
আকাশের লজ্জাহীন নগ্ন ক্যানভাসে,
চলে আঁকি বুকি।
প্রতি দুপুর রাত্রি ভোরে।
মেঘমালা তুলি স্পর্শে ছুঁয়ে যায়,
আর ফুটে ওঠে প্রতি মুহুর্তের নানা ব্যঞ্জণের
প্রেমের বিমূর্ত চিত্র।
তোমার আমার গভীর প্রেমের ছবি,
পৃথিবী দেখে তো দেখুক।
টুপটাপ ঝরে পড়ুক
ফুলরাশি জলকণা সম…….
হোক ঝড়, বজ্র সহ বৃষ্টি,
মাতাল বাতাসে উত্তাল হোক পৃথিবী। ,
আমি চেয়ে থাকি শুধু তোমার ওই মুখপানে।
তুমি দেখো আমায় মুগ্ধ নয়নে।
অন্যকাজে মন দিয়ে কাজ নেই আর ।
শুধু তুমি আর আমি এক নিঃশ্বাস পরিমান কাছে
বসে থাকি হাতে হাত ধরে।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ইস্, প্রেম তো গড়িয়ে/জড়িয়ে পড়ছে!
যাক, তাও নিঃশ্বাস দূরত্বটুকু মেনেছে, এই লেখায়।
তা না হলে কী হতো কে জানে!
ইসিয়াক
চমৎকার মন্তব্যে ভালো লাগা। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ ভাইয়া। আকাশের লজ্জাহীন নগ্ন ক্যানভাসে ফুটে উঠে প্রেমের বিমূর্ত ছবি মেঘের তুলিতে । শুভ কামনা রইলো।
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা দিদি ভাই্।
ফয়জুল মহী
বিমোহিত হলাম কাব্য চয়নে।
ইসিয়াক
ধন্যবাদ রইলো ভাইয়া্
সুরাইয়া পারভীন
তোমার আমার গভীর প্রেমের ছবি,
পৃথিবী দেখে তো দেখুক।
টুপটাপ ঝরে পড়ুক
ফুলরাশি জলকণা সম…….
হোক ঝড়, বজ্র সহ বৃষ্টি,
বাহ্! কী দুর্দান্ত সাহসী প্রেম।
চমৎকার লিখেছেন 👏👏👏
ইসিয়াক
শুভকামনা ও শুভেচ্ছা রইলো আপু্ ।
ভালো থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
“আমি চেয়ে থাকি শুধু তোমার ওই মুখপানে।
তুমি দেখো আমায় মুগ্ধ নয়নে।”
আমি চেয়ে থাকি শুধু
আপনার লেখার শব্দ চয়নে।
শুভ কামনা।
ইসিয়াক
শুভকামনা ও শুভেচ্ছা রইলো দাদা।
এস.জেড বাবু
হোক ঝড়, বজ্র সহ বৃষ্টি,
মাতাল বাতাসে উত্তাল হোক পৃথিবী। ,
আমি চেয়ে থাকি শুধু তোমার ওই মুখপানে।
আহা রোমান্টিকতা
কি চমৎকার আঁকিবুকি।
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রাণিত হলাম দাদা।
শুভকামনা।
সঞ্জয় মালাকার
ইস্, প্রেম তো গড়িয়ে/জড়িয়ে পড়ছে!
তোমার আমার গভীর প্রেমের ছবি,
পৃথিবী দেখে তো দেখুক।
টুপটাপ ঝরে পড়ুক
ফুলরাশি জলকণা সম…….
হোক ঝড়, বজ্র সহ বৃষ্টি,
ভালো লাগলো খুব, আপনার জন্য শুভ কামনা দাদা 🌹🌹
ইসিয়াক
আপনার জন্যও শুভকামনা রইলো দাদা।
আপনার আগামীদিনগুলো ভালো কাটুক।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা দোয়া করবেন।
ইসিয়াক
দোয়া ও শুভকামনা রইলো্
রুমন আশরাফ
চমৎকার লিখেছেন ইসিয়াক ভাই।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো রুমন আশরাফ ভাইয়া।
জিসান শা ইকরাম
কঠিন প্রেম দেখছি 🙂
ইসিয়াক
হা হা হা ভাইয়া । শুভকামনা ও শুভেচ্ছা রইলো ।