জীবনকে সাজাতে,জীবনকে সামনে এগিয়ে ভবিষৎতের উজ্জ্বল নক্ষত্রে নিজেকে পরিণত করতে বই পড়ার বিকল্প নেই।
সম্রাট নেপোলিয়ন বলেছিলেন….
“যদি তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও
আমি তোমাদের একটি শিক্ষিত জাতি
দেবো”
97b1fed3fe5f1a0b50c49539a3baf31f
বই মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলেন।বই একমাত্র সম্পদ যা চিরস্থায়ী।আমাদের দেশে বই পড়ুয়া বিমুখ জাতিকে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে প্রতি বছর রক্ত ক্ষয়ী ফেব্রুয়ারীর ভাষার মাসে বাংলা একাডেমি এ বই মেলার আয়োজন করেন।এ সময় নতুন পুরাত লেখক মিলিয়ে অসংখ্য নতুন পুরাতন বই প্রকাশিত হয়।
সৃষ্টির রহস্য: গ্রন্থ মেলায় বা বই মেলা আগ্রহী কথা সাহিত্যিক ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাবেক পরিচালক সরদার জয়েন উদ্দীন আন্তর্জাতিক গ্রন্থ বর্ষ উপ লক্ষে ১৯৭২ সালে ডিসেম্বর মাসে বাংলা একাডেমির প্রাঙ্গণে প্রথম একটি আন্তর্জাতিক গ্রন্থ মেলার আয়োজন করেছিলেন।সেই থেকেই বাংলা একাডেমিতে এ বই মেলার সূচনা।স্বাধীনতার পর বাংলা একাডেমির একুশের অনুষ্ঠানে কোনো বইমেলা হয়নি।তবে বাংলা একাডেমির দেয়ালের বাইরে স্ট্যান্ডার্ড পাবলিশার্সের রুহুল আমিন নিজামী সোভিয়েত ইউনিয়নের “প্রগতি প্রকাশনীর” কিছু বইয়ের পসরা সাজিয়ে বসেন।তাঁর দেখা দেখি মুক্ত ধারা প্রকাশনীর চিত্ত রঞ্জন সাহা এবং বর্ণ মিছিলের তাজুল ইসলামও একই ভাবে তাঁদের বই নিয়ে বসে যান সেখানে। ১৯৭৪ সালে বাংলা একাডেমির উদ্যোগে একটি বিশাল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মেলার উদ্বোধন করেন। সে উপলক্ষে নিজামী, চিত্তবাবু এবং বর্ণ মিছিল সহ সাত-আট জন প্রকাশক একাডেমির ভেতরে পূর্ব দিকের দেয়াল ঘেঁষে বই সাজিয়ে বসে যান। সে বছরই প্রথম বাংলা একাডেমির বইয়েরও বিক্রয় কেন্দ্রের বাইরে একটি স্টলে বিক্রির ব্যবস্থা করা হয়।
তারপর ফেব্রুয়ারী ভাষার মাস জুড়ে বাংলা একাডেমি একটি জাতীয় বই মেলার আয়োজন করে যা অমর একুশে গ্রন্থ মেলা নামে পরিচিত।১৯৫২ সালে ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বাংলা ভাষার জন্য আত্মো ত্যাগের যে করুণ ঘটনা ঘটে ছিল,সেই স্মৃতিকে অম্লান রাখতেই প্রতি বছর ফেব্রুয়ারী মাসে আয়োজিত এই বইমেলার নামকরণ করা হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’। ১৯৮৪ সাল থেকে বাংলা একাডেমি আয়োজিত বইমেলাকে অমর একুশে গ্রন্থমেলা নামকরণ করেন।

এই বই মেলার সুবাদে প্রতি বছর নতুন নতুন লেখক সৃষ্টি হয়।পুরাত নামী দামি লেখকদের ফিরে ফিরে দর্শনের সৌভাগ্য হয়।নতুনদের পক্ষে আমি তবে প্রবীনদের বিপক্ষে নই।নতুনদের মাঝে বেশ প্রতিভাবান লেখক আছেন বহু।আমার অনলাইন জগতে যে সকল বন্ধুদের এড করেছি তারা প্রত্যকে স্ব-গুণে মহিমাহ্নিত প্রত্যেক্যেই কম বেশ লেখা লেখি এবং সামাজিক বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে ব্যাস্ত থাকেন।
আজ আমি সেই সব কয়েক জন সাহিত্যিক বন্ধুদের বই প্রকাশের খবর জানিয়ে…. সকল বন্ধুদের জানাই বই মেলার শুভেচ্ছা -{@ ।
16427606_10208017898705584_4822768221632376334_n
www.jalchhobibatayan.com একটি অনলাইন সাহিত্যের প্লাটফ্রমের প্রতিষ্টাতা নাসির আহম্মেদ কাবুল।তার প্রতিষ্ঠিত জলছবি প্রকাশন থেকে জলছবি বর্ষ সংখ্যা ছাড়াও প্রকাশ করেছেন বেশ কয়েকটি বই তার মধ্যে সপ্তম শ্রেনী ছাত্রী তানিসা তাবাছ্ছুম এর “স্বপ্ন শিখর” একটি কবিতার বই প্রকাশ করে মেলায় প্রতিভা বিকাশে পাথেয় হয়ে রইলেন।এছাড়াও রয়েছে জল ছবির বর্ষ সংখ্যা যেখানে আমার প্রথম প্রকাশ সোনেলায় প্রকাশিত একটি শিশুতোষ গল্প রয়েছে। -{@
16388272_10208048516551011_5707462990521108688_n16386963_10208053012943418_3109432224380719320_n16406415_10208059325981240_2491601523739505932_n16473205_10208032366747276_4179049994310738929_n
জলছবি থেকে এ বছর ১৮টি বই প্রকাশ করেছে। এর মধ্যে অধিকাংশ বই জল ছবির লিটল ম্যাগ স্টল # ৬ ও জলছবির পরিবেশক ম্যাগনাম ওপাসের সোহরাওয়ার্দী উদ্যানের ৩৮৮-৩৮৯ নং স্টলে পাওয়া যাচ্ছেে।
সোনেলা ব্লগের প্রিয় মুখ এবং প্রতিষ্ঠিত বেশ কয়েজন লেখক লেখিকাদের এবারের বই মেলায় বের হয়েছে নতুন কিছু বই।
লেখক:বন্দনা কবীর
বাংলার কবিতা পত্র (বাংলার কবিতা প্রকাশন)
স্টল নং ২৭, লিটল ম্যাগ চত্বর
বাংলা একাডেমি প্রাঙ্গণ
০১৯৭৭ ৭৫৩ ৭৫৩
16427320_1395820190470751_8952019958177297598_n16298863_1277434475628956_8918062783283589879_n16427701_1280098052029265_2543919755596865672_n
লেখক:রিমি রোম্মান
পাবেন আদিগন্ত প্রকাশনে।
16507868_1384916064911772_8177337474257976959_n
লেখক:আল মামুন খান
পাবেন এক রঙ্গা এক ঘুড়ির স্টলে ও জলছবিতে।
16195286_957724727691621_5419964351891122818_n    16473205_10208032366747276_4179049994310738929_n
(y) হামিদ আহসান
তৃণলতা প্রকাশনী…(স্টল নং ২৩৬, সোহরাওয়ার্দী উদ্যান, দক্ষিণ-পূর্ব দিকে)
16425837_1314300101925901_2000659700539414891_n

মেঘ ফুলের ও এক রঙ্গা এক ঘুড়ির প্রধান সমন্বায়ক।এক সময়কার প্রথম আলো ব্লগের এডমিন ব্লগার কবি গল্পকার সাহিত্যিক সাহিত্যাঙ্গনের উজ্জ্বল আলো নীল সাধু।

16387045_10212008031185304_5104837131865274667_n16425823_10212008030905297_1110811092293832572_n

16508745_10212008031225305_2290531833145822729_n

১। সাক্ষী – উপন্যাস – এনামুল হক এনাম
২। শেষ তৈলচিত্র – কাব্যগ্রন্থ – আল মামুন খান
৩। খণ্ড খণ্ড ৎ – উপন্যাস – আহমেদ ইশতিয়াক
৪। বিষবৃক্ষ – উপন্যাস – ইকবাল মাহমুদ ইকু
৫। জীবিতের বা মৃতের সহিত সম্পর্কহীন – গল্প – আইরিন সুলতানা
৬। তোমাকে দেখার আগে আমার অসুখ ছিলনা – কাব্যগ্রন্থ – অয়ন আব্দুলাহ

৭। শূন্য গর্ভ – কাব্যগ্রন্থ– জঙ্গল পাহাড়ি
৮। সায়ন্তনি – কাব্যগ্রন্থ – শুভনাথ
বই এবং আড্ডা প্রকাশনীর দুটি বই
০১। এরাইভাল – অনুবাদ: অনিক শাহরিয়ার
০২। বই এবং আড্ডা: গল্প সংকলন
শীর্ষ প্রকাশনীর একটি বই
০১। ঋদ্ধ – ব্লগারদের সংকলন
শ্রাবণ প্রকাশনী হতে প্রকাশিত হচ্ছে কাব্য গ্রন্থ
০১। কূর্চি ও রোদ ছায়ার গল্প – কাব্যগ্রন্থ – নীলসাধু

আবিরের লাল জামা
একটি গল্প গ্রহন্থ।
লেখক:আমিনুল ইসলাম রুদ্র (রুদ্র আমিন)
বেশ কয়েকটি হৃদয় বিদারক গল্প এখানে স্থান পেয়েছে।মানুষের মানষিক মুল্যবোধের সুন্দর উপস্থাপনা।আবিরের লাল জামা”,১৫-২-২০১৭ তে শ্রাবণ প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে।

15094401_1210494085731753_6926154384292044787_n
আরো বেশ কয়েক জন ফেবু বন্ধু পরিচিত জনের বেশ কয়েকটি বই এই মেলায় প্রকাশ পেয়েছে।যদিও তাদের সংখ্যা নেহাত কম নয় তথাপি কয়েকজন খুবই পরিচিত কবি সাহিত্যিক এর প্রকাশিত বইগুলোর প্রচ্ছেদ উপস্থাপন করলাম।
(y) RITA ROY MITHU একজন প্রবাসী সাহিত্যিক।বাংলাকে ভাল বেসে লিখে যাচ্ছেন কখনো স্ব-দেশের কথা কখনো বা প্রবাসের কথা।এবারের বই মেলায় “সাগর ডাকে আয়” প্রকাশ পেয়েছে।
16387310_10209893083776359_5476198719112555613_n16508822_1319670748079691_9132344906616693592_n

(y) আহমেদ রব্বানী   তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ।যে তুমি করেছ হরণ একটি নওরোজ কিতাবিস্তান প্রকাশনীর।
16473595_1277266282342327_4853896705933260052_n

(y) Zakia Jesmin Juthi তার প্রকাশিত বইটি মন কাড়বে সকল পাঠকদের।
16425874_10212300987507800_7641018842640472824_n
(y)  আমাদের নারায়ণগঞ্জের কৃর্তি সন্তান।নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সন্মানীত সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজের সাইন্স ফিকসনস সহ চারটি বই প্রকাশ পেয়েছে এবারের বই মেলায়।লেখক জানিয়েছেন, তার বই চারটিই প্রকাশ করেছে সূবর্ণ প্রকাশনী। এরমধ্যে  সাইনস ফিকশন ‘কোষ’ দ্বিতীয় সংস্করণ। এরমধ্যে ‘কোষ’ এর প্রচ্ছদ করেছেন প্রথিতযশা প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ এবং বাকী তিনটির প্রচ্ছদ করেছেন বিপ্লব শ্রাবণ। বই তিনটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে সূর্বণ প্রকাশনীর নিজস্ব প্যাভিলিয়ন ৫৬৬ থেকে ৫৬৮ নম্বরে।

(y) লেখক Malek Zomaddar জলছবি প্রকাশনার একটি অনুষ্ঠানে তার সাথে পরিচয়।অত্যান্ত ভাষা জ্ঞান রাখেন সে তার প্রকাশিত বেশ কয়েকটি বই এবারে মেলায় প্রকাশ হয়েছে।কবিতার বই ও ছড়ার বই পাওয়া যাচ্ছে- অন্যধারা পাবলিকেন্স, ষ্টল-৪২৬ ছাড়াও ৭টি স্টল।
16387235_1424420570922302_2307764515029879541_n16426302_1424420734255619_6281306157931285300_n16427257_1424420680922291_4395684133627689884_n
(y) লেখক: মোকসেদুল ইসলাম।
অদ্ভুত মানুষগুলো’ কবিতার শেষ দুই লাইন। কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে লিটল ম্যাগ চত্তরের চিবিমা’র স্টলে। স্টল নং- ৩৯।প্রকাশনীঃ তিউড়ি প্রকাশন।অসম্ভব ভাল লাগে তার কবিতাগুলো।শব্দ চয়ণ বেশ পরিপক্ক।
“মানুষগুলো কি অদ্ভুত
দিনে দিনে সবাই যেন হয়ে যাচ্ছে অমানুষ।”‘অদ্ভুত মানুষগুলো’ কবিতার শেষ দুই লাইন।
16425716_1278200702238081_1132152459616704859_n

এখন যাদের বই প্রকাশের সংক্ষিপ্ত বিবরন দিবো তারা নিঃসন্দেহ অনেক উচু মানের লেখক।তাদের আমি বরাবর সন্মান করি। -{@ 

 (y) Abu Hasan Shariar এ বছর কবিতায় বাংলা একাডেমির পুরষ্কার অর্জন করেন।তার প্রতিভাই তাকে সাহিত্যাঙ্গনে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছে।প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি কবিতা গল্পের বই।
16387389_10202716590673620_1739740402137849429_n15965313_1838154749780799_7160818126367805457_n  16388057_10154289534887742_3742573845004093379_n
(y)  Rahim Shah এ বারের বই মেলার তার চারটি বই প্রকাশিত হয়েছে।যা শিশু কিশোরদের জন্য।শুভ কামনা বইগুলোর জন্য।
16507891_1108732862569262_7615307114338581746_n

লেখক:দীপ মাহমুদ
16473375_10212096715918314_5780399407538726120_n 16640661_1142774509178286_5740434285412749855_n 16388252_10212129133768740_6245200271856397556_n
(y)  শাহ আলম বাদশা  রঙধনু সাহিত্য পত্রের সম্পাদক লেখক সাহিত্যিক এবং সোনেলা ব্লগের লেখক।তার লেখায় খুজেঁ পাই শুদ্ধতার উচ্চারণ।গত মেলায় তার একটি ছড়ার বই বেশ আলোচনায় আসে।তার সাথে জলছবি প্রকাশনের কৃতজ্ঞতায় গত বার গীতিকার নাসির আহম্মেদ কাবুল সম্পাদিত প্রকাশিত হয় “মুক্তিযুদ্ধ ও অন্যান্য” বইটিতে আমার একটি গল্প প্রকাশ পেয়েছিল।
16473788_1824442594462212_1879813503534696701_n  12669618_10206915244616888_482241042368534991_n
ধন্যবাদ সবাইকে
বই কিনুন
জ্ঞানকে প্রসারিত করুন।
লেখায় ভুলত্রুটি থাকতে পারে আর আমার জানা অজানা আরো সাহিত্যিক বন্ধু আছেন যাদের প্রকাশিত বই এখানে আলোচনা করতে পারি নাই বলে ক্ষমা চেয়ে নিচ্ছি।

৯৫২জন ৯৫২জন
0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ