
মানুষ দুনিয়াতে আসে একা । আবার দুনিয়া থেকে বিদায় নেয় একা। মাঝখানের সময়টুকু মায়া মমতায় শুধু জড়িয়ে থাকা। বাবা-মা-ভাই-বোন সন্তান-সন্ততি বন্ধুবান্ধব কত সম্পর্কের জালে জড়িয়ে থাকে জীবন। এই মায়াজালে আবদ্ধ হয়ে আমাদের জীবনের পথ একটু একটু করে চলতে থাকে। এই চলার পথে মায়া মমতা ভালোবাসা ছড়িয়ে থাকে। থাকে দেয়া-নেয়া প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব। জীবন যেমন সকলের একরকম যায় না। জীবনের সকল সময় একই রকম সুখ আনন্দে কাটে না। জীবনের সুখ- আনন্দের পাশাপাশি দুঃখ বেদনা সমান্তরালে চলতেই থাকে। সুখ-দুঃখ অনুভূতির ব্যাপারও বটে। একেক জনের কাছে সুখ একেক ভাবে ধরা দেয়। দুঃখকে ও একেক জন একেক ভাবে কাছে টেনে নেয়।আজ পর্যন্ত সুখ দুঃখ পরিমাপ করার কোন ব্যারোমিটার আবিষ্কার হয়নি। তাইতো ধনী ব্যবসায়ী হয়েও হতাশা বিষন্নতা সাথে করে আত্মহননের পথ বেছে নেয়। আবার রাস্তার পাশে ফুটপাতে রাত কাটানো লোকটি, কিছু নেই জেনেও বেঁচে থাকার সংগ্রামে রত থাকে।
জীবন বহমান নদীর স্রোতের মতো। চর পড়বে। পাড় ভাঙবে। বাঁকের বদল হবে। পলি জমে ভরাট হবে। আবার বর্ষায় বান ডাকবে। স্রোত বইবে সাগর পানে।
১৪টি মন্তব্য
বন্যা লিপি
জীবন সেতো পদ্মপাতায় শিশির বিন্দু…
মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু।
হালিমা আক্তার
সেই শিশির বিন্দু জড়িয়ে থাকে ভালোবাসার আঁচল পেতে। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
জীবন বহমান নদীর স্রোতের মতো। চর পড়বে। পাড় ভাঙবে। বাঁকের বদল হবে। পলি জমে ভরাট হবে। আবার বর্ষায় বান ডাকবে। স্রোত বইবে সাগর পানে।
এর মাঝেই আছে নদীরও দুঃখ, সুখের আত্নকহন। সুন্দর বর্ননা।
হালিমা আক্তার
বয়ে যাওয়া নদী ঢেউয়ের সাথে বলে যায় কথা।সাগরে হারিয়ে ভুলে যায় স্মৃতি কথা। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর লেখেছেন আসলে জীবন বড় রহস্যময় নিশ্বাস আছে ত সব আছে নিশ্বাস নেই ত কিছুই নেই—কবি আপু ভাল থাকবেন
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
নদীর যেমন দুই কূল কখনও মানে না হার
জীবনেরও তেমনই দুই ধার
সুখ-দুঃখ, হাসি- কান্না সদা করে পারাপার।
সুন্দর অনুভবে অনন্য সৃজন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
খুব সুন্দর বলেছেন। জীবনের আছে দুই ধার। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
জীবন যেখানে যেমন। একজনের যেটা আছে অন্যজনের সেটার অভাব। সবাই কোননা কোন ভাবে অসুখী।।।
হালিমা আক্তার
পরিপূর্ণ সুখী হলে, সুখ নামক অনূভুতি টা হারিয়ে যেত। শুভ কামনা অবিরাম।
ছাইরাছ হেলাল
শীতেরা নেমে আসে বিন্দু বিন্দু হয়ে ঘাসের ডগায়
উন্মুখ সকালে, একবিন্দু করুণা না রেখেই,
শীত আসে আসে বসন্ত, প্রচণ্ড প্রতাপের খর-চৈত্র,
ফুরফুরে হাওয়ার নিশীথ-রাত্রি।
হালিমা আক্তার
ঋতুচক্রের মতো জীবন চক্র ঘুরপাকে চলতে থাকে। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
জীবন চলে সময়ের গতিতে। নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে চলতে থাকে সবাই,সবকিছু। প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নির্ভর করে যাপিত জীবনের তুষ্টির উপরে।
ভালো লেগেছে লেখাটি।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
সত্যি বলেছেন। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো আপা।