
সূর্যমামা হেসে উঠেছে, চতুর্মাত্রিক ক্যানভাস জ্বলজ্বল করছে ,
চিকচিক করছে বালুকাবেলা।
শারীরবৃত্তীয় জারণ-বিজারণে ভূমিষ্ঠ জীবনদায়ী অক্সিজেন;
স্বপ্ন-আশা-কামনায় বেঁচে উঠবে জীবনের জয়গান।
সুখ-বারতা পৌঁছে যাবে দ্বারে দ্বারে;
প্রাণের স্পন্দন জেগে উঠবে হংসযুগলে;
সন্তরণে ঝিলের জলে খেলাচ্ছলে বলবে কথা ফিসফিসিয়ে।
প্রজাপতি, ঘাসফড়িং নাচবে ঘাস-শিশির,পুষ্পরেণুতে;
কৈশোর হাসবে মেঠো-পথে, বন-বাঁদাড়ে।
সূর্যস্নানে নিমগ্ন অনিল পরশ বুলাবে তনু-মনে;
বিধিনিষেধের প্রাচীর ডিঙ্গিয়ে-
ফুলেরা ঝরে পড়বে মনুষ্য কপোল ছুঁয়ে;
কূজনে সুর-মূর্ছনায় বাতায়ন খুলে-
অসীমে দৃষ্টি পড়ে রবে কারো অপেক্ষার রাগ-রাগিনীতে।
নিঃস্পৃহ হৃদয়ে নৈরাশ্যের যবনিকা ,
ছন্দপতন ঘটায় ক্ষরণ-হাহাকার আর আত্ন-অহংকারের;
নব-দিগন্তে রৌদ্রজ্জ্বল ছটা গেয়ে উঠবে সাম্যের গান।
১৪টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
গাহি সাম্যের গান
যেখানে আসিয়া এক হয়ে গ্যাছে সব বাঁধা ব্যবধান।
আপনার মনে নব জাগরন হোক
এই মোর প্রত্যাশা। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
আপনার প্রতিটি কবিতা ভালো লাগে দিদি।
আজও কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো । আপনাদের অনুপ্রেরণা ও আন্তরিক ভালোবাসা আমাকে সর্বদা উজ্জীবিত করে। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
করোনাকালে এমন জাগরণী লেখা পড়া দরকার বারে বারে।
যেখানে সব কিছু জয় করে শুধুই জীবনের জয়গান। জারণ-বিজারণ শেষে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আশীর্বাদ ও শুভকামনায় রাখবেন সবসময়। ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল
হালিম নজরুল
স্বপ্ন-আশা-কামনায় বেঁচে উঠবে জীবনের জয়গান।
———-চমৎকার কথা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন
ফয়জুল মহী
সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন
তৌহিদ
আশা জাগানিয়া এমন লেখায় মনে বল পেলাম। সূর্যের সোনালি আলোয় উদ্ভাসিত হোক চারপাশ। সুন্দর লিখেছেন দিদিভাই।
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনারা সাহস দিলে , ভালো বললে মনে প্রাণ পাই, সাহস পাই । ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
জিসান শা ইকরাম
শব্দের ব্যবহারে মুগ্ধ হলাম ছোট দি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই । ভালো থাকবেন। শুভ কামনা রইলো