
মানুষ দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারে কিন্তুু প্রিয় মানুষের অবহেলা সহ্য করতে পারেনা। আমরা ভালোবাসায় অন্ধ হয়ে যাই, তখন নিজেদের অস্তিত্ব বলতে কিছুই থাকেনা। এক সময় যে মানুষটার সাথে এক ঘন্টা কথা না বললে গোটা দিনটাই মন খারাপে কাটতো, এখন হয়তো সেই মানুষটাকে ছাড়াই দিব্যি বেঁচে আছি। আমি তোমাকে ছাড়া বাঁচবোনা বলা মানুষগুলো ঠিকই বেঁচে থাকে, শুধু মরে যায় নিজের থেকেও বেশি ভালোবাসার মানুষগুলা।।
আজ হয়তো আপনি খুব ব্যস্ত, কাজ কিংবা অকাজে প্রিয় মানুষের সাথে কথা বলতে পারেননি। আপনি হয়তো ব্যস্ত থেকেই ভাবছেন, হয়তো সে আমার জন্য ফেসবুক কিংবা ইমুতে অপেক্ষা করছে। আপনি হয়তো ফোনের দিকে বারবার তাকিয়ে ভাবছেন, ইশ এখনো একটা ফোন দেয়নি? অপেক্ষা করতে করতে আপনার ব্যস্ততা শেষ, আপনি ফেসবুক কিংবা ইমু অপেন করে দেখলেন সে কোনো প্রকার টেক্সট দেয়নি। তখন স্বাভাবিক ভাবেই আপনার মন খারাপ হবে। আপনি কষ্ট পাবেন, আপনি অনেকটা মন খারাপ নিয়ে তাকেও আর নক দিবেন না।
আর এভাবেই ইগনোর করা শিখে যাবেন। সারাদিন আপনার ম্যাসেজ কিংবা কল না পেয়ে, সেই মানুষটাও আপনার উপর অভিমান করে বসে আছে। কেউ কাউকে পাত্তা দিচ্ছেন না। এভাবে একটি দুটি অভিমান করতে করতে একদিন পাহাড় সমান অভিমান তৈরী হবে! আর একদিন বিশাল অভিমান থেকেই দুজনার মাঝে দূরত্বের সৃষ্টি। এক সময় দুজনই সম্পর্ক শেষ করে দুদিকে চলে যায়!
সত্যি কথা বলতে প্রিয় মানুষের কাছ থেকে আমরা ডিপ্রেন্ট কিছু আশা করি। অন্যরা আমাদের নিয়ে যেভাবে চিন্তা করে, আমরা চাই আমার প্রিয় মানুষটা আমাকে নিয়ে তার থেকে ভিন্ন কিছু ভাবুক। আমরা প্রিয় মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করি, ভালো কিছু কল্পনা করি। আর যখনই এসবের কিছুই হয়না, ঠিক তখনই দূরত্ব তৈরী করে নিজেদের কষ্ট নিজেরাই সৃষ্টি করি। আর এটাই মানুষের বাহ্যিক জীবন, মানুষ চাইলেও এসব অভ্যাস থেকে বের হতে পারবেনা। কারণ মানুষ একটি রহস্যময় প্রাণী, আপনি কখনো কোনো মানুষকে পুরোপুরি ভাবে বুঝতে পারবেন না।
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো এমন একটি বিষয় তুলে ধরার জন্য। ইগো থেকে ইগনোর তারপর সুন্দর একটি সম্পর্কের মৃত্যু। এভাবেই কত শত স্বপ্ন, চাওয়া পাওয়ার বিসর্জন হয়। একসময়ের সবচেয়ে আপন মানুষটি ই অচেনা, অবোধ্য হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো। শুভ রাত্রি
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সব সময় এটাই কাম্য। শুভরাত
সাবিনা ইয়াসমিন
প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া অনাদর-অবহেলা আসলেই পীড়াদায়ক। অতিরিক্ত চাওয়াতে অনেক সময় দূরত্বের ব্যবধান বেড়ে যায় নিজেদের অজান্তেই । নিজের প্রত্যাশার বিপরীতে অনেক সময় ভুলে যাই তারও কিছু চাওয়ার থাকতে পারে। একবারও ভেবে দেখিনা, যাকে আপন ভেবে কাছে-পাশে পেতে চাই, সেও হয়তো তেমন কিছুই চাইছে। প্রিয়জন এবং প্রয়োজন যখন এক হয়ে যায় তখন নিজস্বতা বলতে কিছু থাকে না। আমরা চাই প্রিয়জনের উপরে নিজের প্রয়োজনটাও তুলে দিতে। সে পারুক বা না পারুক, আমরা এটাই চাই। কিন্তু যখন সে মানুষটাও সেইম চাওয়ার উপর নির্ভর করে, তখনই সম্পর্কটা সংকুচিত হয়ে যায়।
অভ্যাস এবং মনুষ্য মন নিয়ে চমৎকার বিশ্লেষণ দিলেন হাবিব ভাই। ভালো লাগলো আপনার ভিন্নধর্মী লেখাটি।
আরও লিখুন,
শুভ কামনা 🌹🌹
মাছুম হাবিবী
আমরা অতিরিক্ত কেয়ারিং করতে গিয়ে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলি আপু। এক সময় নিজের বলতে কিছুই থাকেনা। যার হাত ধরে বেঁচে থাকার ইচ্ছে পোষণ করি সেই চলে যায়। অদ্ভুত পৃথিবীর নিয়ম। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু, ভালো থাকবেন সব সময়।। শুভরাত
ফয়জুল মহী
ভালো লাগলো ।
চরম, নিখুঁত প্রকাশ।
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ
শিরিন হক
মানুষের অভ্যাস এবং অনুভুতি চমৎকার ভাবে প্রকাশ করলেন।
মাছুম হাবিবী
ধন্যবাদ আপু
সুপায়ন বড়ুয়া
ইগোর পরিনতি কখনো ভাল হয়না।
একটি সম্পর্কের ইতি ঘটে নিমিষে।
ভাল লাগলো। শুভ কামনা।
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ ভাই
ছাইরাছ হেলাল
ভালোবাসা এক ধরণের অন্ধত্ব ও তৈরি করে, মনে হয় এর বাইরে আর কিচ্ছু নেই।
তখন পা হড়কালে যা হঅয়ার তাই ই হয়।
সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না, এটি আমরা ভুলে যাই।
চমৎকার করেই অনুভুতি তুলে এনেছেন।
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ ভাইয়া
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা পড়ে মুগ্ধ হলাম ভাইয়া।
প্রতিটা চরণ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, অনুভূতির প্রকাশটা দারুন হয়েছে।
ভালো থাকবেন।
ইঞ্জা
অনেক দিন পর লেখা দিলেন ভাই, আপনার অনুভূতি গুলো হৃদয়কে খোচা দিয়ে গেলো।
আরও বেশি বেশি লিখুন, আমরা অপেক্ষায় থাকলাম।
কামাল উদ্দিন
মেসেজ বা কল না পেয়ে অভিমান বা পাল্টা অভিমান গুলো আলোচনা করে উভয়কেই ছাড় দিয়ে সমাধানে যাওয়া উচিৎ, অন্যথায় অভিমানের পাহাড় ডিঙ্গানো সহজ কথা নয়।
মাছুম হাবিবী
জ্বী ভাই ধন্যবাদ
সুরাইয়া পারভীন
একটু একটু করে অভিমান জমে
পর্বত আকার ধারণ করে। অভিমানের এই পর্বত নষ্ট করে দেয় কিছু সুন্দর সম্পর্ক।
চমৎকার লিখেছেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
ঠিক বলেছেন, এভাবেই দুরত্ব তৈরী হয় এবং একসময় দুজনেই এতে অভ্যস্ত হয়ে যায়।
ভালো লিখেছেন।
শুভ কামনা।
মাছুম হাবিবী
ধন্যবাদ ভাইয়া
হালিম নজরুল
নেগেটিভ ইগো আসলে মারাত্মক ক্ষতিকর
মাছুম হাবিবী
একদম ভাই