো সম্পর্কেই ২৪ঘন্টা কেউ কারোর প্রতি টান অনুভব করতে পারেনা,,আর এই নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই.. কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা সময় থাকে যেখানে কারোর হস্তক্ষেপ সে পছন্দ করে না, আর এই স্পেসটুকুই তাকে দিতে জানতে হয়, তাহলে সম্পর্ক গুলো মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারবে, আর যত বেশি মুক্তাকাশে নিঃশ্বাস নেবে ততোই পরিপক্ক হবে__ঠিক যেনো “ঝিনুকে বন্দী মুক্ত”.. আবদ্ধ অথচ পরিপূর্ণ-পরিপক্ক-মূল্যবান।।
২৭টি মন্তব্য
কামাল উদ্দিন
প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা সময় থাকে যেখানে কারোর হস্তক্ষেপ সে পছন্দ করে না, আর এই স্পেসটুকুই তাকে দিতে জানতে হয়, তাহলে সম্পর্ক গুলো মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারবে”
…………..আমি সহমত পোষণ করছি আপনার সাথে।
রেজিনা আহমেদ
ধন্যবাদ
আপনার শুভ হোক প্রতিক্ষণ
কামাল উদ্দিন
আপনারও তাই হোক
মনির হোসেন মমি
ঠিক বলছেন।সম্পর্কগুলো বন্দী নয় সম্পর্কগুলো হতে হয় উম্মুক্ত নতুবা টেকসই হয় না। খুব ভাল লাগল অল্প কথায় জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ম্যাসেজ।
রেজিনা আহমেদ
হ্যাঁ, সম্পর্ক খুবই কোমল এবং নমনীয় বিষয়, কিন্তু আমরা এটাকে জটিল করে ফেলি,,সবসময় নিজেদের কাছে নিজেদের মতন করে পেতে চাই, যার ফলে একটা গন্ডি কেটে দিই, ব্যাস সম্পর্ক ওখানেই মৃত্যুবরণ করে,,
সুরাইয়া পারভিন
চমৎকার বলেছেন আপু
দারুণ লেগেছে কথা গুলো
রেজিনা আহমেদ
ধন্যবাদ বোন,
মোঃ মজিবর রহমান
আপনার লেখার প্রতি ১০০% সহমিত। এই সেক্রিফাই করাই মহত্ত। তবে হ্যা স্পেস্টুকু যেন হই অন্যের সন্মানের প্রতি সহনশীল।
রেজিনা আহমেদ
প্রতিটা মানুষের নিজস্ব একটা নিভৃত জায়গা থাকেই, এটা অস্বীকার করা উচিত নয়.. আর সম্পর্ককে সবসময় গণ্ডির মধ্যে বেঁধে রাখতে নেই, সম্পর্কে যখনই একটা গুন্ডি আসে তখনই সেই সম্পর্ক মৃত্যুবরণ করে,, বরং একে অপরের প্রতি ভালোবাসা সহায়তা বিশ্বাস সম্মান প্রদর্শন করে এবং একে অপরের প্রতি প্রতিটি মতকে প্রাধান্য দিয়ে ভালো থাকা যায়
মোঃ মজিবর রহমান
তা ঠিক বলেছেন।
অনন্য অর্ণব
সম্পর্ক যতোক্ষণ পর্যন্ত স্বার্থের উর্ধ্বে থাকে ততোক্ষণ পর্যন্ত ঠিক আছে। ভালোবাসা কখনো স্বার্থ সিদ্ধ হতে পারে না। ধন্যবাদ।
রেজিনা আহমেদ
স্বার্থ ভিন্ন প্রসঙ্গ,, আমি বলতে চেয়েছি প্রতিটা সম্পর্কেই সেই ভিন্ন মানুষ দুটোর নিজস্ব একটা আলাদা জগত থাকে, যেখানে সে শুধুই নিজের জন্য ভাববে ,নিজের মনের কথা শুনবে
সঞ্জয় মালাকার
ঠিক বলছেন।সম্পর্কগুলো বন্দী নয় সম্পর্কগুলো হতে হয় উম্মুক্ত। ভালোবাসা কখনো স্বার্থ সিদ্ধ হতে পারে না।
দারুণ লেগেছে কথা গুলো, ধন্যবাদ আপনাকে।
রেজিনা আহমেদ
সম্পর্কে জড়িয়ে গেলে খুব স্বাভাবিক ভাবেই একটা গন্ডি তৈরি হয়, কিন্তু আমরা চাইলেই এই গণ্ডির মধ্যে থেকেও নিজের একান্ত জগতে নিজের চিন্তা ধারাকে মেলে ধরতে পারি
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দিদিভাই। ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়।
নিঃশ্বাস নেয়ার একটু অবকাশ আমাদের চাই-ই।
রেজিনা আহমেদ
হ্যাঁ, সহমত পোষণ করি আপনার সাথে
এস.জেড বাবু
প্রেম অন্ধ-
অতি আবেগী হওয়া নতুন প্রেমের সূচনা পর্বের লক্ষণ।
ওদের ধারনা, খেয়েছ না বললে কেউ খাবেনা, ঘুমাতে যাও না বললে কেউ বিছানা ছোঁবে না। এবং এরা নিজের প্রতিও এমনটা চায়।
দৈনন্দিন নিত্যকার কর্ম ভুলে প্রতি নিঃশ্বাসে ওরা ওদের নামের মালা জপ করুক এমনটা চায়-
একসময় হয়ত ঠিক হয়, তবে সেক্ষেত্রে অনেক ঝড় অথবা ঝড়ের শেষে সব হারিয়ে।
সুন্দর পোষ্ট।
রেজিনা আহমেদ
সহমত
আপনার মন্তব্য মূল্যবান
নাজমুল হুদা
স্বাধীনতা সম্পর্কের জন্য মেডিসিন। সেই স্বাধীনতা যখন কেউ অপব্যবহার করে তখনেই সম্পর্কের পরিণতি ঘটে।শুভ চিন্তার প্রসার ঘটুক সমাজে ।
রেজিনা আহমেদ
সহমত পোষণ করি
ধন্যবাদ আপনাকে
নিতাই বাবু
সহমত পোষণ করে আপনাকে শুভেচ্ছা!
রেজিনা আহমেদ
ধন্যবাদ দাদাভাই ❤️
জিসান শা ইকরাম
একদম আমার মনের কথাটি বলেছেন আপনি অত্যন্ত ছোট লেখায়,
সুতো দিয়ে যে কোনো কিছু সহ্য ক্ষমতার অতিরিক্ত টাইট করে বাঁধতে চাইলে সুতোই ছিড়ে যাবে।
প্রত্যেকের নিজস্ব একটু হলেও ভুবন আছে, সে ভুবনে বিচরণের সময় তাকে দেয়া উচিত, .
তাহলেই সম্পর্ক সুন্দর এবং অবিচ্ছিন্ন থাকে।
ভালো লেগেছে লেখা।
==============
কিছু পরামর্শঃ
* আপনি কলকাতা থেকে লিখছেন, ভারতে এই সোনেলার পাঠক আজকে ৩৭২ জন। যার অধিকাংশই পশ্চিম বাংলায়।
আপনি লেখার নীচে আপনার অবস্থানটি দিয়ে দিবেন। এই লেখাটি পড়ুন অরুনিমা মন্ডল দাস কিভাবে নিজের অবস্থান দিয়েছেন দেখুন।
আপনার অবস্থান দিলে, পশ্চিম বাংলার পাঠক-গণ আপনার লেখা আরো আগ্রহ নিয়ে পড়বেন।
* সোনেলায় প্রকাশিত লেখা অবশ্যই আপনার ফেইসবুকের নিউজ ফিড, স্টোরিতে শেয়ার দিবেন। আপনার বন্ধু এবং ফলোয়ার-গন আপনার লেখা পড়তে পারবেন।
* শিরোনামে কোন ইমো দিবেন না, এতে গুগল সার্চে আপনার লেখাটি না ও আসতে পারে।
রেজিনা আহমেদ
ধন্যবাদ দাদাভাই
মোহাম্মদ দিদার
অতিরিক্ত টান!
মনেই সুতোটা ছিড়বে।
প্রত্যেক টা সম্পর্ক মুক্ত আর, শর্তহীন হওয়া শ্রেয়।
তবে স্বাধীনতার নামে সেচ্ছাচারিতা একেবারেই বেঈমানীর পর্যায়ে।
রেজিনা আহমেদ
সহমত ভাই আপনার সাথে