
প্রিয় ভালোবাসা,
চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ থেকে যদি ভালো থাকা যায়,
তবে খোলা আকাশের নিচে বিশাল পৃথিবীতে বিচরণ করার কী দরকার?
মানুষকে ভালোবাসতে গিয়ে যদি বার বার ক্ষত বিক্ষত হতে হয়,
তবে মেকি মহত্ত্ব দেখিয়ে তাবৎ দুনিয়ার মানুষকে অলীক ভালোবাসায় ভাসানোর কী দরকার?
কথা গুলো বেশ স্বার্থপর স্বার্থপর শোনাচ্ছে তো!
আজ সকালে শোনা মূল্যবান বাণী
“চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ না থেকে মানুষকে ভালোবাসতে শেখো”
এই ভালোবাসার জন্যই আমি জ্বলেছি ,পুড়েছি অজস্র বার,
রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়েছি , অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গিয়েছি,
ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েও শেষ মুহূর্তে ফিরে এসেছি,
ধ্বংস স্তূপে বিলিন না হলেও হয়েছি নিশ্চুপ স্তব্ধ একা,
চার দেয়ালের একটি ঘরকে করেছি পৃথিবী,
সে পৃথিবীর গণ্ডিতে বন্দি করেছি নিজেকে,
এ বন্ধ ঘরে কিছু বিক্ষিপ্ত শব্দ হয়েছে আমার সঙ্গী।
এই বিক্ষিপ্ত শব্দ গুলোকে গোছাতে গোছাতে কেটে গেছে সারাবেলা
এলোপাথাড়ি গোছগাছ শেষে কিছু একটা পেয়ে খুশির সীমায় পৌঁছে গিয়েছি।
বিধি বাম
তুমি আবার ফিরে এলে
ঐ যে জ্বলিয়ে পুড়িয়ে না মেরেও মেরে ফেলা তোমার স্বভাব
তাই আবার এসে হৃদয়ের ছোট্ট উঠানে বাসা বেঁধেছো
আমি যখনই তোমাকে আঁকড়ে ধরতে চাই তখনই তুমি দূরে চলে যাও
আমি যখনই তোমায় নিয়ে কল্পনায় বিভোর হই তখনই তুমি বাস্তবতায় ফিরিয়ে দাও আমায়
আমি যখনই ভালোবাসি বলি তখনই তুমি বলো ভালোবাসি বললেই যেনো ভালোবাসা হয়?
বাস্তবতার ঝটকানিতে মুখ থুবড়ে পড়ে যখনই ফিরে আসি ,গৃহ বন্দি করি নিজেকে
তখনই তুমি বলো চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ না থেকে মানুষকে ভালোবাসতে শেখো।
ওহে ভালোবাসা !
অনেক হয়েছে এবার চলে যাও
ছেড়ে দাও আমার উঠান
থাকতে দাও একা
বাঁচতে দাও নিজের মতোন
ভালো থেকো ভালোবাসা
ইতি,
তোমার সাথে প্রতিনিয়ত যুদ্ধরত এক মানবী💓
৩২টি মন্তব্য
ইকবাল কবীর
ভালো লিখেছেন। ভালো লিখার সাথে ফটোগ্রাফি থিমটা ও খুব ভালো হয়েছে।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সুপায়ন বড়ুয়া
“চার দেয়ালের গণ্ডিতে আবদ্ধ না থেকে মানুষকে ভালোবাসতে শেখো”
অসাধারণ !
মানুষকে বাসো ভাল
হিংসা, বিদ্ধেষ ছাড় !
লেখার সাথে ছবি
দুটিই অনন্য । শুভ কামনা
সুরাইয়া পারভিন
একদম তাই দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আপু খুবই ভালো লিখেছেন আবারও। ধন্যবাদ আপনাকে
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
নুরহোসেন
আরেকটা সম্পর্ক-
তিব্বতের দেশের ভাসমান পার্বত,
কখনও ছোট কখনো বড় নয়ন জুড়ানো বটে
তবে মারাত্মক।
সুরাইয়া পারভিন
মারাত্মক মন্তব্য বটে
কতোটা ঢুকেছে ঘটে
সেটাই ভাবছি বসে বসে
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
নুরহোসেন
ভাবুন ভেবে ভেবে জানান
জানার খুব ইচ্ছা।
সুরাইয়া পারভিন
ভেবে পেলে জানাবো খন
ততোক্ষণ অপেক্ষা করুণ
তৌহিদ
আবেগ এবং বাস্তবতা বিপরীত ধর্মী জিনিস। যখনই কাউকে ভালোবাসবেন সেখানে বাস্তবতা এসে দেখিয়ে দেয় আমরা কতটা অসহায়।
আবারো সুন্দর একটি লেখা দিলেন। ধন্যবাদ আপনার প্রাপ্য।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
ভালোবাসা ভাল না, ভালোবাসা বলে কিচ্ছু নেই,
তাও নাকি ভালো না বেসে পারা যায় না!
সুরাইয়া পারভিন
একদমই তাই
ভালোবাসা বলে কিছুই হয় না
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
প্রদীপ চক্রবর্তী
বেশ ভালো লেখনী দিদি।
চিঠি পড়তে আমার ভালো লাগে অনেক।
সুরাইয়া পারভিন
আমারও দারুণ লাগে দাদা চিঠি পড়তে
আন্তরিক ধন্যবাদ জানবেন
জিসান শা ইকরাম
কাব্যিক ভাবে লেখা চিঠি অসাধারন হয়েছে।
ভালোবাসা চার দেয়ালের মধ্যেই আঁটকে রাখতে হয়,
এটি জনে জনে বিকিয়ে দেয়ার জিনিস নয়।
শুভ কামনা প্রিয় লেখক।
সুরাইয়া পারভিন
আগেই 👏👏👏 দিলাম চমৎকার মন্তব্যের জন্য।
দারুণ বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ইসিয়াক
ভালো লাগলো আপু।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা হলো প্রজাপতির মতো। পোষ মানে না, খাঁচায় রেখে দিলে বাঁচে না। এর পেছনে ছুঁটলে ধরা যাবে না। আবার শক্ত করে ধরে রাখতে চাইলে ডানা ভেঙে নিজস্বতা হারাবে, মরেও যেতে পারে। তবুও আমরা প্রজাপতির প্রতি আকৃষ্ট হই। থাকবে না, রাখা যাবে না, তারপরেও চাই প্রজাপতিটা আমার হোক।
চিঠি ভালো হয়েছে।
মাঝে মাঝে আনন্দের লেখাও দিও।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভিন
হা হা হা হা
এটা কিছু আগের লেখা ছিলো।
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু💓💓
কৃতজ্ঞতা অশেষ আপু
কামাল উদ্দিন
জীবন যুদ্ধে এমনভাবে জড়িত আমরা কম বেশী সবাই। যুদ্ধের ভেতরেও মেকি হেসে বলি এইতো ভালো আছি বেশ। এই ভালো থাকার অভিনয় করে যাওয়াটা জীবন………শুভ শীতের সকাল।
সুরাইয়া পারভিন
চমৎকার বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।
রাফি আরাফাত
হায় রে ভালবাসা, ভাবনায় সে ভিন্নতার শেষ নেই৷ ভালো লাগলো আপু। ধন্যবাদ
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মাহবুবুল আলম
অনেক অনেক ভাল লাগা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
সৈকত দে
আপু আপনি এত আবেগ দিয়ে কেমনে লিখেন? আমি তো আপনার চিঠির ভক্ত হয়ে গেলাম।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা প্রকাশ করছি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সৈকত দে
এই ভালোবাসার জন্যই আমি জ্বলেছি ,পুড়েছি অজস্র বার,
রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়েছি , অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গিয়েছি,
ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েও শেষ মুহূর্তে ফিরে এসেছি,
ধ্বংস স্তূপে বিলিন না হলেও হয়েছি নিশ্চুপ স্তব্ধ একা,
চার দেয়ালের একটি ঘরকে করেছি পৃথিবী,
সে পৃথিবীর গণ্ডিতে বন্দি করেছি নিজেকে,
____ এক একটা বাক্য যেন ফুটন্ত আগ্নেয়গিরি। অসাধারণ লেখনী।