প্রতীক্ষার নোনাজলে

মুহম্মদ মাসুদ ৭ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৯:১৪:৪৪অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

হঠাৎ কখনো দেখা হয়ে গেলে।
কয়েক বছর, দুই যুগ পরে।
হতে পারে,
কাঠফাটা দুপুর, ক্লান্ত বিকেল
অথবা বৃষ্টিমুখর কোনো সন্ধ্যায়।
অপরিচিতের মত হেঁটে চলে যাবে?
হৃদপিন্ড?
সে-তো চুপ থাকে না।
কতকিছু বলে! কতকিছু!
দেহপিঞ্জর?
ছায়ায় ছন্দপতন অবশিষ্ট ধোঁকা।
শ্বাসনালী সংগ্রহ পরভৃৎ বোকা।

৬৫১জন ৫৩২জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ