
কত অপেক্ষায় ছিলাম
পড়ন্ত বিকেল এসে ছুঁয়ে যেতো বৃষ্টি ঘাম
আর কিছু সুখের সুবাস ঘ্রাণ!
উড়ে যেতো রাতমাখা ছোট ছোট যত স্বপ্ন;
অথচ এখন পড়ন্ত বিকেল
কাছে আসে না ক্লান্তি দূর বহুদূর অপেক্ষা
দুরন্তপনা ভাবায় না দীর্ঘশ্বাস
টানে রোদহীন, ছায়াহীন পড়ন্ত বিকেল
চোখের নীরবতার ঘুম ধরে না-
স্মৃতির মেঘে ভাসায় কোন এক পড়ন্ত বিকেল
হৈ হুল্লোড় কেটে গেছে কানিমাছি-
জল সাঁতারে চঞ্চল ক্ষণ সেও পড়ন্ত বিকেল
আর ফিরে আসে না আসবে কি?
নতুন রূপে ঠোট ভরা প্রণয় নিয়ে পড়ন্ত বিকেল।
২২ ফাল্গুন ১৪২৬, ০৭ মার্চ ২১
———————————
৬টি মন্তব্য
পপি তালুকদার
আসলে পড়ন্ত বিকালের ক্ষনটি সবার ই প্রিয়।
কবিতার পাতায় পড়ন্ত বিকালের সংযোগ বেশ ভালো লাগলো।একরাশ প্রীতি ও শুভেচ্ছা রইল।
ছাইরাছ হেলাল
পড়ন্ত বিকেল ফাটাফাটি ঘটনা,
যদিও আমাদের তা অধরা ই থেকে যায়।
ফয়জুল মহী
বাহ্ অসাধারণ শব্দের মিশ্রণে
অতুল্য সৃজণ করেছেন মুগ্ধতা
একরাশ, শুভ কামনা প্রিয়
মাছুম হাবিবী
বেশ সুন্দর একটি কবিতা পড়লাম।
আরজু মুক্তা
পড়ন্ত বিকেল মানে অল্পক্ষণ তবুও রঙিন।
দারুণ হইছে।
সুপর্ণা ফাল্গুনী
ক্ষণস্থায়ী হলেও ভরিয়ে রাখে রঙে, বর্ণে। অধরা পড়ন্ত বিকেল ছুঁয়ে যাক শান্তির বার্তায়। দারুন ভাবনার বহিঃপ্রকাশ। ভালো থাকুন সুস্থ থাকুন