এ আমার আজন্ম লালিত অপেক্ষা,
এ আমার আজন্ম প্রত্যাশিত অপেক্ষা,
এ আমার শত সহস্র বছরের অপেক্ষা।
সারা বছর সারা যুগ নাইবা মনে রাখুক,
বিশেষ দিনগুলোতে অন্তত মনে রাখুক,
ঘড়ি ধরে ঠিক ঠিক বারোটায় উইশ করুক,
প্রথম শুভেচ্ছা জানিয়ে বিশেষ দিন গুলো-
আরো আরো বিশেষ করে তুলুক।
বিশেষ দিনে প্রিয়জনের প্রথম শুভেচ্ছা বার্তা এসে-
আনন্দ অশ্রুতে দু’চোখ ভরিয়ে তুলুক।
ব্যথিত হৃদয়কে উচ্ছল প্রাণবন্ত করে তুলুক।

কিন্তু হায়!
শত সহস্র বছর ধরে করা-
আজন্ম লালিত অপেক্ষার প্রহর ভেঙ্গে,
প্রত্যাশা পূরণ করতে প্রিয়জনের-
প্রথম শুভেচ্ছা বার্তা আসেনি।
তাই তো আর কারো সাথেই হয় না শুভেচ্ছা বিনিময়।
সময়ের সাথে সাথে বদলে যায় সবকিছু,
বদলে যায় প্রিয়জন, বদলে যায় প্রিয় মুহূর্ত
শুধু বদলে যায় না আমার অপেক্ষার পালা।

৭১১জন ৬২৭জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ