
হে প্রভু!
ওগো দয়াময়!
আমায় শক্তি দাও,
দুর্বল মনে প্রশান্তি দাও,
কষ্টে পাঁজর ভাঙছে অসহ্য যন্ত্রণায়….
তুমি দিলে তা ফিরিয়ে নেবেনা নিশ্চিত জানি।
মানুষের আছে অতি অল্প দেবে আর কতখানি?
হে প্রভু!
ওগো দয়াময়!
কায়মনোবাক্যে প্রার্থনা তোমার তরে,
ধনরত্ন নয় শুধু মনোবল দিও এই অধমেরে!
যেন তোমার ইচ্ছের কাছে নিজেকে সমর্পিতে পারি,
কিছুতেই যেন ভেঙে না পড়ি,
সকল প্রিয়জন যদি যায়গো মোরে ছাড়ি।
হে প্রভু!
ওগো দয়াময়!
সর্বান্তকরণে মন কি চায় তা তুমি জানো,
আমার চাওয়ার সকল ভুল শুধরে দাওগো নিজগুণে,
প্রেমময় তুমি অন্তর্যামী,
ভয় হয়, তুমি ছেড়ে দিলে যদি হয়ে যাই বিপথগামী।
তোমার বিশালতায় একটুখানি ঠাঁই চাইগো আমি।
হে প্রভু!
ওগো দয়াময়,
আমাকে আশ্রয় দাও রহমতের ছায়ায়,
জীবনে আমার কেবলই নিত্য নতুন ঝড় বয়ে যায়,
ঝড়ের বেগে লণ্ডভণ্ড মন প্রান্তর হায়…
এতোদিন ধরে চিনিনি ওগো দয়াময় তোমায়,
ক্ষমিলে তুমি রক্ষা পাবো এ যাত্রায়।
২২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার শুধু আমিন ——-আমিন
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ ভাইয়া।
আমিন
ছাইরাছ হেলাল
অন্তর্জামীর কাছে এমন একটি প্রার্থনা মনে প্রাণে সত্যি করতে চাই।
আপনার মঙ্গল কামনা করি।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ।
আমাদের সকলকে ক্ষমা করুন মহান রাব্বুল আলামিন।
আমিন।
আরজু মুক্তা
হে আল্লাহ কবুল করুন।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ আপু।
আমিন। আল্লাহ পাক যেন আপনার দোয়া কবুল করেন।
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রার্থনা আমাদের সবার, আমরা যেন ক্ষমা পাই। ভালো থাকুন সুস্থ থাকুন
খাদিজাতুল কুবরা
আমার মঙ্গল কামনার জন্য ধন্যবাদ দিদি।
মহান রব আমাদেরকে ক্ষমা করুন।
সুপায়ন বড়ুয়া
ঈশ্বর আপনার মঙ্গল করুন।
প্রার্থনা পূর্ণ হোক।
ভাল লাগলো।
ভালো থাকুন সুস্থ থাকুন
খাদিজাতুল কুবরা
মঙ্গল কামনার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
আপনার জন্য ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
পবিত্র প্রার্থনা কবুল কর প্রভু –ভয় হয়, তুমি ছেড়ে দিলে যদি হয়ে যাই বিপথগামী।
তোমার বিশালতায় একটুখানি ঠাঁই চাইগো আমি।
শুভ কামনা ।
খাদিজাতুল কুবরা
আমাদের সকলের এখন একই প্রার্থনা।
তিনি নিজগুণে ক্ষমা করুন আমাদেরকে।
ভালো থাকুন শুভকামনা রইলো।
ফয়জুল মহী
নান্দনিক লেখনী ।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা নিরন্তর।
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা।
আল্লাহ্ আমাদের ক্ষমা করুন, প্রার্থনা কবুল করুন।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ আপু।
মহান আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন।
আমিন।
তৌহিদ
আমাদের সকলের প্রার্থণা কবুল করুন তিনি। ভালো লিখেছেন আপু।
শুভকামনা জানবেন।
খাদিজাতুল কুবরা
আমিন।
মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন।
আপনাকে অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
আল্লাহর কাছে এমন সমর্পিত প্রার্থনা আমাদের সবারই করা উচিৎ।
এমন প্রার্থনা আল্লাহ যেন কবুল করেন।
সুন্দর প্রার্থনা লিখলেন ছোট আপু।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপনার একাত্মতা যেন মহান আল্লাহ পাক কবুল করেন আমিন।
আপনার সুসাস্থের জন্য শুভকামনা রইল
হালিম নজরুল
সকল প্রার্থনা মঞ্জুর হোক।
খাদিজাতুল কুবরা
আমিন।
আপনাকে ধন্যবাদ।