প্রতীক্ষা

সালমা আক্তার মনি ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ১১:১৮:৩০পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

কথা ছিল তুমি আসবে
একটুক্ষন বসবে আমার উঠোনে।
আমি কৃষ্ণপক্ষের রাত একাই কাটিয়েছি।
এখনতো ভরা পূর্নিমা,
নীল জোৎস্নার চাঁদ তোমার প্রতীক্ষায়।
তোমার স্পর্শে ক্ষনজন্মা হবো,
এই লোভে তেইশ বসন্ত পুড়িয়ে,
তিলে তিলে নিজেকে সাজালাম।
তুমি আসোনি!
যতটা পুড়াতে চেয়েছো ততোটা দগ্ধ হইনি,
আরও একটা বসন্ত যায় যাক।
আরও কিছু চন্দ্রের আবর্তন।
তবু প্রতীক্ষায় থাকবো।
তোমাকে আসতেই হবে,
শতবর্ষে একবারও কি গ্রহন লাগবে না চাঁদে ??

৪০০জন ৪০০জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ