প্রিয় রংধনু…

রিমি রুম্মান ৪ নভেম্বর ২০১৩, সোমবার, ০৮:৩২:৪৬পূর্বাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

রিমি__
ভর দুপুরের নায়াগ্রা জলপ্রপাত আমায় ভীষণ টানে বারংবার___
গভীর বিস্ময়ে মোহাবিষ্ট হয়ে চেয়ে চেয়ে দেখি আবার, প্রতিবার__
গুনে গুনে সাতটি রঙকেই খুঁজি তন্ন তন্ন করে একে একে।
নিশ্চিত জানি সে আসবেই, আসা টুকু দেখি উচ্ছলতা নিয়ে,
স্রোতধারার দ্রুত গতির বয়ে যাওয়া দেখি অপলক নয়নে,
শব্দদের নিয়ে মুগ্ধতায় ঠায় দাঁড়িয়ে থাকি দুর্দান্ত ভাললাগা নিয়ে।
অতঃপর, বিষণ্ণ বিমর্ষ হৃদয়ে ক্ষণস্থায়ী তার চলে যাওয়াটুকু দেখি___
অসীমের মাঝে শেষ বিন্দুটুকুর মিলিয়ে যাওয়া দেখি____
সে রংধনু …… প্রিয় রংধনু______!!

৮৭৬জন ৮৭৬জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ