
প্রভু,,
তোমায় ধরে সন্ধ্যা প্রভু
তোমায় ধরে রাত,
তোমায় ধরে দাঁড়িয়ে আছে
সময় প্রভাত!
প্রভু সৃষ্টি তোমার নিয়ম নিতি
সৃষ্টি আলো বাতাস,
প্রভু অশ্রু ঝরা সঙ্গী হলো
নিত্যের স্বভাব!
প্রভু নয়ন প্রানে আলোর বাণী
তবুও দেখি আঁধার,
তোমায় ধরে সন্ধ্যা প্রভু
তোমায় ধরে প্রভাত!
সঞ্জয় মালাকার/
২০টি মন্তব্য
এস.জেড বাবু
সবই প্রভুর ইচ্ছে
বাকিটা আমাদের কর্মফল
অনেক মমতায় সুন্দর করে লিখেছেন
ভালোলাগা রইলো
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দাদা, সবি পভুর ইচ্ছা,
ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল।
সুরাইয়া পারভিন
সবকিছু তাঁর দান হলেও মানুষ তার কর্মফলই বেশি ভোগ করে।
চমৎকার উপস্থাপন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন,।
জিসান শা ইকরাম
ছোট কবিতায় অনেক ভালো লাগা দাদা,
প্রবাসে ভালো থাকুন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইজান, অজস্র ভালো লাগা রইলো, শুভ সন্ধ্যা
অনন্য অর্ণব
চমৎকার প্রভু বন্দনা। ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকবেন সব সময় ভালো লাগা রইলো।
নিতাই বাবু
সবই প্রভুর ইচ্ছা। আমি শুধু পালনীয়। তো, কতটুকই পালন করতে পারছি? মনে হয় পারছি না!
সঞ্জয় মালাকার
হুম, ঠিক বলেছেন দাদা- তবে হে দাদা যথাসাধ্য পালন করেযা, পালন করাটাই উত্তম,।
ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইল ভালো থাকুন সব সময় শুভ কামনা।
ছাইরাছ হেলাল
প্রভুর ইচ্ছাই একমাত্র সত্য।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দাদা, প্রভুর ইচ্ছাই একমাত্র সত্য।
ধন্যবাদ দাদা ভালো লাগা ও ভালোবাসা ।
কামাল উদ্দিন
ভালোলাগা জানিয়ে গেলাম
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা অনেক অনেক ভালো লাগা ও শুভেচ্ছা রইল
মোহাম্মদ দিদার
আসলেই সবি তাহার লীলা।
গভীর উপলব্ধির বহিঃপ্রকা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো লাগা ও ভালোবাসা রইলো।
শুভেচ্ছা জানাবে,,
মনির হোসেন মমি
সবাই প্রভুর গোলাম।প্রভুর ইচ্ছেই ইচ্ছে…খুব ভাল লাগল দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো লাগা অফুরন্ত, ভালোথাকুন সব সময় শুভ কামনা।
চাটিগাঁ থেকে বাহার
প্রভূই সর্বেসর্বা। প্রভূর আরাধনায় অবহেলা করা উচিত নেয়। প্রভূর বন্দনা ভালো হয়েছে।
সঞ্জয় মালাকার
ধন্যময় হলাম দাদা অনেক অনেক ভালো লাগা রইলো। শুভ কামনা জানাবেন ।