এমন সকাল আসেনি আগে,
খুশির দিনে নীরবতা।
পৃথিবী জুড়ে শুধুই আহাজারি,
বাঁচার আকুলতা।
এমন সময় আসেনি আগে
জীবনের নাই দাম।
মহা দুর্যোগের এই দুর্দিনে
কত চেনা মুখ হারালাম।
আলোর দিন আসবেই একদিন
কাটবে অমানিশা।
কত চেনা মুখ হারিয়ে তবে
পাবো সে পথের দিশা?
অনেক হয়েছে এবার তবে
মৃত্যুর মিছিল থামুক।
অশুভকে হারিয়ে শুভ জিতে যাক
প্রশান্তির বৃষ্টি নামুক।
৫৩৩জন
৪৫১জন
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আমরা সবাই সেই শুভ ক্ষণের অপেক্ষায় আছি। এই অমানিশা কেটে যাক। ভালো থাকুন সবসময়। শুভ সকাল
ইসিয়াক
হ্যাঁ দিদিভাই আমরা সবাই সেই শুভ ক্ষণের অপেক্ষায় আছি।
অবশ্যই খুব তাড়াতাড়ি অমানিশা কেটে যাবে। যাবেই।
বৈশাখী শুভেচ্ছা রইলো
সুপায়ন বড়ুয়া
অশুভকে হারিয়ে শুভ জিতে যাক
প্রশান্তির বৃষ্টি নামুক।
খুব ভালো লাগলো ভাইজান।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো।
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
শুভকামনা সবসময়।
প্রদীপ চক্রবর্তী
প্রশান্তির বৃষ্টি নামার অপেক্ষায় আমরা।
ভালো কাব্যকথন।
শুভকামনা দাদা।
ইসিয়াক
হ্যাঁ দাদা প্রশান্তির বৃষ্টি নামার অপেক্ষায় আমরা।
ভালো থাকবেন সবসময়।
সুরাইয়া পারভীন
আজ আমার শহরে প্রশান্তির বৃষ্টি ঝরেছে।
শুধু শুভ ক্ষণের অপেক্ষায় বেঁচে রইয়েছি এখনও
জানি আসবেই সেই মাহেন্দ্রক্ষণ
নববর্ষের অনেক শুভেচ্ছা রইলো
ইসিয়াক
আশা নিয়ে বাঁচে মানুষ আর আজকে অনেকগুলো নিউজে পড়লাম কিছু ওষুধ নাকি বেশ ভালো কাজ করছে।
পৃথিবীটা আবার আগের মতো হয়ে যাক এই কামনাই করি।
শুভকামনা্
ফয়জুল মহী
বেশ মন ছুঁয়ে গেল লেখা। ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
ইসিয়াক
কেমন আছেন মহী ভাই?
ভালো থাকুন। শুভকামনা জানবেন।
সঞ্জয় মালাকার
এমন সকাল আসেনি আগে,
খুশির দিনে নীরবতা।
অশুভকে হারিয়ে শুভ জিতে যাক
প্রশান্তির বৃষ্টি নামুক।
শুভ কামনা।
ইসিয়াক
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো দাদা।
শুভকামনা।
কামাল উদ্দিন
অনেক হয়েছে এবার তবে
মৃত্যুর মিছিল থামুক।
অশুভকে হারিয়ে শুভ জিতে যাক
প্রশান্তির বৃষ্টি নামুক।
……..নামুক তবে বৃষ্টি
ইসিয়াক
নতুন ভোরের প্রত্যাশায় কামাল ভাই।
করোনা মুক্ত হোক পৃথিবী।
কামাল উদ্দিন
সেই প্রত্যাশায় আমরা সবাই
হালিম নজরুল
প্রশান্তির বৃষ্টির প্রতীক্ষায় রইলাম।
ইসিয়াক
ভালো থাকুন হালিম ভাই।
শুভকামনা।
রেহানা বীথি
আজ আমাদের এখানে বৃষ্টি হয়েছে। প্রশান্তি আসুক পৃথিবীজুড়ে।
সুন্দর কবিতা।
ইসিয়াক
ভালো থাকুন আপু। সতর্ক থাকুন।
শুভকামনা্