পড়ন্ত বিকেল

আলমগীর সরকার লিটন ৭ মার্চ ২০২১, রবিবার, ১১:০৫:২৫পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

কত অপেক্ষায় ছিলাম
পড়ন্ত বিকেল এসে ছুঁয়ে যেতো বৃষ্টি ঘাম
আর কিছু সুখের সুবাস ঘ্রাণ!
উড়ে যেতো রাতমাখা ছোট ছোট যত স্বপ্ন;
অথচ এখন পড়ন্ত বিকেল
কাছে আসে না ক্লান্তি দূর বহুদূর অপেক্ষা
দুরন্তপনা ভাবায় না দীর্ঘশ্বাস

টানে রোদহীন, ছায়াহীন পড়ন্ত বিকেল
চোখের নীরবতার ঘুম ধরে না-
স্মৃতির মেঘে ভাসায় কোন এক পড়ন্ত বিকেল
হৈ হুল্লোড় কেটে গেছে কানিমাছি-
জল সাঁতারে চঞ্চল ক্ষণ সেও পড়ন্ত বিকেল
আর ফিরে আসে না আসবে কি?
নতুন রূপে ঠোট ভরা প্রণয় নিয়ে পড়ন্ত বিকেল।

২২ ফাল্গুন ১৪২৬, ০৭ মার্চ ২১
———————————

৯৪৪জন ৮৬০জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ