
হঠাৎ কখনো দেখা হয়ে গেলে।
কয়েক বছর, দুই যুগ পরে।
হতে পারে,
কাঠফাটা দুপুর, ক্লান্ত বিকেল
অথবা বৃষ্টিমুখর কোনো সন্ধ্যায়।
অপরিচিতের মত হেঁটে চলে যাবে?
হৃদপিন্ড?
সে-তো চুপ থাকে না।
কতকিছু বলে! কতকিছু!
দেহপিঞ্জর?
ছায়ায় ছন্দপতন অবশিষ্ট ধোঁকা।
শ্বাসনালী সংগ্রহ পরভৃৎ বোকা।
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
অপরিচিতের মত হেঁটে চলে যাবার সম্ভাবনাই প্রবল,
যদিও হৃদয় হয়ত অন্য কথা বলবে।
কবিতা ভালো লেগেছে।
পোস্টের বাইরের কিছু কথাঃ
আপনার আগের কবিতা ‘দেহ পোড়া আর্তনাদ’ এবং এই কবিতাটি আপনি অন্য একটি ব্লগে একদিন/ দুইদিন আগে প্রকাশ করেছিলেন। যদিও এটি আপনারই লেখা, তারপরেও এধরনের কপি লেখা একটি ব্লগ সাইটের জন্য ক্ষতিকর টেকনিকাল দিক দিয়ে। এ বিষয়ে আপনার সাথে ইতিপূর্বেও ম্যাসেঞ্জারে আলাপ হয়েছিল যতটা মনে পরে।
পরবর্তী পোষ্ট সমূহের সময় এই বিষয়টি খেয়াল রাখবেন আশাকরি।
শুভ কামনা, শুভ ব্লগিং।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, সংশোধন করে নেব।
জিসান শা ইকরাম
আপনাকেও ধন্যবাদ ভাই।
নুর হোসেন
আমিও আমার লেখাগুলো অন্যব্লগে প্রকাশ করি,
তবে প্রথমে আমি এই সাইটেই প্রকাশ করি।
নৃ মাসুদ রানা
ও আ, ধন্যবাদ। বেশিবেশি লিখুন আর পোস্ট করুন।
মনির হোসেন মমি
প্রথম পোষ্ট এ ব্লগে করে তারপর অন্যান্য ব্লগে পোষ্ট করাটা কোন সমস্যা হবার কথা নয়। তবে পোষ্টে ইতিমধ্যে আপনারা জেনেছেন- আমাদের এ ব্লগটি যে বিশ্বের ৫০টিরও বেশী দেশে সো করে মানে লোকজন পড়েন তাতেই লেখা প্রচারণাটা এনাফ তারপরও আত্মতৃপ্তির জন্য প্রচারে কোন বাধাঁ নেই।আমরাও চাই সোনেলা ব্লগের লেখকদের লেখাগুলো সর্বোচ্চ পর্যায়ে সেয়ার হউক প্রচার হউক।আমাদের অনেকের লেখা প্রথম আলো সহ দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় তাতে সোনেলা গর্ববোধ করেন।আমিও মাঝে মাঝে অন্যত্র লিখি তবে লেখার শেষে “প্রথম প্রকাশ-সোনেলা ব্লগ কথাটি লিখে দেই।
শুভ ব্লগিং।
সুরাইয়া পারভিন
অপরিচিতের মতো হেঁটে চলে যাওয়া কি সহজ?
চমৎকার উপস্থাপন
নৃ মাসুদ রানা
অনেকের কাছেই সহজ।
নুর হোসেন
আমি সোনেলা ব্লগে একেবারেই নতুন, তবে ব্লগের অলিগলি খুব একটা অচেনা নয়।
নৃ মাসুদ রানা
তাহলে তো বেশ মজাই হবে।
নুর হোসেন
অনেকদিন পর লেখালেখির শখটা আবার মাথা চাড়া দিলো…
আশাকরি মজাই হবে।
এস.জেড বাবু
অপরিচিতদের মতোই যাবে হয়ত,
কারণ- হৃৎপিন্ডের আলোড়ন বাস্তব ঝড়ের সামনে তুচ্ছ।
তাও আবার এতোকাল পর।
নিদারুন লিখেছেন।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর
ছাইরাছ হেলাল
কেউ যেতে চাইলেও হৃদয় তা মেনে নেয় না।
নৃ মাসুদ রানা
হুমম, কখনোই মেনে নেবে না।