
পিকনিক বা বনভোজন নাম শুনলেই সবার মনেই আনন্দের ফোয়ারা ছুটে। খাবার দাবার, মজা মাস্তি , খেলাধূলা , গান-বাজনা সবই থাকে বনভোজনে। মনের প্রফুল্লতা, প্রশান্তি খুঁজে পাওয়া যায় এই পিকনিকে। বিনোদনের মাধ্যমের মধ্যে অন্যতম হলো এই বনভোজন।
প্রতি বছর ১৮ জুন পালিত হয় আন্তর্জাতিক পিকনিক ডে। বিগত এক দশকেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে এ দিবসটি। আন্তর্জাতিক বনভোজন দিবসটি কবে থেকে শুরু হলো বা কারা শুরু করলো- সেটা জানা যায়নি।
তবে কেউ কেউ মনে করেন, ফরাসিরাই এর উদ্যোক্তা। ফরাসি বিপ্লবের আগে বড় পার্কগুলোয় সাধারণ মানুষ ঢুকতে পারত না। ফরাসি বিপ্লবের পর সাধারণ মানুষের জন্য প্রথমবারের মতো পার্কগুলো খুলে দেওয়া হয়। আর মানুষজন তখন পার্কে গিয়ে খাওয়া দাওয়া করতো, মজা করত। ‘পিকনিক’ শব্দের উৎপত্তিও কিন্তু ফরাসি ভাষা থেকেই।
‘বনভোজন’ পরিবারের সদস্যদের নিয়ে করা হয়, আবার স্কুল-কলেজ, ভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ও করা হয়। প্রতিষ্ঠান ভিত্তিক ও বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজন সাধারণত শীতকাল থেকে বসন্ত পর্যন্ত এক দিনেই তথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে থাকে। দেশে এখন অনেক পিকনিক স্পট গড়ে উঠেছে। যার যার সুবিধা অনুযায়ী জায়গা ঠিক করে নেয়।
সবাইকে বনভোজন দিবসের শুভেচ্ছা।
বি.দ্র. ‘সোনেলার বনভোজন’ এর অপেক্ষায় রইলাম 🥰🥰🥰🥰।
ছবি-গুগল
২২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
লেখাটি পড়ে বনভোজন এর অনেক স্মৃতি মনে ভিড় করেছে। সবই কিশোরী বেলার, পরিনত সময়ে আর এসবে অংশ নেয়া হয়নি। বনভোজনের জন্য একটা অনুষ্ঠিত দিবস আছে এটা তো আমার জানা ছিলো না! আজ জানলাম 🙂
পিকনিক ডের শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন আপু প্রথম হবার জন্য ☕☕ এই বৃষ্টিতে চা পান করুন, খিচুড়ির সাপ্লাই আপাতত বন্ধ। আমারও জানা ছিল না 🤪🤪🤪। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আষাঢ়ীয় বৃষ্টি সকালের শুভেচ্ছা
কামাল উদ্দিন
আজকে সারাটা দিন অবসর ছিলাম উপযুক্ত সঙ্গী পাইনি বলে ঘুরতে বেড়োতে পারিনি। বের হতে পারলে পিকনিক ডে টা ষোল কলায় পূর্ণ হতো।
সুপর্ণা ফাল্গুনী
আহারে ভাবী কৈ ছিল? পিকনিক করতে হয় সবাইকে নিয়ে তাহলেই পিকনিকের পূর্ণ মজা পাওয়া যায়। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
ওরে বাপরে! এই ডে ও আছে নাকি?
জানা হলো, অনেক কিছু মনেও পড়ে গেলো। ছোটবেলায় সবার থেকে একটু একটু চাল আর ডিম দিয়ে পিকনিক করতে গিয়ে অনেক পচা ডিম বেরিয়েছিলো। সেকি কান্না!
পরিনত বয়সে অনেক পিকনিক করেছি কলেজ, ভার্সিটি, জবে এসে অনেক মজাও হয়েছে। আর একবার অপেক্ষায় রইলাম সোনেলায় আপনার মতোই। ভালো থাকবেন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ছোট্ট বেলায় কত্ত কত্ত পিকনিক করেছি জবে ঢোকার পর আর কপালে পিকনিক জুটেনি। আমার ও এই দিবস জানা ছিলো না। অসংখ্য ধন্যবাদ আপু পাশে থাকার জন্য। আষাঢ়ের বৃষ্টি মাখা সকালের শুভেচ্ছা
আরজু মুক্তা
এখন কতো যো ডে!!
ছোট বেলায় আমরা প্রতিদিন পিকনিক করতাম। একটা ডিম আর এক মুঠো চাল। সেটা চেটেপুটে খেতেই আনন্দের কমতি ছিলো না। এখন ডে এর চাপে আনন্দ গেছে।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই তাই এখন সবকিছু দিবস ভিত্তিক পালিত হয়। তাই আগের মতো আনন্দ খুঁজে পাই না। অফুরন্ত শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
আপনি না বললেও আমার অন্তত জানা হতো না।
আহা পিকনিক!! কতদিন যাই-না/খাই না।
একটু ফাঁকি ফাঁকি ল্যাগে ক্যা!!
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার আয়োজনে হয়ে যাক তবে বড়সড় একটা পিকনিক, কি বলেন? কিসের ফাঁকি বুঝলাম না ☹️☹️। আষাঢ়ীয় বৃষ্টি সকালের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
লেখায় ফাঁকি ফাঁকি আছে মনে হচ্ছে।
আর পিকপিক পিকনিক কে না চায়।
সুপর্ণা ফাল্গুনী
তাতো থাকতেই পারে। এই বৃষ্টিতে অফিসেও ফাঁকি মারছি , ফোন না দিলে বাসায় ই কাটাবো আজ
আলমগীর সরকার লিটন
সত্যকথা বলেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
রেজওয়ানা কবির
আমারও অনেক বনভোজনের স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলা থেকে এখন পর্যন্ত বনভোজনের নস্টালজিক স্মৃতি মনে করানোর জন্য ধন্যবাদ দিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
প্রদীপ চক্রবর্তী
শৈশবের বনভোজন মানে কত স্মৃতি, কত আনন্দ।
লেখাটা পড়ে মনে পড় গেল শৈশবের কথা।
.
আর এটার বিশেষ ডে আছে জানতাম না।
শুভেচ্ছা রইলো, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
আমিও জানতাম না 🤪🤪। পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন
হালিমা আক্তার
পিকনিক ডে আছে জানাই ছিল না। আমাদের সময়ের সেই বনভোজন এখন আর কোথায়।চাল, ডাল, তেল, নুন সংগ্রহ করে রান্না করে খাওয়া দাওয়ার মজাই ছিল আলাদা। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই তখনকার আনন্দ আর খুঁজে পাওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
হালিম নজরুল
পিকনিক ডে সম্পর্কে আমার জানা ছিল না। আপনার লেখা পড়ে জানলাম। ধন্যবাদ। তবে পিকনিকে যেতে ইচ্ছে করছে।
সুপর্ণা ফাল্গুনী
আমার ও যেতে খুব ইচ্ছে করছে কিন্তু কেউ দাওয়াত দিচ্ছে না ☹️☹️। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন