প্রভাতী শিমুলের লাজুক সজ্জায় মুখ লুকিয়ে আছি;
হলুদ পাঞ্জাবির পকেটে রাখা স্বল্পমেয়াদী অভিযোগ
খোঁপায় দেওয়া লাল পাপড়ির হাত ছোঁয়া অভিমান
সঙ্গীহীন প্রজাতির মতো তাড়া করে প্রতিনিয়ত
আসুক- পাশাপাশি আবার কারো প্রত্যাবর্তন ঘটুক
চা’য়ের কাপে আধ খাওয়া চুমুকের ঢেউ উঠুক।
বেখেয়ালে পরা শাড়ির বেখেয়ালি স্বভাব সাঁজাতে
দরাজ কন্ঠে বলুক- হায়রে পাগলী! এভাবে না,ওভাবে।
ভুল নমুনাতেই চলুক মিষ্টি শাসনামল হলুদ শাড়ির পাড়ে
ভয়ে ভয়ে কানে কানে বলুক-বেরুবো রাজপথে?
মন খারাপের লাগাম ধরে সেই যে কোনো একদিন
ভুলিয়ে ভালিয়ে বলে গেলো-
সরি ফাল্গুনী! আজ নয় তোমাকে আমার অন্যদিন
নিয়ে যাবো- শাড়ি আর পাঞ্জাবির রং মাখামাখিতে।
আজ ভাবছি কড়া রোদে শিমুল তুলোর ভিতর
কোনদিন আসবে সেই প্রত্যাবর্তন দিবস?
কোনদিন আসবে পাঞ্জাবির রং মাখামাখি?
ফাগুন রাজা বলেছিল- আজ নয় ফাল্গুনী, অন্যদিন!
ঝরে পরা শিমুল তুলোয় শুনি রক্তাক্ত পাঞ্জাবির দাবি;
ফাগুন রাজা ডাকছে। বলছে-সেই অন্য দিনটি
চলে যাচ্ছে? তোমার একাকী জলের সীমানা ভেঙে
আসবে কোনদিন- এসো!
বসন্তহীন,বসনহীন তোমার ধোঁয়াশা পৃথিবীর ওপাড়ে
নেত্রকোনা, ময়মনসিংহ।
৯টি মন্তব্য
রেহানা বীথি
ভালো লাগলো ভীষণ
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু 😍
তৌহিদ
কি দারুণ প্রেম রসায়ন! ভাইয়া, মান অভিমান সব ছাড়েন। চলেন কাশবন থেকে ঘুরে আসি। বসন্ত আসুক না আসুক আজ হৃদয়ে বসন্ত ☺☺
লেখা ভালো লেগেছে নাজমুল।
মোঃ মজিবর রহমান
আরেকবার পড়ে আসব।
মোঃ মজিবর রহমান
সব ফেলে রাজা মশাইকে অবশ্যই নিসংস্বতা পরিহার যাতে হই সেই ব্যাবস্থা হোল। রক্তাক্ত জীবন ব্যাথিত মন নয়, রাজাসাহেব ঠিকই দেবেন,।।।।।।।,,
আরজু মুক্তা
বসন্ত মানে রঙের ছড়াছড়ি। বসন্ত মানে মনের ঝাঁপি খুলে বসা। আমার বসন্ত মানে ভাষার জন্য যুদ্ধ।
আপনার ওপারে আর সাজাতে বানান দুটো ভুল আসছে, মনে হয় প্রিন্টিং মিস্টেক
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ 😍
ঠিক করে নিবো এভাবে বলার জন্য সত্যিই ভালো লাগলো 😍
সাবিনা ইয়াসমিন
অপেক্ষার প্রহরে থেকে ওপাড়ের ডাক চলে আসে, তবুও ফাগুন রাজার অন্যদিনটি আর আসেনা 🙁
কবিতায় ভালো লাগা রইলো নাজমুল 🌹🌹
মোহাম্মদ দিদার
চমৎকার কাব্য পাঠে,
মুগ্দ হলো মন।