কথা ছিল তুমি আসবে
একটুক্ষন বসবে আমার উঠোনে।
আমি কৃষ্ণপক্ষের রাত একাই কাটিয়েছি।
এখনতো ভরা পূর্নিমা,
নীল জোৎস্নার চাঁদ তোমার প্রতীক্ষায়।
তোমার স্পর্শে ক্ষনজন্মা হবো,
এই লোভে তেইশ বসন্ত পুড়িয়ে,
তিলে তিলে নিজেকে সাজালাম।
তুমি আসোনি!
যতটা পুড়াতে চেয়েছো ততোটা দগ্ধ হইনি,
আরও একটা বসন্ত যায় যাক।
আরও কিছু চন্দ্রের আবর্তন।
তবু প্রতীক্ষায় থাকবো।
তোমাকে আসতেই হবে,
শতবর্ষে একবারও কি গ্রহন লাগবে না চাঁদে ??
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
চন্দ্র গ্রহণে শতবর্ষ লাগে না,
অচিরেই আসতে তাকে হবেই, এ ডাক উপেক্ষার নয়।
বেশ, বেশ, লিখতে থাকুন।
সালমা আক্তার মনি
হেলাল ভাইয়া আমি তো জানিই চন্দ্রগ্রহনে শতবর্ষ লাগে না! প্রতীক্ষার প্রহর তো এক একটা মুহুর্তই শতবর্ষের সমান।
জ্ঞান দিইনি কিন্তু, রাগ করা যাবে না। মনে হচ্ছে আপনি ভাশ্যবান, প্রতীক্ষা করতে হয়নি কখনো!
সালমা আক্তার মনি
ভাগ্যবান হবে
ছাইরাছ হেলাল
আমিও তাই ই বলতে চেয়েছি, এতটা দেরি করতে হবে না।
ব্যাপার না, এগুলো।
খসড়া
চাঁদে প্রতিতিন মাসে গ্রহন লাগে। কৃষ্ণ পক্ষ রাতে একা থাকাই ভাল। চন্দ্রিমা রাতের আহবানে সাড়া দেয়া যায়।
সালমা আক্তার মনি
ধন্যবাদ আপু কষ্ট করে পড়ে আবার মন্তব্য করার জন্য। প্রতীক্ষাটা দীর্ঘ দেখাতেই শতবর্ষ আনলাম।
মৌনতা রিতু
চাঁদে তো গ্রহণ লাগবেই।আসবে,তবে অপেক্ষা না করাই ভালো।একা থাকারও আনন্দ আছে।অনেক কিছু নিজের করে ভাবা যায়।
সুন্দর।
জিসান শা ইকরাম
এমন লেখায় প্রতি বছরই গ্রহণ লাগবে চাঁদে 🙂
পালাবে কোথায় ?
ভালো লেগেছে ছোট কবিতা।
শুভকামনা -{@
সালমা আক্তার মনি
ধন্যবাদ ভাইয়া, শুভেচ্ছা।
রিমি রুম্মান
বেশ বেশ… মধুর প্রতীক্ষা ।
তোমাকে আসতেই হবে__ না এসে উপায় কি !
সুন্দর লেখা , প্রিয় মনি ।
শুভকামনা -{@
সালমা আক্তার মনি
রিমি আপু অনেক অনেক ভালো লেগেছে তোমার মন্তব্য। সবসময় এভাবে উৎসাহ দিলে আমি সত্যিই কবি হয়ে যাব। (3
আবু খায়ের আনিছ
এমন করে ডাকলে কেউ কি না এসে থাকতে পারে?
লেখা জমিয়ে তারপর পড়তে হবে। মধ্যরাতের নিরবতায় কবিতা বেশ উপভোগ করি।
সালমা আক্তার মনি
সবসময় এমনই বলেন আপনি আনিছ ভাইয়া, অনেক ধন্যবাদ
অরুনি মায়া
আপু যে চলে যায় না ফেরার উদ্দেশ্য নিয়ে সে আর ফিরে আসে না| প্রতীক্ষা চলছে, চলবে জানি | তবে যদিও সে কখনো ফিরে আসে, তখন আগের মত মাধুর্য আর থাকবেনা |
সালমা আক্তার মনি
ঠিক বলেছেন আপু ওই যে আগে একবার লিখেছিলেন “যে বাঁশি ভেঙ্গে ………..
তবু মানুষ বুঝি এমনই হারিয়ে ফেলা জিনিষটাকে মূল্য দেয় বেশি।
ইলিয়াস মাসুদ
প্র্য়োজনে সুর্য গ্রহন পর্যন্ত অপেক্ষা করুম তবুও দেখতে হবে………
কবিতা দারুন আপু 🙂
সালমা আক্তার মনি
হুম এবার আমার সাথে আপনিও বকা খাবেন সবার ইলিয়াস ভাইয়া, সূর্যসূর্যগ্রহনেও কিন্তু শত বর্ষ লাগে না।
নাজমুস সাকিব রহমান
‘যে চলে যায়, যাবার আগে
তার কি বল, ভালো লাগে?’
শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
আসবেই। -{@
শুন্য শুন্যালয়
দগ্ধ কিন্তু হয়েই আছেন, আর নয় শতবর্ষের প্রতীক্ষা, গ্রহণ নয়, চাঁদের বুকে হাতে হাত চাই, হোক তা অন্য কারো।
ভালো লেগেছে কবিতা আপু।