ভাবনায় ছিল আসার সময় লঞ্চের একটি ছোট্ট ঘটনা আপনাদের বলার চেষ্টা করব। সেটি লিখতে এসে গোটা কুড়িক ইকড়ি- মিকড়ি চামের দাড়া রঘু গেছে…………(আরে যাক না যেথায় খুশি) ডিগবাজি দিচ্ছে। এ তো গেল লঞ্চ ভ্রমণ (মোপাইলে জমা আছে)। রাজ বৈদ্য থেকে শুরু করে বই মেলা, রোটারি , উত্তরার কথকতা, টাকলুর গপ্প। এর এক একটির মধ্যে অনেক গপ্পো, কোনটা রেখে কোনটা দিয়ে যে শুরু করব তার উপায় বের করতে যেয়ে খাবি খেয়েই চলছি, (খাবি কিন্তু খেতে মজা না, সাধু সাবধান) তবে আশার কথা (আমার জন্য, আপনাদের জন্য এক চিমটি হতাশা) ছ্যাঁত করার কাছাকাছি একটি ভাবময় (ভুয়া) অবস্থান নিয়েছি চুপে, দিনে কয়েকখানা নামিয়ে ফেললে কোন সমস্যা নেই, ঝুলে আছে আসমান ও জমিনের মাঝে সোনেলার কাছাকাছি আমার জন্য গুণীজনের অশেষ কৃপায় বিশেষ ব্যবস্থা। অবশ্য তাই বলে ধর পেরেক মার তক্তা সেটা তো আর করা সমিচীন নয়, আপনাদের মত বিদগ্ধ বিনম্র পাঠকের সম্মানে, অহিনকুল সম্পর্ক সত্ত্বেও।
বর্ষাবে এবার বিনা গর্জানোতেই।

আল্লাহর অশেষ অসীম কৃপায় ‘লেখা কোন ব্যাপার না’ এর অলীক ও রূপক রাজ্যেই আপনাদের স্বাগত জানাচ্ছি।

টগবগানো আবেগে জ্যোৎস্নার ওষ্ঠছায়ায় অবগাহনের সমগ্রতা নিয়ে আরোহন-আরোহনের ছলে ভয়ের নির্লিপ্ততা কাটাবো দুরন্ত সাহসে ঘোড়দৌড়ের জকি হয়ে অজস্র ভালোবাসার সবুজ বাগিচায় বুঁদ হবো নিরন্তর।

সবার সুবৃহৎ কল্যান দৃষ্টি কামনা করছি।

বিদ্রঃ
নেট ঘষ্টাঘষ্টি করতে যেয়ে একখানি পত্র হস্তগত হয়েছে, সোনেলায় এখন পত্রাভাবের আনুকূল্য চলছে, দিয়ে দেব যে কোন সময়, আপনাদের সদয় অনুমতি পেলে।

৪৮৯জন ৪৮৭জন
0 Shares

৫৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ