আমি সেই টুকরো বেপরোয়া মেঘ, যে রোদের স্থলাভিষিক্ত হই কেবল।
আমার নিজস্ব দেশ নেই, নেই আকাশ!
আমারই জন্য অতিবৃষ্টি-অনাবৃষ্টির দ্বান্দ্বিকতার সূত্রপাত।
আমিই অভাগার অভিশাপ, ভাগ্যশীলার পরিতাপ!
সত্যি বলছি আমি মেঘ হতে চাইনি,
চেয়েছিলাম হতে শীতের সকালে রুপোলী রোদ!
যার মিষ্টতা গায়ে মেখে প্রফুল্ল হবে আবাল বৃদ্ধ বনিতা!
নিদারুণ সত্যি হল, আমি শুধু এক টুকরো মেঘ!
আমিই এ পৃথিবীর চিরন্তন নিনাদ!
নিশ্চুপ কান্নার প্রতিবাদে এসেছিল সে লং মার্চে,
একদল কুখ্যাত সৈনিক রেখেছিল রাইফেল তাক করে,
মুষড়ে পড়েছিল সুরের রাগ-রাগিনী!
ওরা জানেনা যুদ্ধের দামামা শুনে বীর পালায়না।
উত্তাল সমুদ্রে হ্যারিকেন জাগুক,
বয়ে যাক উপর্যুপরি অতৃপ্তির ঝড় জলোচ্ছ্বাস,
কিন্তু নাবিক ভোলেনা দূরগামী জাহাজের রুটম্যাপ।
তোমাদের কি লাভ বলো?
জোর করে চাপিয়ে দিয়ে ‘প্ল্যাটোনিক লাভ’!
দ্যাখো কবুতরগুলো কেমন শান্তির প্রতীক!
ওরা একসাথে সুখের সারমেয় হয়।
আগে কেন জানতে পারিনি?
ঘনবন, পাহাড় পোষে মন।
সমুদ্রে নেমে জেনেছি সে-ও ছিলো হৃদয়ের কাছাকাছি।
বুকের বাঁ পাশে এত যে বিরহ-বেদনার ছবি,
আঁকা চিত্রটি ভুল কি ?
কার বিরহে বুকের অরন্যে কচি হরিণের ছুটাছুটি; হুহু হুংকার ছাড়ে রোজ, কোন মাংসাশী ?
সন্ত্রস্ত দেহে জ্বলে খড়ি কাঠ, সেঁকে খায় নিন্দুক।
তাতে কি আজ আমি নির্ভয়া,
সব বাধা পেরিয়ে দাঁড়িয়েছি সৈকতে,
ডুবো সন্তরণে তীর ছুঁতে চায় প্রিয়সখা,
পেছনে টানছে বিষন্ন শহরের মেঘ বলাকা!
আমি যে এক ফেরার, তারা কেউ জানেনা।
৮টি মন্তব্য
হালিমা আক্তার
অনবদ্য রচনা। যেমন শব্দ শৈলী তেমন কাব্যিকতা । রুটম্যাপ যে নাবিকের অন্তরে গাঁথা। নাবিক যদি তাহা ভুলে যায়, জাহাজ দিক হারাবে। শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
আপু সবসময় উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।
ভালো থাকবেন শুভেচ্ছা সবসময়
বোরহানুল ইসলাম লিটন
চাওয়ার আকুতি আপনাকে ক্ষয়ে
ঝরে যদি কোন সুরে,
স্বপ্নের আশা মেঘে হয়ে যায়
দূর আকাশে উড়ে।
অনেক সুন্দর কবিতা! এহেন সৃজন সর্বদা সমাদৃত।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
খাদিজাতুল কুবরা
এমন মন্তব্য সত্যিই অনুপ্রেরণা।
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সুহৃদ।
ভালো থাকবেন শুভেচ্ছা রইল
আলমগীর সরকার লিটন
পড়তে পড়তে কথায় হারিয়ে গেলাম
কবিতা পাঠে মুগ্ধতা কবি আপা
ভাল থাকবেন—————
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন লিটন দা
কামাল উদ্দিন
..............চাওয়া এবং পাওয়ার দূর্ত তাহলে সব খানেই বিদ্যমান, যেমন আমরা সুখ চেয়ে দুখের সাগরে হাবুঢুবু খাই নিরন্তর
শুভ কামনা জানবেন কবি।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ সুহৃদ। শুভকামনা রইল