
শব্দেরা নাইওর গেছে ভাবনার খোরাক সঙ্গে নিয়ে;
নাও চালায় উপমার বৈঠা- গলায় মাঝিমাল্লার গান।
বাতাসে বিরহী তরঙ্গ বরাদ্দ হয়েছে ,
বন্দিনী নক্ষত্রলোকের সঙ্গীরা- ছুটে বেড়ায় আপন অক্ষে;
বিষাদের নীল ভেসে আসে বাঁধন ছেঁড়া পালে।
সাত পাকে বাঁধা ছিন্ন করে পরকীয়ায় আসক্ত লেখনী-
নায়াগ্রার জলপ্রপাত ছুটে চলে ধূসর-কালোর গহীনে;
যেখানে শায়িত হয় সহস্রাধিক কাব্য পুঞ্জ, অবৈধ কবিতার ডায়েরীর ছেঁড়া পাতা।
রাতের আঁধার ফুঁড়ে জোনাক-পিদিম জ্বলে; ঝুলন্ত কবিতারা কর্পূরের মতো উবে যায় মেঘেদের দেশে-
কবিরা ছুটে চলে রানারের বেশে, কাব্যের সন্ধানে।
ছবি-নিজের
রচনাকাল- ০২/০২/২০২১
১৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
অনেক গুলি ধারা বর্নায় ব্যপ্ত। কবিরা ভাবনাগুলো ভাবনা খুরাকেই খুজে পাই হইতো। শব্দেরাও বাতাস তরংগে ঘুরে বেড়ায় কবির মগজে। অপুর্ব লিখনী দিদ্ভাই।
সুপর্ণা ফাল্গুনী
দেরী করে মন্তব্যের উত্তর দেবার জন্য দুঃখিত। প্রথম হবার জন্য অভিনন্দন ও কৃতজ্ঞ। সুন্দর বলেছেন তো মগজে ঘুরে বেড়ায়!! অফুরন্ত ধন্যবাদ আপনাকে। শুভ রাত্রি
ফয়জুল মহী
কবিরা ছুটে চলে রানারের বেশে, কাব্যের সন্ধানে।
সুগভীর ভাবনায় দক্ষ ও সৌন্দর্যময় লেখা।
সুপর্ণা ফাল্গুনী
দেরীতে উত্তর দেবার জন্য দুঃখিত। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভ রাত্রি
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো লাগল পড়ে
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি
বোরহানুল ইসলাম লিটন
অসাধারণ উপমার সমাহারে অলংকরণ।
শিরোনামের সুন্দর স্বার্থকতা প্রিয় কবি।।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। দেরীতে উত্তর দেবার জন্য দুঃখিত। শুভ রাত্রি
আরজু মুক্তা
কবির আবেগ স্বয়ং সম্পুর্ণ হলেই একটা কবিতা হয়ে যাবে। একটু ছুটিতে থাক। কাব্য কবিতা তাহলে জমবে
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ আপু 💓🌹। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
পপি তালুকদার
দিদি চমৎকার ছন্দের কাব্যমালা।অসম্ভব ভালো লাগলো।শুভকামনা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি
তৌহিদ
কবিতারা পালিয়ে গেলেও তাদের ধরে আনা হবে। এত সাহস! লেখককে কলমের কালিতে লেখা শব্দ কর্পূরের মতো উড়ে যেতে পারেনা কিছুতেই। কবিতা লেখা চলবেই। শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা। ধরে আনতেই হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মনিরুজ্জামান অনিক
কবিরা ছুটে চলে রানারের বেশে কাব্যের সন্ধানে।
কবিরা ঘুরে বেড়ায় মন হতে মনে, যেভাবে মৌমাছি ঘুরে ফুল হতে ফুলে। হয়তোবা কবিরা পেয়ে যায় অব্যক্ত কথামালা,যা হয়নি বলা। মাঝে মাঝে শব্দরাও নাইওর যায় দূর দেশে নৌকায় চড়ে।চারদিক থৈ থৈ পানি। শব্দরা যেন নববধূ। শব্দদের চোখে ফোটে উঠে তৃষ্ণা, আর কতো দূর, আর কতো পথ বাকি।
কবি হাপিত্যেশে মরে, কবির প্রিয়তম শব্দরা নাইওর গিয়েছে। মাত্র তো কটা দিন হলো। তবু মনে হয় কতোদিন কবি উপবাস।কবির কবিতা লিখা হয়না,পৃষ্ঠায় ধূলো জমে, কলমের কালি শুকিয়ে যায়।
ঐ প্রান্তে শব্দরাও কবিকে ছেড়ে ভালো নেই।
শব্দদের মনে এক ছটফটানি রোগ দেখা দেয়।
কবির শোকে শব্দরা মাতম গায়।
❣ অসাধারণ একটা কবিতা পড়লাম। বারবার হারিয়ে যাচ্ছিলাম কবিতার দৃশ্যপটে। বর্নণাতীত সুন্দর কবিতা। শুভকামনা রইলো।
শুভ রাত্রি।
সুপর্ণা ফাল্গুনী
এতো চমৎকার, অসাধারণ মন্তব্যে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। প্রিয় কবির কাছে এমন মন্তব্য সত্যিই অসাধারণ অনুভূতি। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
মনিরুজ্জামান অনিক
ভালোবাসা জানিবে।
শুভ রাত্রি।
মনিরুজ্জামান অনিক
ভালোবাসা জানিবেন।
শুভ রাত্রি।