
পরশ পাথরের সান্নিধ্য পেয়েছে আর সে নিজেকে সৌভাগ্যবান/সৌভাগ্যবতী মনে করে না এমন মানুষ আছে বলে আমি মানি না। আমি মানি না পরশ পাথরের স্পর্শে নিজেকে ধন্য মনে করে না এমন মানুষ থাকতে পারে । সোনেলা পরশ পাথর আমার জন্য। আর আমি সোনেলার সংস্পর্শে এসে নিজেকে সত্যিই ধন্য মনে করছি। অনেক অজানা জেনেছি সোনেলায় এসে। সোনেলা পরিবারের সঞ্চালক জিসান ভাইয়া যিনি প্রতিটি মুহূর্ত আমাকে গাইড করেছেন। জিসান ভাইয়ার স্নেহ ,ভালোবাসায় ও আন্তরিকতায় আমি মুগ্ধ। জিসান ভাইয়ার অনুপ্রেরণায় আমি সোনেলা পরিবারের নিয়মিত পাঠক ও মন্তব্যকারী।
যখন জানলাম সোনেলা পরিবারের সদস্যদের মিলনমেলা হবে। শোনার পর থেকেই আমি খুব এক্সাইটেড ছিলাম জিসান ভাইয়াকে দেখবো। যখন সাবিনা আপুর থেকে জানতে পারলাম হেলাল ভাইয়াও আসবে। উত্তেজনা যেনো দ্বিগুন হারে বেড়ে গেলো। সম্প্রতি হেলাল ভাইয়ার কবিতা গুলো দৃষ্টি কেড়েছিলো। দাঁত ভাঙ্গা সব শব্দের সংযোগে কবিতা লিখেন ভাইয়া। হয়তো সবটা বুঝতে পারি না তবুও বোঝার ব্যর্থ চেষ্ঠা করতাম। বুঝে হোক না বুঝে হোক ভালো লাগছিলো। সবার মতো আমি ভাইয়াকে কল্পনায় এঁকেছিলাম হেংলা পাতলা আর ৩৫-৪০ বছরের কোনো…..
ভাইয়াদের সাথে প্রথম দেখা মেলাতে। জিসান ভাইয়াকে আগে থেকেই চিনি। তাই প্রথম দেখায় চিনতে পেরেছি। জিসান ভাইয়া যখন হেলাল ভাইয়াকে দেখিয়ে বললেন উনি হেলাল। আমি জাস্ট অবাক!মনে হলো আমি আকাশ থেকে পড়েছি। একটা মজার ব্যাপার হলো আমি ভাইয়াকে ফরেনার ধরে নিলাম।
এরপর এলো সোনেলার সদস্যদের মিলিত হবার সময়। সাজগোজে আমি বড্ড আনাড়ী। একা একা শাড়ি পরে হিজাব পরে রেডি হতে বেশ সময় লেগেছিলো। এরই মধ্যে ভাইয়া এসে একবার তাড়াও দিলো। যা হোক অবশেষে সবাইকে দেখে দারুণ লাগছিলো। এতো আন্তরিক সবাই প্রথমবার দেখা অনেকের সাথে অথচ মনে হয়েছে কতো যুগ থেকে চিনা। বন্যালিপি আপু, রেহেনা বীথি আপু ,জুথি আপু,পরিবারের সবচেয়ে এক্টিভ সদস্যকে চিনতে পারিনি। সুর্পনা ফাল্গুণী দিদি। সাবিনা আপু, তৌহিদ ভাইয়া ও ভাবীকে দেখার অনেক ইচ্ছে থাকলেও সেটি আর সম্ভব হয়নি। কেননা তাঁরা আসতে পারেননি মিলনমেলায়।
সব ভাইয়া, দাদাদের সাথে পরিচিত হলাম। চমৎকার গুরত্বপূর্ণ আলোচনা, পুরুস্কার বিতরণ এবং মধ্যান্নভোজ শেষে সমাপ্ত হলো আমাদের প্রাণের মেলা, ভালোবাসার মেলা, মিলনমেলা।
২৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
সবার উপস্থিতিতে মিলন মেলা
সফল হলো। আপনার উপস্থিতিও লেখায়
মাত্রা হলো দ্বিগুন।
শুভ কামনা আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
☹️☹️☹️☹️ । আমিও অবাক হয়েছিলাম আপনি আমাকে চিনতে পারেননি বলে। কিন্তু খুব মজা লেগেছিল। 🙂🙂🙂🙂। ধন্যবাদ আপু। ভালো থাকবেন। শুভ কামনা আপনার ও আপনার বইয়ের জন্য
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
ত্রিস্তান
চমৎকার লিখেছিস।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
নিতাই বাবু
সোনেলার ব্লগের মডারেটর, অ্যাডমিন, পাঠক/পাঠিকা, লেখক/লেখিকা, শুভাকাঙ্ক্ষী-সহ সোনেলা পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আপনাকে অভিনন্দন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
নিতাই বাবু
আপনিও ভালো থাকবেন নিশ্চয়!
হালিম নজরুল
সকলের জন্য রইল শুভকামনা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
অসাধারণ । খুবই ভালো ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ইসিয়াক
নিরন্তর শুভকামনা রইলো ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আপনার মত আমরাও অনেক কে মিস করেছি।
যদিও ভাবি এ দূরত্ব দুরত্বে না, আপনদের মত। আপনাদের সবার সাথে মলিত হতে পেরে
ভাগ্যবান ভাবছি,
ইস! বয়স এতটা বাড়িয়ে দেয়া ঠিক না, ঠিক না।
অনন্তর ভাল থাকুন তা কামনা করি।
সুরাইয়া পারভীন
অবজেকশন! অবজেকশন!
ভাইয়া বয়স বাড়িয়ে দেইনি কিন্তু
৩৫-৪০ ধারণা করেছিলাম
কিন্তু আপনি ২৫-৩০ বছরের টগবগে ইয়াং ম্যান।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
আর এমন তরুণ ই থাকুন আমৃত্যু
মনির হোসেন মমি
আমাদেরও খুব ভাল লেগেছে আপনাকে পেয়ে।আপনারা আছেন বলেই সোনেলা আজও আছে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ইঞ্জা
আপনাদের সবার উপস্থিতি সোনেলার মিলনমেলা আরও উজ্জ্বল হয়ে উঠেছিলো, যেন এক একটি নক্ষত্র, খুব ভালো লেগেছে আপনাদের উপস্থিতি, ধন্যবাদ আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ইঞ্জা
শুভেচ্ছা আপু, কি ব্যাপার আজকাল লেখা পাচ্ছিনা, কমেন্ট পাচ্ছিনা?
নৃ মাসুদ রানা
সবার উপস্থিতিতে মিলন মেলা
সফল হলো।
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
আপনার সাথে এই প্রথম দেখা, মনেই হয়নি আপনার সাথে প্রথম দেখা। মনে হয়েছে কয়েক বছরের চেনা আপনি।
অতি অল্প সময়ে সোনেলা ব্লগ এবং সোনেলা পরিবারের সবাইকে অত্যন্ত আপন করে নিয়েছেন আপনি।
মিলনমেলার এই স্মৃতি মুছে যাবেনা সহজে।
শুভ কামনা ছোট আপু,
শুভ ব্লগিং।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
তৌহিদ
আপনিও সোনেলার একজন অপরিহার্য ব্লগার হয়ে উঠেছেন এবং নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। আমি উপস্থিত থাকতে না পেরে সবাইকে খুব মিস করেছি। দেখা হবে নিশ্চয়ই একদিন।
ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভীন
ললাটে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়