
কয়েকবছর আগেও ফেসবুক নিয়ে এত টেনশন ছিলোনা। Hi frndz, shuvo sokal, good ni8 এর সাথে একটা ছবি ব্যস দিন পার। নো টেনশন!
এলো Add me, Add me I am block, তুমি কি আমার বন্ধু হবে’ গ্রুপের যুগ। তখন সময় ছিলো ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করা না করা নিয়ে হালকার উপর ঝাপসা টেনশন!
দুই তিন বছর পরে Angel’দের জামানা এলো। কেরিনা, জেরিনা, মেরিনারা সহ কত কত এঞ্জেল যে ফেক আইডি খুলে ছেলেদের দীর্ঘশ্বাসের কারন হতো সেকথা মনে করে শরমিন্দা হতে চাইনা। এটি ফেসবুকের ছুপা টেনশনের যুগ।
মেসেঞ্জারে মেয়ে আইডি দেখলেই Hi, হাই, হ্যালো, হ্যালোও… লিখে ফেসবুকে উঁকিঝুঁকি মেরে কেউ যখন দেখে you can’t reply the conversation সারাদিন সেই টেনশনে নাওয়া খাওয়া ভুলে রাত্রিতে আবার নতুন উদ্যমে মেসেঞ্জারে নক দেয়া শুরু করে। উহ! একটাও কি ফান্দে পড়বে না! এ বড্ড বাজে টেনশন।
ইদানিং লাইকের টেনশন চলছে। পোষ্ট রিচ হচ্ছেনা সেই টেনশনে অনেকেই ঘন্টায় ঘন্টায় ছবি আর স্ট্যাটু প্রসব করে। খুব ট্যাশ ভাত খেতে খেতে বরবটির বদলে মরিচ চিবিয়ে তাকিয়ে থাকে আর লাইক কাউন্ট করে। উহু কি যে টেনশনের ঝাল!
কেউ কেউ টেনশনে পোষ্ট দেয় বন্ধু ছাঁটাই চলছে। আমি এসব পোষ্ট দেখলেই সেখানে টুক করে একটা মন্তব্য করি। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসে! যদি বন্ধু তালিকা থেকে বাদ দিয়ে দেয় আমার কি হবে! কি নিয়ে বাঁচবো! বাজে টেনশনে কাজেকামে মনোযোগ দিতে পারিনা!
টেনশনের যেনো শেষ নেই। এসব টেনশন থেকে মুক্ত হতে কিছুটা রিলাক্সের জন্য ফেসবুক আইকন (পড়ুন বিনোদনদাতা) দের পেজে ঢুঁ মারতে যাই ফলোয়ারদের মন্তব্য পড়তে। সেখানেও টেনশন! লজ্জাশরমের বালাই খেয়ে লুকিয়ে লুকিয়ে মন্তব্যগুলো পড়ি আর হাসি, কিন্তু ফেসবুকে কাউকে বলিনা। বলেনতো কত্ত টেনশন!
ও হ্যা, কথায় কথায় মনে পড়ে গেলো পরীমনি এই ঠান্ডায় মিনি সুইমিং কস্টিউম পড়ে ফেসবুকে হাফ ছবি দিয়েছে। তার ফ্যানদের টেনশন বাকী হাফ ছবি গেলো কই! পরীমনির প্রিয় কুকুরটাও নাকি ঠান্ডায় জ্বর বাঁধিয়ে বসেছে। এটা নিয়েও টেনশন! মিনি কস্টিউমে পানিতে ভিজে পরীমনির জ্বর না এসে কুকুরের জ্বর এলো কেন! টেনশনের ব্যাপারনা বলেন?
এদিকে দুইদিন থেকে আমি নিজেও খুব টেনশনে আছি। কারনটা বলতে শরম লাগছে আবার না বললে পেটের মধ্য কেমন যেন গুড়গুড় করছে। বলেই ফেলি!
গতরাতে স্বপ্নে দেখেছি ডোনাল্ড ট্রাম্পের সাথে বিচ্ছেদের পরে মেলানিয়া ট্রাম্প আবার বিয়ের পিঁড়িতে বসেছেন। সেখানে তার একপাশে আমি অন্যপাশে জাস্টিন ট্রুডো। ম্যারেজ রেজিস্টার সই করার জন্য কলম বাড়িয়ে দিচ্ছেন। মেলানিয়া আমার দিকে মুচকি হেসে চোখ টিপে দিয়েছে আর তাই দেখে ট্রুডো হোয়াট দ্য হেল বলে আমার আঙ্গুল টেনে ধরেছে। টেনশনে শুধু ঘেমেছি!
ঘুম থেকে উঠেই শুনি বউ বলছে- রাত-বিরাতে কলম কলম বলে বিড়বিড় করে আমি নাকি তার আঙ্গুল চেপে ধরছিলাম। সে কি সব শুনে ফেলেছে কিনা সেই টেনশনে আজ সকালের নাস্তাটাও খেতে পারিনি। সারাটাদিন টেনশন বুঝলেন, বড্ড টেনশন!
টেনশন কাটাতে এখনও ফেসবুকিং করছি আর ধুমছে লাইক বাটন চাপছি। এর মাঝে চোখে পড়লো বুধগ্রহে তারেক মনোয়ারের সাথে এলিয়েনের ঘাড়ে হাত দিয়ে তোলা ছবিটা। এলিয়েনটা দেখতে অবিকল কিম উন জং এর মতো। টেনশনরে ভাই! যদি বোম মেরে দেয়! ফেসবুকে তারে নিয়ে যে কত ট্রল করছি!
একজন আবার ওবায়দুল কাদের ভাইয়ের স্যুটের বদলে জিন্স প্যান্ট পড়ার ছবি শেয়ার দিয়েছে। অন্যদিকে রিজভী ভাইয়ের বাল্যকালে তোলা হাস্যজ্জল সাদাকালো ছবিতে দেখতে পেলাম এখনকার মত তখনো তিনি কাগজ হাতে কি যেন পড়ছেন! টেনশনে পড়ে গেলাম, এগ্লা কি এডিট করা যায়?
ফেসবুকে এসব দেখতে দেখতে উত্তেজনায় চেয়ারে বসা আমি দোল খাচ্ছিতো হঠাৎ চেয়ারের একদিকে কোথায় যেন মুট করে শব্দ হলো। বউয়ের শখের রকিং চেয়ার, ভাঙলে আজ খবর আছে। উফ্! এখনো ফেসবুকিং এ আগের মতই বড্ড টেনশন!!!
২৮টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
টেনশান, টেনশান, টেনশান। রম্য ফাটাফাটি।
কলম মনে করে আর বউয়ের নখ টানিয়েন না ভাই। বিপদ সম্মুখে।🤪🤪
শুভ কামনা রইলো।
তৌহিদ
মাথা খারাপ! কান টানতে গিয়া মাথাই চলে আসবে। তখন কি হবে! বাপ্রে বাপ! মাফ চাই।😃😃
ভালো থাকুন আপু।
প্রদীপ চক্রবর্তী
এরচেয়ে বড় টেনশন এটা
বউয়ের শখের রকিং চেয়ার, ভাঙলে আজ খবর আছে😃😃
উফ্! এখনো ফেসবুকিং এ আগের মতই বড্ড টেনশন!!!
বেশ জম্পেশ লাগলো,দাদা।
তৌহিদ
টেনশনে এই ঠান্ডায় আইসক্রিম খাইতে আছি ☺☺
ফেসবুকিং থেকে দূরে থাকাই উত্তম।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহাহা এত্ত টেনশন নিয়ে এই পোস্ট লিখেছেন কীভাবে সেই টেনশনে আমি অস্থির! ভাইরে ভাই এই গুলোও টাইপ করা যায়! হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে 😀😀
তৌহিদ
আপাপর ফেসবুকারদের কথা জেনেই লিখলাম। এত টেনশন নিয়ে তারা ঘুমায় ক্যামনে!
হাসাতে পেরে ভালো লাগছে আপু।
তৌহিদ
দুঃখিত শব্দটি আপামর হবে। টেনশনে মন্তব্য করতে গিয়ে মিসটেক হয়েছে আপু।
সুপর্ণা ফাল্গুনী
ফেবু নিয়ে এতো এতো টেনশন! কে দেখলো/দেখলোনা, কে লাইক দিলো/দিলো না, স্বামী/বউ কি ভাবলো/ভাবলো না, প্রেমিক/প্রেমিকা কি করছে/করছেনা, মন্তব্য দিলো কি/দিলো না, কার কত ছেলেফ্রেন্ড/মেয়েফ্রন্ড। নাহ্! আমি আর টেনশনে লিখতেই পারছিনা। এত্ত টেনশান কার ভালো লাগে? তারচেয়ে কাঞ্চনজঙ্গা, সুইজারল্যান্ড ঘুরে আসি 😋😋😋😋 ঘরে বসে বসে মজা লই।
তৌহিদ
ফেসবুক নিয়ে অনেকের টেনশন দেখে নিজেই টেনশনে পড়ে গিয়েছি। এসব আজাইরা টেনশন দিদিভাই।
ভালো থাকুন।
জিসান শা ইকরাম
ফেসবুকে আপনার টেনশন নিয়ে লেখা পড়ে আপনাকে নিয়েই টেনশন হচ্ছে এখন।
আমার ফেসবুক নিয়ে কোনো টেনশন নেই,
সমস্ত আইকনদের আনফলো করে দিয়েছি। ঝামেলা পূর্ন গ্রুপ থেকে লীভ নিয়েছি। বন্ধুত্বের কারনে কিছু গ্রুপে আছি, যা আনফলো করা/ নোটিফিকেশন অফ করা।
আপনার ফেসবুক জীবন সফল হোক, এই কামনা করছি।
লেখাটি মজার হয়েছে।
শুভ কামনা।
তৌহিদ
যারা ফেসবুককে জীবনের অংশ মনে করে এসব তাদেরই টেনশন। অনেকের এমন পোস্টে আমার হাসি পায়। আপনি যেভাবে ফেসবুক ব্যবহার করেন আমিও সেভাবেই শুরু করেছি ইদানিং। আকাইম্মা ফেসবুক!
ভালো থাকুন ভাইজান। শুভকামনা জানবেন।
খাদিজাতুল কুবরা
টেনশন নিয়ে দারুণ রম্য লিখেছেন তৌহিদ ভাইয়া।
রম্য হলেও ফেসবুকারদের ক্ষেত্রে কথাগুলো সত্যি।
আমি ফেসবুক ব্যবহার করি কিন্তু টেনশন পর্যায়ের সিরিয়াস না।
আপনি যে এতো সুন্দর রম্য লিখায় দক্ষ এটা নতুন অভিজ্ঞতা হলো।
অনেক হাসলাম। কাঁদাতে সবাই পারে হাসাতে পারে ক’জন।
অনেক ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
ফেসবুককে এত সিরিয়াসলি অনেকেই নেয় কি আর বলবো। সেসব চিন্তা থেকেই লেখাটি লিখেছি। আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম আপু।
শুভকামনা আপনার জন্যেও।
আরজু মুক্তা
টনশোনাইজড, তৌহিদ ভাই। এরকম না হলে এতো সুন্দর রম্য লিখতে পারতেন?
চেয়ার কি নতুন কিনলেন না রাতের ভাত বন্ধ ছিলো?
এই টেনশনে আমারও ঘুম হারাম হিলো
বহুত টেনশন ভাই।
তৌহিদ
ফেসবুক নিয়ে আমার টেনশন নাই। তবে অনেকের টেনশন দেখে অস্থির হয়ে যাই। এরা ফেসবুককে জীবনের অংশ মনে করে।
ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
হলো
তৌহিদ
ওকা থুক্কু অকে ☺
সুপায়ন বড়ুয়া
একদিকে ফেইসবুকের টেনশন
আবার অন্যদিকে বউয়ের চেয়ার ভাঙার টেনশন
নানান টেনশনে ঘুম ভেঙে যায়
রম্য লেখক তৌহিদ ভাই।
শুভ কামনা।
তৌহিদ
টেনশনে ক’দিন ফেসবুকেই আসিনি। এ বাজে টেমশন রে ভাই ☺☺
শুভকামনা রইলো দাদা।
মনির হোসেন মমি
ভাইইরে আপনার লেখা পড়ে আমি নিজেইতো টেনশনে পড়ে গেলাম মন্তব্য নিয়ে।কী মন্তব্য করব বলেন আগে তার পর না হয় মন্তব্যে যাব।
রম্যতে সেরা।
তৌহিদ
টেনশন নট ভাই। বি কুল ☺
মন্তব্য করেই দিলেন তো!! ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
ফেসবুকে চাকুরি নিলে কিছু হ্যাপা তো নিতেই হবে, বেতন কী খালি খালি দিবে।
চাকুরি ২৪ ঘণ্টা আর বয়স ১০০ করার জোর দাবী তোলা যেতেই পারে।
তৌহিদ
ইস্তেফা দেয়ার চিন্তায় আছি। এ বড্ড বাজে টেনশন। ভাবছি সাইলেন্ট ইউজার হয়ে যাবো। কেউ মেসেজ দিলে রীড করবোনা, সবার পোষ্ট দেখবো তবে লাইক দেবনা। ☺
ভালো থাকুন ভাই।
ইঞ্জা
হা হা হা হা হো হো হো হো……..
বেশ রম্য হলেও সত্যিকার অর্থে এই হচ্ছে ভাই, জীবনটা লাইক কমেন্টের প্যারায় পড়ে গেলো। 🥴
তৌহিদ
ফেসবুককে জীবনের অংশ মনে করার কোন কারনেই নেই। অথচ অনেকের টেনশন দেখলে মাথা নষ্ট হয়ে যায়।
ভালো থাকুন ভাই।
ইঞ্জা
একদম ঠিক বলেছেন ভাই।
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন তৌহিদ দা অনেক ভাল লাগল
হালিম নজরুল
জলে নামে পরিমনী, ঠাণ্ডা লাগে কুকুরের, টেনশনে মরে যায় সাধারণ জনতা। আহ কি টেনশন!