ভর দুপুরের নায়াগ্রা জলপ্রপাত আমায় ভীষণ টানে বারংবার___
গভীর বিস্ময়ে মোহাবিষ্ট হয়ে চেয়ে চেয়ে দেখি আবার, প্রতিবার__
গুনে গুনে সাতটি রঙকেই খুঁজি তন্ন তন্ন করে একে একে।
নিশ্চিত জানি সে আসবেই, আসা টুকু দেখি উচ্ছলতা নিয়ে,
স্রোতধারার দ্রুত গতির বয়ে যাওয়া দেখি অপলক নয়নে,
শব্দদের নিয়ে মুগ্ধতায় ঠায় দাঁড়িয়ে থাকি দুর্দান্ত ভাললাগা নিয়ে।
অতঃপর, বিষণ্ণ বিমর্ষ হৃদয়ে ক্ষণস্থায়ী তার চলে যাওয়াটুকু দেখি___
অসীমের মাঝে শেষ বিন্দুটুকুর মিলিয়ে যাওয়া দেখি____
সে রংধনু …… প্রিয় রংধনু______!!
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর লিখেছেন —
স্নিগ্ধ লেখা , কোমল ছবির পোস্টে অনেক ভালো লাগা।
ভর দুপুরের নায়াগ্রা জলপ্রপাত আসলেই অপরুপ।
গিয়েছি আমি
একটা জীবন কাটিয়ে দেয়া যায় নায়াগ্রার রূপ দেখে ।
রিমি রুম্মান
নায়াগ্রা ফলস… আমার ভাল লাগার জায়গা। গিয়েছি বারবার, অনেকবার… সেই অনুভূতি থেকে লেখা… ভাল থাকবেন।
আমার স্বপ্ন ও মনের কথা
অনেক ভালো লাগল আপু
আমি রাংধনু অনেক পছন্দ করি।
অনেক দিন থেকেই তাকে দেখি না ,খুব ইচ্ছা করছে দেখার ।
রিমি রুম্মান
ইচ্ছা পূরণ হোক… শুভকামনা রইল।
খসড়া
ভাল লাগলো ছবি ও বর্ননা।
রিমি রুম্মান
অনেক শুভকামনা…
রাইসুল জজ্
বেশ
রিমি রুম্মান
ধন্যবাদ একরাশ…
আদিব আদ্নান
রংধনুর মুগ্ধতা আপনার লেখায় ও ।
রিমি রুম্মান
ধন্যবাদ…
স্বপ্ন নীলা
চমৎকার লেখনী,,,,,,,,,,মুগ্ধ হলাম
রিমি রুম্মান
মুগ্ধতায় মুগ্ধ হলাম… শুভকামনা।
রকিব লিখন
স্রোতধারার দ্রুত গতির বয়ে যাওয়া দেখি অপলক নয়নে,
শব্দদের নিয়ে মুগ্ধতায় ঠায় দাঁড়িয়ে থাকি দুর্দান্ত ভাললাগা নিয়ে।
—– থাকুক এই ভাল লাগা বর্ষণরত আপনার হৃদয়ে -{@ ।।
সুন্দর সুন্দর খুব সুন্দর।।
রিমি রুম্মান
ধন্যবাদ… এমন মন্তব্যে উৎসাহিত হলাম। লেখালেখিতে এগিয়ে যাবো সবার ভাললাগায়… ভাল থাকবেন।
শুন্য শুন্যালয়
ছবি দেখেছিলাম একজনের এইরকম…মনে হচ্ছিলো যেন হাতের সামনে রংধনু …অনেক সুন্দর বর্ণনা আপু..দেখতে ইচ্ছে করছে…
রিমি রুম্মান
রংধনু’র সামনে গেলে দুর্দান্ত ভাল লাগা নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকবেন আমার মতই… আমি নিশ্চিত…
ছাইরাছ হেলাল
আপনার বর্ণনায় রংধনু আর রঙীন হয়ে ভাসছে ।
রিমি রুম্মান
ধন্যবাদ… ভাল থাকবেন… রংধনুর মতই রঙিন হয়ে উঠুক জীবন।