
আজ তোমার শহরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগলো। বেশ কিছুদিন পর বাসা থেকে যখন শহরে ঢুকলাম কেমন যেন লাগছিল।
অসংখ্য মানুষ শহরে, হাজারটা যানজট রাস্তায়, অযস্র শব্দ সৃষ্টি করছে শব্দদূষণ। তবু যেন কোথাও কেউ নেই । এই শহরটা এর আগে কখনো এতো শূণ্য লাগেনি । এতো ফাঁকা মনে হয়নি ।
বিশেষ কিছু জায়গাতে বার বার নজর করলাম, কোন মানুষ আছে কি না । জানি নেই, কেউ থাকবে না । তবুও মনের হালকা আলিঙ্গন ।
আমার লেখার রাণী হতে চেয়েছিলে তুমি । কখন যে আর অন্য কিছু হয়ে গিয়েছিলে জানিনা । এখন আমার লেখা শুনার মত আর একটা মানুষ নেই ।এমনিতেই অনাদরে পরে থাকে ডায়েরীর পাতায়, ঘরের এক কোণায়।
এখন আর লেখতেই তেমন ইচ্ছা করেনা । লিখে কি হবে যদি পড়া কিংবা শুনার মানুষ না থাকে ।
আমাকে ভুলে যাও তাতে কোন কষ্ট নেই বা হবে না । তবে যদি অবহেলা কর কষ্ট বেশি পাবো। বন্ধু হিসেবে পাশে থাকার যোগ্যতা না থাকলে নাই হয় তো।
কি সব লিখছি , ভাবতে পারছি না । যখন থেকে লিখতে বসেছি তখন থেকে শুধু চোখের জল ঝরছে আর ঝরছে । কেন যে ঝরছে তাও বুঝিনা। তুমি যে আমার বিশেষ কেউ ছিলে তাও তো না।
এসব কথা তোমার মন খারাপ করার জন্য নয়। তোমার কোথাও একটু লেগে থাকার অপচেষ্টা আর কি । না, লেগে থাকার চেষ্টা নয় । তোমার কোথাও একটু বেঁচে থাকার শেষ ইচ্ছা ।
আশা করি অনেক ভালো আছো।ভালো থাকো এই কামনা রইলো ।
২২টি মন্তব্য
সৈকত দে
আমার লেখার রাণী হতে চেয়েছিলে তুমি । কখন যে আর অন্য কিছু হয়ে গিয়েছিলে জানিনা । এখন আমার লেখা শুনার মত আর একটা মানুষ নেই ।এমনিতেই অনাদরে পরে থাকে ডায়েরীর পাতায়, ঘরের এক কোণায়।
সত্যিই অসাধারণ..
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
এখন আর লেখতেই তেমন ইচ্ছা করেনা । লিখে কি হবে যদি পড়া কিংবা শুনার মানুষ না থাকে । সত্যিই তাই। লেখা আসে না ।ধন্যবাদ আপনাকে ভাল থাকুন শুভ কামনা রইলো
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সাবিনা ইয়াসমিন
প্রিয় মানুষের প্রস্থানে সব কিছুই শূন্য হয়ে পরে। অচেনা লাগে আশেপাশের সব স্থান। শত মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে লাগে একা। সাথে থাকা নাই-বা হলো, কারো মাঝে বেঁচে থাকার আকুতি টাও যেন অনভিপ্রেত আকাঙ্ক্ষার মতো শোনায়। লেখায় তারই কথা উঠে আসে, যে পড়তে ভুলে যায়।
খুব সুন্দর করে লিখলেন একান্ত অনুভূতি।
আরও লিখুন,
নিয়মিত হন।
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
নিয়মিত থাকার চেষ্টা করি প্রিয়। মাঝে মাঝে দূরে চলে যাই ব্যস্ততার ফলে। সুন্দর পর্যালোচনা করেছেন। অনেক ভালো লেগেছে।
ফয়জুল মহী
চমৎকার লেখা। শুভ কামনা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সুপায়ন বড়ুয়া
প্রিয় মানুষের বিদায়ে
মন বিষন্নতায় ভরে যায়
চোখের জল ও শুখায়।
সার্থক রুপায়ন। সহমর্মি তাই
শুভ কামনায়।
নিরব সাগর
ধন্যবাদ আমার ব্যাথায় ব্যথিত হওয়ার জন্য।
এস.জেড বাবু
প্রিয় কারো অনুপস্থিতি, লোকারণ্যে শূণ্যতা তৈরী করে।
দারুন লিখেছেন
মুগ্ধতা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন
অনেক শুভ কামনা জানাই
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
হালিম নজরুল
এখন আর লেখতেই তেমন ইচ্ছা করেনা । লিখে কি হবে যদি পড়া কিংবা শুনার মানুষ না থাকে ।
নিরব সাগর
এখন আর লিখতেই ইচ্ছা করে না প্রিয় !
মনির হোসেন মমি
আপণ মানুষ দূরে গেলে মন এমনি করে..জগতের সব কিছুই তখন তিতা লাগে।ভাল হয়েছে তবে লেখাটা চিঠি বিভাগে দিলে পারফেক্ট হত।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় মতামত দেওয়ার জন্য।
ইঞ্জা
আমার লেখার রাণী হতে চেয়েছিলে তুমি । কখন যে আর অন্য কিছু হয়ে গিয়েছিলে জানিনা । এখন আমার লেখা শুনার মত আর একটা মানুষ নেই ।এমনিতেই অনাদরে পরে থাকে ডায়েরীর পাতায়, ঘরের এক কোণায়।
কবির অব্যক্ত কথা গুলো হৃদয় ছুঁয়ে গেলো, নিদারুণ লিখলেন ভাই।
নিরব সাগর
ধন্যবাদ ভাই । সত্যিই এখন লেখা গুলো অনাদরে পরে থাকে।
ইঞ্জা
শুভকামনা ভাই, এইভাবে লেখা গুলোকে অনাদরে না রেখে পোস্ট করতে থাকুন, আমরা পড়ি।
নিরব সাগর
পোষ্ট করার চেষ্টা করছি, বাকিটুকু আপনাদের ভালোবাসায় হয় তো তা পূর্ণতা পাবে।