
বন্ধুর কন্টকময় পথ
বিষন্নতায় ঢাকা চারিপাশ,
উত্তরের হিমেল পরশ
গাইছে শীতের আগমনী গান।
তন্দ্রাচ্ছন্ন নয়ন উষ্ণতা খুঁজে ফিরে
রাতের আকাশ মেঘে ঢাকা
শুকতারা হীন পথিকের পথচলা
কোথায় যেন ঝি ঝি ডাক শুনে,
শিশিরে ভেজা পা–
থমকে দাঁড়ায় ক্ষণিকের তরে,
এই বুঝি জোনাকির আলো দেয় ধরা।
দীঘল রজনী পথের সাথে দেয় পাল্লা
রানারের মতো লন্ঠন নেই হাতে
আঁধারে পথ নিবে চিনে,
প্রভাতের আলোর প্রত্যাশায়
জীবন ছুটে চলে পূর্বাকাশে,
একমুঠো রোদ্দুর দিবে উত্তাপ
মাঘের সন্ন্যাসী বিদায় নিবে।
ছবি:নেট থেকে সংগৃহীত
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
শীতের সুন্দর বন্দনা করার জন্য উষ্ণতার শুভেচ্ছা রইল কবি আপু
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
শীতের আবেশে মিষ্টি রোদ্দুরে
কুয়াশার চাদরে ঠেকে যাক কলুষতা।
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
শীতর উষ্ণ বন্দনা। কবিতা সুন্দর হয়েছে।
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর কবিতা লিখেছেন আপা। শেষ স্তবক কবিতাটিকে পূর্ণতা দিয়েছে
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও অফুরান ভালবাসা রইল।
সুপর্ণা ফাল্গুনী
প্রত্যাশায় বেঁচে রই, শীতের উষ্ণতা ছুঁয়ে যাক সবার অন্তরে। বিজয় দিবসের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
হালিমা আক্তার
আপনার প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
কাব্যময় শিতের সুন্দর বর্ণনা। বসন্তের কাব্যের জন্য অপেক্ষায় থাকলাম।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো। দেখি বসন্তে কাব্য ধরা দেয় কিনা।