বন্দী অথচ মুক্ত 💗

রেজিনা আহমেদ ১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ০৮:০৯:০৫অপরাহ্ন অন্যান্য ২৭ মন্তব্য

বন্ধুত্ব হোক বা ভালোবাসা, কোনো সম্পর্কেই ২৪ঘন্টা কেউ কারোর প্রতি টান অনুভব করতে পারেনা,,আর এই নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই.. কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা সময় থাকে যেখানে কারোর হস্তক্ষেপ সে পছন্দ করে না, আর এই স্পেসটুকুই তাকে দিতে জানতে হয়,  তাহলে সম্পর্ক গুলো মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারবে, আর যত বেশি মুক্তাকাশে নিঃশ্বাস নেবে ততোই পরিপক্ক হবে__ঠিক যেনো “ঝিনুকে বন্দী মুক্ত”.. আবদ্ধ অথচ পরিপূর্ণ-পরিপক্ক-মূল্যবান।।

১২৫১জন ৭৯৯জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ